জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

তিয়াসার সঙ্গে সম্পর্ক ভেঙেছে তিন বছর, এবার নতুন কোন পথে হাঁটলেন সুবান রায়, এবার দর্শক কেমনভাবে দেখবেন তাঁকে?

সময় বদলায়, বদলায় মানুষও। সম্পর্ক ভাঙে, আবার তৈরি হয় নতুন সম্পর্ক, নতুন জীবন। অতীতকে পিছনে ফেলে কেউ কেউ যখন থেমে যান, কেউ কেউ আবার নতুন ভাবে পথ চলা শুরু করেন। অভিনেতা সুবান রায়ের জীবনেও যেন তেমনই এক পালাবদল ঘটেছে। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘শুভ বিবাহ’-তে ফন্টে চরিত্রে যাঁকে আমরা চিনি, সেই সুবান এবার জীবনের এক নতুন অধ্যায়ে পা রাখলেন—এক অন্য পরিচয়ে।

সুদীর্ঘ সময় ধরে বাংলা টেলিভিশনে অভিনয় করছেন সুবান। বিভিন্ন ধারাবাহিকে তাঁর উপস্থিতি নজর কেড়েছে দর্শকদের। কিন্তু অভিনয়ের বাইরেও যে তাঁর আরও কিছু স্বপ্ন রয়েছে, তা এবার স্পষ্ট করে দিলেন অভিনেতা নিজেই। তিনি জানালেন, এবার শুধু অভিনেতা হিসেবে নয়, আরও অন্য ভূমিকায় দর্শকদের সামনে আসতে চান তিনি। তাই অভিনয়ের পাশাপাশি পরিচালনার দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সুবান রায়।

পরিচালনার পরিকল্পনা সুবানের নতুন কিছু নয়, বহুদিন ধরেই এই ইচ্ছে মনের মধ্যে লালন করে চলেছেন তিনি। এবার সেই ইচ্ছেকে বাস্তবে রূপ দেওয়ার সময় এসে গিয়েছে। ইতিমধ্যেই পরিচালনার কাজ শুরু করে দিয়েছেন তিনি। কিন্তু প্রশ্ন হচ্ছে, কোন কাজের মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করছেন তিনি? দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে সুবান জানালেন তাঁর নতুন পরিচয়ের কথা।

সুবান রায়ের প্রথম পরিচালিত কাজ হল একটি মিউজিক ভিডিও। নাম ‘প্রেমেতে খরচা আছে’। এই ভিডিওটি প্রযোজনা করেছে মিমি প্রোডাকশন, এবং এটিই সুবানের পরিচালনায় প্রথম প্রজেক্ট। সোশ্যাল মিডিয়ায় এর টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। রোমান্টিক মেজাজের এই গানে অভিনয় করেছেন নতুন প্রজন্মের এক জুটি। মিউজিক ভিডিওটির চিত্রগ্রহণ ও পরিচালনার গুণে ইতিমধ্যেই প্রশংসা পাচ্ছেন সুবান।

প্রসঙ্গত, অভিনেত্রী তিয়াসা লেপচার সঙ্গে সুবানের বিচ্ছেদ হয়েছে তিন বছর আগে। সেই ধাক্কা পেরিয়ে এবার নিজের কেরিয়ার ও জীবনকে নতুন ভাবে গড়ে তুলতে চাইছেন তিনি। শুধু ক্যামেরার সামনে নয়, এবার ক্যামেরার পিছনেও নিজের প্রতিভা প্রমাণ করতে চান সুবান। জীবনের এই নতুন ইনিংসে দর্শকদের ভালবাসা ও সমর্থন চান তিনি।

Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।

Rimi Datta

রিমি দত্ত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। কপি রাইটার হিসেবে সাংবাদিকতা পেশায় চার বছরের অভিজ্ঞতা।