জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“খলনায়ক বলে কে বলেছে ভয় পেতে হবে!”— খলনায়ক হয়েও নায়ক অর্ক, ‘উৎসব’ চরিত্রেই জিতেছেন হাজারো মন! নায়ক হওয়ার স্বপ্ন ছিল, খলচরিত্র কেন বেছে নিলেন?

বাংলা ছোটপর্দায় বর্তমানে ‘উৎসব’ নামটি শুধু একটা চরিত্র নয়, দর্শকদের আবেগ। আর সেই উৎসব চরিত্রেই নজর কাড়ছেন অভিনেতা ‘অর্ক চক্রবর্তী’ (Arka Chakraborty)। জি বাংলার ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri) ধারাবাহিকে তাঁর অভিনীত খলচরিত্র ইতিমধ্যেই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছে। অতীতে ধারাবাহিকে অভিনয়ের অভিজ্ঞতা না থাকলেও, প্রথম ধারাবাহিকের মাধ্যমেই তিনি দর্শকদের ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন।

অভিনেতা অর্কের বাবা নিজেও একজন পরিচিত টেলিভিশন লেখক। অনেকেই ভাবতেন, বাবার পরিচয় হয়তো তাঁর পথ সহজ করে দিয়েছে। কিন্তু বাস্তবটা একেবারেই উল্টো। অর্ক নিজে জানান, ইন্ডাস্ট্রিতে নিজেকে প্রমাণ করতে হয়েছে সম্পূর্ণ নিজের চেষ্টায়, কোনও সম্পর্কের জোরে নয়। সেইজন্যই ‘উৎসব’ চরিত্রটা তাঁর কাছে শুধু একটা কাজ নয়, বরং একটা মাইলফলক। হিরো হওয়ার ইচ্ছা ছিল, তবে খলচরিত্রে কেন?

অনেকে মনে করেন খলচরিত্র মানেই টাইপকাস্ট হওয়ার সম্ভাবনা। এই প্রসঙ্গে অর্ক একদম স্পষ্টভাষী। তিনি বলেন, “কোনও চরিত্র পজিটিভ না নেগেটিভ, তা দিয়ে আমি নিজেকে বাঁধি না। সুযোগ এলেই আমি চরিত্রের গভীরে ঢুকে সেটাকে সত্যি করার চেষ্টা করি। বেশি ভাবলে অভিনয় করা অসম্ভব!” তাঁর মতে, টাইপকাস্ট হওয়ার ভয় নিয়ে অভিনয় করা যায় না। প্রতিটা চরিত্রই তাঁর কাছে একটি নতুন চ্যালেঞ্জ।

‘জগদ্ধাত্রী’-তে কাজ করে তিনি কতটা দর্শকপ্রিয়তা পেয়েছেন, তা নিয়েও অকপট অর্ক। তিনি বলেন, দক্ষিণ আফ্রিকাতেও যখন এই ধারাবাহিক সম্প্রচার শুরু হয়, তখন সেখানে থেকেও দর্শকেরা তাঁদের গান গেয়ে অভিনন্দন জানায়। এমনকি ১০০০তম পর্ব উপলক্ষে গান গেয়েও শুভেচ্ছা জানানো হয়েছে, যা তাঁর কাছে এক অপূর্ব অভিজ্ঞতা। খলনায়ক বলে নিজেকে কখনওই আলাদা চোখে দেখেন না বাকিদের থেকে তিনি।

ধারাবাহিকের মূল কর্মকর্তা ‘স্নেহাশীষ চক্রবর্তী’কে অর্ক বিশেষ করে কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, স্নেহাশীষ যদি তাকে এই সুযোগ না দিতেন, তাহলে কখনওই নিজেকে নতুন করে চিনতে পারতেন না তিনি। সব মিলিয়ে বলা যায়, অর্ক চক্রবর্তী শুধু পর্দার ‘উৎসব’ নয়, বাস্তবেও এক সংগ্রামী শিল্পী। ছোটপর্দায় তাঁর যাত্রাপথ শুধুই খলনায়কের গণ্ডিতে সীমাবদ্ধ নয়—বরং প্রতি চরিত্রে নিজের সেরাটা দিয়ে তিনি বারবার প্রমাণ করতে চান!

Piya Chanda