জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

বৃষ্টিভেজা রাতে ফাঁস হতে চলেছে আর্যর গোপন অতীত! আর্যর বিয়ের ছবি হাতে অপর্ণা! ছবিতে কে সেই অজানা নারী? ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের মোড় ঘোরানো প্রোমো!

নতুন টানাপোড়েন আর নতুন চমক নিয়ে এগিয়ে চলেছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’ (Chirodini Tumi Je Amar)। চরিত্রগুলোর ভেতরের গভীর আবেগ আর অজানা অতীত ধীরে ধীরে খুলে যাচ্ছে দর্শকদের সামনে। আর্য সিংহ রায় (Jeetu Kamal) —যে চরিত্র প্রথম থেকেই একরকম রহস্যে মোড়া, তার অতীত ক্রমশ সামনে আসতে শুরু করেছে। বাইরে থেকে যিনি কঠোর, স্থির এবং আত্মবিশ্বাসী—তারই ভিতরে লুকিয়ে রয়েছে এক যন্ত্রণাময় ইতিহাস, যা এখনও তাকে ছেড়ে যায় না। ধারাবাহিকের সাম্প্রতিক কাহিনির মোড়ে স্পষ্ট, আর্যর জীবনের অনেক পাতা এখনও অজানা।

এই মুহূর্তে ধারাবাহিকের কেন্দ্রবিন্দুতে রয়েছে অপর্ণা এবং আর্যর জটিল সম্পর্ক। পরিস্থিতি যতই প্রতিকূল হোক না কেন, দুজনের মধ্যে তৈরি হয়েছে এক গভীর টান। যদিও ভালোবাসার পথে বাধার শেষ নেই—পরিবারের বিধিনিষেধ, সমাজের রীতি আর আগলে রাখা গোপন সত্য সবকিছুই যেন তাদের আলাদা করে দিতে চায়। কিন্তু ঠিক এই সময়েই ধারাবাহিকের নতুন প্রোমো সামনে এনে দিল এক অজানা রহস্যের ইঙ্গিত, যা দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে তুলেছে।

Chirodini Tumi Je Amar, Ditipriya Roy, Jeetu Kamal, Tonni Laha Roy, Avrajit Chakraborty, Arka Jyoti Paul Chaudhury, Zee Bangla, Arya-Aparna, Bengali Serial, Chirodini Tumi Je Amar Today Episode, New Episode, চিরদিনই তুমি যে আমার, দিতিপ্রিয়া রায়, জিতু কামাল, তন্বী লাহা রায়, অভ্রজিৎ চক্রবর্তী, অর্কজ্যোতি পাল চৌধুরী, জি বাংলা, আর্য-অপু, বাংলা সিরিয়াল, চিরদিনই তুমি যে আমার আজকের পর্ব, নতুন পর্ব

নতুন প্রোমোতে দেখা যায়, এক বৃষ্টিভেজা রাতে অপর্ণাকে নিজের বাড়িতে নিয়ে আসে আর্য। সবকিছুই যেন স্বাভাবিক, কিন্তু তারপরেই ঘটতে থাকে একের পর এক অপ্রত্যাশিত ঘটনা। ঘরের দরজার ওপারে দাঁড়ানো এক অজ্ঞাত মানুষ অপর্ণাকে বলেন—এই বাড়িতেই তার সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে। ভয়ে দৌড়ে আর্যর ঘোর ছেড়ে পালিয়ে যান অপর্ণা, আশ্রয় নেয় বাড়ির স্টোর রুমে। আর সেখানেই ঘটে সবচেয়ে বড় চমক।

স্টোর রুমের ভেতর হাওয়ায় দাপটে একটি ছবি মাটিতে পড়ে যায়। সেই ছবি তুলে নিতে গিয়েই চমকে ওঠে অপর্ণা। বিয়ের সাজে এক মহিলার পাশে দাঁড়িয়ে রয়েছেন আর্য। ছবির মহিলার মুখ স্পষ্ট নয়, কিন্তু আর্য যে অতীতে বিবাহিত ছিলেন, তার ইঙ্গিত এতে পরিষ্কার। এতদিন যাকে বিশ্বাস করে এসেছে অপর্ণা, তার সম্পর্কে এই নতুন তথ্য যেন তাকে ভিতর থেকে ভেঙে দেয়। মুহূর্তেই সে আর্যর মুখোমুখি হয় এবং অপর্ণা সোজাসুজি প্রশ্ন করে বসে—”আপনি আসলে কে, আর আপনার অতীত কী?”

আরও পড়ুনঃ “আমি তো কখনও বলিনি দেবের সঙ্গে আর ছবি করব না, তবে শর্ত আছে…!”—শুভশ্রীর এই কথায় ফের আশা জাগছে অনুরাগীদের, তাহলে কি ‘ধুমকেতু’র পর আবারও কী টলিউড কাঁপাতে ফিরবে দেব- শুভশ্রীর হিট জুটি?

আগামী ৩০ জুলাই সম্প্রচার হবে এই বিশেষ পর্বটি, যেখানে সম্ভবত খোলসা হবে আর্যর জীবনের বহু বছর ধরে জমে থাকা গোপন সত্য। তার সাথে বদলে যেতে পারে অপর্ণা ও আর্যর সম্পর্কের গতিপথও। প্রোমোর এই রহস্যঘেরা আবহ, চমকপ্রদ তথ্য আর ভাঙা বিশ্বাসের আবেগে ভরপুর মুহূর্ত, নিঃসন্দেহে ধারাবাহিকটির টিআরপি-তেও প্রভাব ফেলবে বলে মনে করছেন অনেকে। এখন দেখার, অপর্ণা সত্যি কী জানতে পারবে আর্যর আসল পরিচয়, নাকি সেই রহস্য আরও বাড়িয়ে তুলবে গল্পকে।

Piya Chanda