জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

দারুণ সুখবর! ‘ইরাবতীর চুপকথা’র পর আবার ছোট পর্দায় মুখ্য ভূমিকায় ফিরছেন মনামী ঘোষ! ভক্তদের অপেক্ষার অবসান, নতুন ধারাবাহিকে নাম লেখালেন অভিনেত্রী! আসছে কোন চ্যানেলে, কবে থেকে?

ছোট পর্দার সঙ্গে একসময় যাঁর নাড়ির টান ছিল সবচেয়ে গভীর, সেই অভিনেত্রী ‘মনামী ঘোষ’ (Monami Ghosh) দীর্ঘদিন ধরেই ছিলেন টেলিভিশনের পর্দার বাইরে। বাংলা ধারাবাহিকের দর্শকেরা এক সময় প্রতিদিনই তাঁকে দেখে অভ্যস্ত ছিলেন, এক এক সিরিয়ালে এক এক রূপে। অভিনয় দক্ষতা, পর্দার উপস্থিতি এবং সাবলীল অভিব্যক্তি— সব মিলিয়ে মনামী হয়ে উঠেছিলেন ঘরের মেয়ে। তাই দর্শকদের একটাই প্রশ্ন, মনামী আবার ফিরছেন তো ছোট পর্দায়?

প্রসঙ্গত, মনামী ছোট পর্দার সফল অভিনেত্রীদের মধ্যে একজন। বাংলা ধারাবাহিক শুরুর দিন থেকেই নানান চরিত্রে অভিনয় করে এসেছেন তিনি। কখনও বোনের চরিত্রে, কখনও দিদির চরিত্রে, আবার কখনও মুখ্য চরিত্রে। তার সফলতার ঝুলির মধ্যে রয়েছে— ‘একদিন প্রতিদিন’, ‘পুন্যি পুকুর’, ‘ইরাবতীর চুপকথা’। ২০১৯ সালে শেষ হয় ইরাবতীর চুপকথা, স্টার জলসায় এই ধারাবাহিকটি ছিল মনামীর শেষ কাজ ছোট পর্দায়।

সিরিয়ালটি শেষ হওয়ার পর কেটে গেছে বহু দিন। এরপর থেকেই অনেকেই ভেবেছিলেন, হয়তো ছোট পর্দা থেকে একরকম বিদায়ই নিয়ে ফেলেছেন অভিনেত্রী। যদিও এই সময়ে মনামী থেমে থাকেননি। বরং বড়পর্দায় নিজের দখল আরও শক্ত করে তুলেছেন। ‘বেলাশুরু’, ‘পদাতিক’, ‘মৌচাক’– প্রতিটি ছবিতেই মনামীর পরিণত অভিনয় সমালোচক-দর্শকের মন কেড়েছে বারবার। তবে, এবার নাকি ছোট পর্দায় ফিরছেন মনামী!

ছোট পর্দার দর্শকদের একটা ঘনিষ্ঠ অভ্যাস থাকে— তাঁরা বারবার ফিরে আসেন সেই মুখগুলোর কাছে, যাঁদের সঙ্গে তাঁদের দীর্ঘ সময়ের সম্পর্ক গড়ে ওঠে। মনামী ঘোষও ঠিক তেমনই এক মুখ। ফলে নতুন করে খবর ছড়াতেই যে মনামী আবার টেলিভিশনের শ্যুটিং ফ্লোরে ফিরেছেন, তাতে স্বাভাবিকভাবেই আগ্রহের পারদ চড়ছে দর্শকমনে। অনেকেই ধরে নিচ্ছেন, নতুন কোনও ধারাবাহিকে আবার হয়তো কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে।

যদিও এবারে ফেরা খানিকটা অন্যরকম। মনামী ঘোষ ফিরছেন ঠিকই, তবে কোনও ধারাবাহিকে নয়। তিনি ধরা দিয়েছেন এক জনপ্রিয় রিয়ালিটি শো-এর বিশেষ পর্বে। শোয়ের নাম ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’। সান বাংলার এই জনপ্রিয় গেম শো এবার পৌঁছে গেছে দ্বিতীয় সিজনে। এবং জুলাই ফিনালের বিশেষ অতিথি হিসেবে হাজির হয়েছেন মনামী ঘোষ নিজে। তাঁর মুখেই শোনা গেল, এই শোয়ের লক্ষ্মীদের দেখে তিনি সত্যিই অনুপ্রাণিত।

সঞ্চালিকা সুদীপ্তা চক্রবর্তীর সঙ্গেও দীর্ঘদিন পর দেখা হয়েছে মনামীর। আবেগঘন হয়ে বলেন, সুদীপ্তাদি তাঁকে আদর করে ডাকেন ‘বাচ্চা সিং’। তাঁর কথায়, “এখানে এসে আমার সত্যিই লক্ষ্মীলাভ হয়েছে।” পর্দা থেকে দূরে থাকলেও মনামী ঘোষ যে আজও দর্শকের হৃদয়ে অটুট, তা প্রমাণ করে দিয়েছে এই বিশেষ পর্ব। ছোট পর্দায় ফিরলেন বটে, তবে এক নতুন রূপে— অতিথি হয়ে, ভালবাসা নিয়েই।

Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।

Rimi Datta

রিমি দত্ত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। কপি রাইটার হিসেবে সাংবাদিকতা পেশায় চার বছরের অভিজ্ঞতা।