বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতার (Kolkata) বুকে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা (Tragic Accident) ! রাজ্যের সঙ্গীতপ্রেমী মহলে নেমে এসেছে শোকের ছায়া। উলুবেড়িয়ার রাজাপুর থানার অন্তর্গত খলিসানি বেলতলায়, ১৬ নম্বর জাতীয় সড়কের কোলাঘাটমুখী লেনে আচমকা ঘটে এই দুর্ঘটনা। নিয়মিত গানের ক্লাস নিতে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েন বাংলার এক জনপ্রিয় সঙ্গীত শিল্পী (Bengali Singer)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা প্রায় ৬টা নাগাদ বাইকের পিছনে বসে গন্তব্যে রওনা দিয়েছিলেন ওই শিল্পী। উদ্দেশ্য ছিল নিমদিঘির একটি গানের স্কুলে ক্লাস নেওয়া। ঠিক সেই সময় বাগনান-শ্যামবাজার রুটের একটি বাস পিছন থেকে ওই বাইকটিকে সজোরে ধাক্কা মারে। ধাক্কার জেরে ছিটকে পড়েন শিল্পী, ঘটনার তীব্রতায় আশপাশে তৈরি হয় চাঞ্চল্য।
স্থানীয়রা দ্রুত আহত শিল্পীকে উদ্ধার করে নিয়ে যান উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে। কিন্তু শেষ রক্ষা হয়নি, হাসপাতালে পৌছাতেই চিকিৎসকরা তাঁকে মৃ’ত বলে ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শীদের মতে, বাসটি অত্যন্ত দ্রুতগতিতে ছিল এবং ধাক্কা মারার পর এক মুহূর্তের জন্যও থামেনি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বাসটিকে আটক করা হয়েছে, আটক করা হয়েছে চালককেও।
এই আকস্মিক মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমেছে বাংলার শিল্পীমহলে। পরিবার সূত্রে খবর, নিহত সঙ্গীতশিল্পী দীর্ঘদিন ধরেই বেতার ও টেলিভিশনের পরিচিত মুখ ছিলেন। বিভিন্ন শহরে নিয়মিত সঙ্গীত পরিবেশনা করতেন তিনি। ক্লাস নেওয়ার পাশাপাশি বহু অনুষ্ঠানেও উজ্জ্বল উপস্থিতি ছিল তাঁর। শিল্পীর মৃ’ত্যুতে শোকস্তব্ধ তাঁর ছাত্রছাত্রী, শ্রোতা এবং সহকর্মীরাও।
আরও পড়ুনঃ এক ডাকেই বাঁধা অপু-আর্য! অপু শুনছে সেই অদৃশ্য ডাক! কিঙ্করের সতর্কবার্তা মানতে নারাজ আর্য! তারাসুন্দরী মায়ের ভবিষ্যদ্বাণীতে ছড়াল রহস্যের ছায়া! অপু-আর্যর প্রেমে বাধা এবার অতীত!
জানা গেছে, নিহত শিল্পীর নাম মৌমিতা দেবনাথ। বয়স ছিল ৩৫ বছর। তিনি উলুবেড়িয়া পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের বাউরিয়া সিপাই পাড়ার বাসিন্দা ছিলেন। শিল্পীর পরিবারে শোকের ছায়া, আচমকা এই দুর্ঘটনা মেনে নিতে পারছেন না কেউই। বাংলার শিল্প জগতের এক উজ্জ্বল নাম নিভে গেল এক নিমেষে। মৌমিতার অসময়ে চলে যাওয়ায় অপূরণীয় ক্ষতির সম্মুখীন হল বাংলা সঙ্গীতজগৎ।
Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।