টলিউডে একসময় যে কয়েকটি অনস্ক্রিন জুটি রীতিমতো তোলপাড় ফেলেছিল, তার মধ্যে অন্যতম ছিলেন দেব-শুভশ্রী। রোমান্স, গান, অ্যাকশন—সবেতেই ছিল তাদের চমৎকার বোঝাপড়া। কিন্তু বিগত কয়েক বছর ধরে একসঙ্গে পর্দায় দেখা যায়নি এই হিট জুটিকে। ফলে প্রশ্ন উঠছে, তবে কি ‘ধূমকেতু’ই শেষ? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে অনুরাগীদের মনে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই প্রশ্নের মুখোমুখি হন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। উত্তরে অভিনেত্রী স্পষ্ট করেই জানিয়ে দেন, “আমি তো কখনও বলিনি, দেবের সঙ্গে আর কাজ করব না। চরিত্র ভালো লাগলে অবশ্যই আবার একসঙ্গে ছবি করব।” সঙ্গে যোগ করেন, “আমরা সকলে পেশাদার, কাজের ক্ষেত্রে কারও সঙ্গে জুটি বাঁধা নিয়ে ব্যক্তিগত সম্পর্কের প্রভাব পড়ে না। যদি ভালো চিত্রনাট্য আসে, দেবের সঙ্গে আবার স্ক্রিন শেয়ার করতে আমার কোনও আপত্তি নেই।” তবে তিনি এটাও বলেন, বর্তমানে সেই রকম কোনও অফার তাঁর কাছে আসেনি।
‘ধূমকেতু’ এখনও পর্যন্ত দেব-শুভশ্রী জুটির শেষ ছবি। এর আগে ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘রোমিও’, ‘চ্যালেঞ্জ’, ‘খোকাবাবু’, ‘খোকা ৪২০’-এর মতো একের পর এক হিট ছবি তাঁরা উপহার দিয়েছেন টলিউডকে। একসময়ে পর্দা এবং বাস্তব—দুই জগতে তাঁদের প্রেম নিয়ে ছিল জোর আলোচনা। কিন্তু সেই সমীকরণ আজ বদলে গিয়েছে। শুভশ্রী এখন সফল সংসারী, পরিচালক রাজ চক্রবর্তীর স্ত্রী, এবং দুই সন্তানের মা। অন্যদিকে দেব এখন রুক্মিণীর সঙ্গে ব্যক্তিগত ও পেশাগতভাবে সফল।
দেবও সংবাদ মাধ্যমে জানিয়েছেন, “আমরা পরস্পরকে গত আট-দশ বছরে খুব বেশি দেখিনি। মাঝে মাঝে কোনও অ্যাওয়ার্ড শোতে দেখা হয়েছে। শুভশ্রী এখন সংসার সামলে অভিনয়ও করছে, এটা খুব ভালো লাগার বিষয়।” দেবের এই সৌজন্যমূলক বক্তব্যে স্পষ্ট, তাঁদের মধ্যে কোনও তিক্ততা নেই। বরং সময় ও উপযুক্ত স্ক্রিপ্টের অপেক্ষা আছে।
আরও পড়ুনঃ দারুণ সুখবর! ‘ইরাবতীর চুপকথা’র পর আবার ছোট পর্দায় মুখ্য ভূমিকায় ফিরছেন মনামী ঘোষ! ভক্তদের অপেক্ষার অবসান, নতুন ধারাবাহিকে নাম লেখালেন অভিনেত্রী! আসছে কোন চ্যানেলে, কবে থেকে?
দর্শকদের একাংশের মতে, শুভশ্রীর মধ্যেও আগের তুলনায় এখন অনেক পরিণত ভাব এসেছে। অভিনয় থেকে কথা বলার ধরন—সবেতেই পরিপক্বতা ধরা পড়ে। একথা নিজেও মেনে নিয়েছেন অভিনেত্রী। তিনি জানান, “আমি যে এখন ‘ধূমকেতু’র প্রোমোশনে বসে আছি, সেটাই বিশ্বাস হচ্ছে না।” ফলে টলিউডের দুই আইকনকে আবার একসঙ্গে বড় পর্দায় দেখার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। আপাতত চিত্রনাট্যের অপেক্ষা, আর দর্শকের চোখ সেই দিকেই।
Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।