জি বাংলার ‘চিরদিনই তুমি যে আমার’ (Chirodini Tumi Je Amar) ধারাবাহিকে আজকের পর্বের শুরুতেই দেখা যায়, তারাসুন্দরী মায়ের কথায় অপুর অদ্ভুত আচরণ নিয়ে চিন্তায় পড়েছে রুম্পা। এদিকে অনেক রাত হয়ে গেছে দেখে রাজলক্ষ্মী দুশ্চিন্তা করতে থাকেন আর্যদের নিয়ে। কিছুক্ষণ পরেই অর্ক এবং মানসী ফিরে এলেও, আর্য তাদের সঙ্গে আসে না।
মানসী জানায়, আর্য তাদের সঙ্গেই বাড়ির উদ্দেশ্যে বেরিয়েছিল। এই কথা শুনে খুবই আতঙ্কিত হয়ে পড়েন রাজলক্ষ্মী। অর্ক ঘুম পেয়েছে বলে ঘরে যেতে চাইলেও, মানসী শাশুড়ির সঙ্গে আর্যর জন্য অপেক্ষা করবে বলে জানায়। হঠাৎ করেই মানসী রাজলক্ষ্মীকে প্রশ্ন করে, তাদের অতীত নিয়ে। মানসী জিজ্ঞেস করে, অতীতে কি তারা কোনও এক-কামরার ঘরে দিন কাটিয়েছে?

অর্ক এই কথা শুনেই অসুস্থ হয়ে পড়ে, মাথায় যন্ত্রণা শুরু হয় তার। ততক্ষণে আর্য এসে পৌঁছায়। মানসী এবার আর্যর কথায় উপর ভিত্তি করেই বলে, অপুর বাড়িতে আর্য বলেছে যে বস্তির জীবন সে খুব কাছ থেকে দেখেছে। অর্কর অবস্থা আরও খারাপ হচ্ছে দেখে, রাজলক্ষ্মী জানায় যে আর্য পরিস্থিতি সামাল দিতে মিথ্যে বলেছে। মানসী এবার প্রশ্ন করে, কেন অতীত নিয়ে কথা বললেই অর্কর এমন হয়?
কোনও উত্তর না পেয়ে মানসী ঠিক করে হাল ছাড়বে না, অতীত সম্পর্কে জেনেই ছাড়বে। এদিকে আর্য চায় রাজলক্ষ্মী সবাইকে জানিয়ে দিক অতীত নিয়ে। কিন্তু কান্নায় ভেঙে পড়ে রাজলক্ষ্মী জানায়, একবার সবকিছু হারিয়েছে। এবার ভয় হয়, যদি অতীত সামনে আসলে আবার সব হারিয়ে যায়। অন্যদিকে মীরা ঠিক করে এতদিন পড়ে আর্যকে নিজের মনের কথা বলবে।
আরও পড়ুনঃ ছোটপর্দায় কামব্যাক ইধিকার! পুজোর আগে দর্শকদের জন্য কী চমক আনছেন ‘রঞ্জা’?
নিজেকে প্রমাণ করতে অপু এখন রাতদিন কাজ করছে। আর্য অফিসে পৌঁছে অপু একা কাজ করতে দেখে, ডিনারে নিয়ে যাওয়ার প্রস্তাব দেয়। অপু কাজের অজুহাত দেখিয়ে প্রস্তাব ফিরিয়ে দেয়। এদিকে অফিসেই মীরা আর্যকে মনে কথা জানতে ব্যর্থ হয়। ডিনারে অপর্ণাকে নিয়ে আর্যর যেখানে যাওয়ার কথা ছিল, মীরা পৌঁছে প্রেম নিবেদন করে আর্যকে। সেই মুহূর্তে অপু সেখানে উপস্থিত হয়ে, অবাক হয়ে যায়।