জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

টেলি অভিনেত্রীর জীবনে জোড়া পুরুষ! দ্বিতীয় জনের অস্তিত্বের খবর পেতেই প্রেমিকের হানা শুটিং ফ্লোরে! পর্দায় এখন প্রেমের দৃশ্যেও নজরবন্দি হতে হচ্ছে! এই অভিনেত্রীর সম্পর্ক জটিলতায় রীতিমতো অস্বস্তি পরিবার থেকে টেলিপাড়ায়!

ছোট পর্দার এই জনপ্রিয় অভিনেত্রী (Bengali Television Actress) সম্প্রতি চরম টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছেন। প্রেম, সম্পর্ক আর কাজের জায়গায় ব্যক্তিগত দ্বন্দ্ব যেন পিছু ছাড়ছে না তাঁর। প্রথমে নিজের প্রেমের কথা সাহসিকতার সঙ্গে প্রকাশ্যে এনেছিলেন তিনি। কোনও লুকোচুরি না রেখে সবার সামনে স্বীকার করেছিলেন তাঁর সম্পর্কের কথা। এরপর অনুরাগী থেকে সাংবাদিক, কেউই আর তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহল প্রকাশ করেননি। কিন্তু সেই স্থিরতা বেশিদিন স্থায়ী হল না!

কিছুদিনের মধ্যেই অভিনেত্রীর নাম নতুন এক অভিনেতার সঙ্গে জড়াতে শুরু করল। দু’জনের ঘনিষ্ঠ মুহূর্তের কিছু ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। গুঞ্জন ওঠে, টেলিপাড়ার নতুন জুটি গড়ে উঠেছে! স্বাভাবিকভাবেই আলোড়ন পড়ে অভিনেত্রীর ব্যক্তিগত জীবনে। একদিকে প্রেমিক, অন্যদিকে সহ-অভিনেতা, আর মাঝখানে তিনি নিজে— এই ত্রিকোণ জটিলতাই যেন তাঁর জীবনে অশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি উদ্বিগ্ন হয়ে পড়েছেন অভিনেত্রীর পরিবার। মেয়ের নাম নতুন একজনের সঙ্গে জড়ানোয় চিন্তার ভাঁজ তাঁদের কপালে। পরিবারের বক্তব্য, অভিনেত্রী যে অভিনেতার সঙ্গে বর্তমানে কাজ করছেন, তিনি বয়সে ও অভিজ্ঞতায় অনেকটাই পরিণত। তাই মেয়ের ভবিষ্যৎ নিয়ে তাঁদের ভাবনা আরও বেড়ে গিয়েছে। শুধু পরিবারই নয়, তাঁর প্রেমিকের মনেও সন্দেহের বীজ বাসা বাঁধছে।

সূত্রের খবর অনুযায়ী, দক্ষিণ কলকাতার একটি পুরনো বাড়িতে ধারাবাহিকের শুটিং চলাকালীন আচমকাই অভিনেত্রীর প্রেমিক সেখানে হাজির হন। তিনি দেখতে চান, ঠিক কী চলছে অভিনেত্রী ও তাঁর সহ-অভিনেতার মধ্যে। তবে গিয়ে তিনি দেখেন, সেই অভিনেতা একা বসে চুপচাপ নিজের সংলাপ রিভাইস করছেন। এর বাইরে কোনও ঘনিষ্ঠতা চোখে পড়েনি তাঁর। যদিও তাতে পুরোপুরি নিশ্চিন্ত হতে পারেননি কেউই।

আরও পড়ুনঃ মেয়েদের শক্তিশালী হতে দেখলে কিছু পুরুষদের আবার সহ্য হয় না! নারীকেন্দ্রিক গল্প শুনলেই বিরূপ প্রতিক্রিয়া! সমাজের মানসিকতা নিয়ে ক্ষোভ প্রকাশ সন্দীপ্তা সেনের!

জানা যাচ্ছে, এখন নায়িকার প্রতিটি শুটিং দৃশ্যের উপর কড়া নজর রাখা হচ্ছে। এমনকি রোম্যান্টিক দৃশ্যের সময়েও পরিবারের কেউ না কেউ সেটে উপস্থিত থাকছেন বলে গুঞ্জন। ফলত, অভিনয়ে স্বাধীনতা হারাচ্ছেন অভিনেত্রী। মন খুলে অভিনয় করার জায়গাটুকুও যেন দখল করে নিচ্ছে পারিবারিক উদ্বেগ আর প্রেমের টানাপোড়েন। এই পরিস্থিতিতে তাঁর পেশাগত ভবিষ্যৎ কোন দিকে মোড় নেবে, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন।

Piya Chanda