আজকের বাংলা টেলিভিশনের পরিচিত মুখদের মধ্যে শ্বেতা ভট্টাচার্যের (Sweta Bhattacharya) জনপ্রিয়তা আলাদাই। আজও ছোটপর্দায় নিজের পরিচিতি ধরে রাখতে পেরেছেন ধারাবাহিক অনুশীলন, পরিশ্রম আর দক্ষতায়। ‘জারোয়ার ঝুমকো’, ‘যমুনা ঢাকি’, ‘তুমি রবে নীরবে’-র মতো ধারাবাহিকে অভিনয়ের যে ছাপ রেখেছেন, তা এখনও দর্শকের স্মৃতিতে সমান উজ্জ্বল।বর্তমানে তিনি ‘কোন গোপনে মন ভেসেছে’-র (Kon Gopone Mon Bheseche) শ্যামলী চরিত্রে অভিনয় করছেন।
কিন্তু অনেকেই জানেন না — শ্বেতার প্রথম পছন্দ ছিল নাচ। ‘ডান্স বাংলা ডান্স’-এর মঞ্চই ছিল তাঁর প্রথম বড় সুযোগ, আর সেখান থেকেই ধীরে ধীরে অভিনয়ের দিকে এগিয়ে গিয়েছেন। তিনি বলেছিলেন, নাচই ছিল সেই সময় তাঁর প্রথম স্বপ্ন, অভিনয়-জগৎটা তখন কল্পনাতেও ছিল না। তবু মঞ্চ-অভিজ্ঞতা এবং দৃঢ় পরিশ্রম তাঁকে টিভির উপযোগী শিল্পী বানিয়েছে। শ্বেতা অভিনয়ে নিজের নীতিকে খুব স্পষ্টভাবে প্রতিষ্ঠা করেছেন, তিনি স্বাচ্ছন্দ্যহীন পোশাকে কাজ করাটাকে মেনে নেন না।
প্রযোজকদের সঙ্গে কাজ শুরু করার আগে অতিরিক্ত উন্মুক্ত পোশাক পরবেন না জানিয়ে দেন। নিজের স্বাচ্ছন্দ ও মর্যাদিই তাঁর কাজের প্রথম শর্ত। শ্বেতা সম্প্রতি একটি সাক্ষাৎকারে জানালেন, আজ পর্যন্ত কোনওদিন ছোট জামা পারেননি। অভিনেত্রী হয়েও কাজ করতে গিয়ে, প্রতিবার এই একই শর্ত রেখেছেন নির্মাতাদের কাছে যে— হাতাকাটা ব্লাউজ বা হাঁটুর উপরে জামা পরতে পারবেন না। সেই জন্য হয়তো অনেক কাজ হাতছাড়া হয়েছে, তাতে যদিও কোনও আফসোস নেই অভিনেত্রীর।
এদিন তিনি বলেন, “ভজ গোবিন্দ বলে একটি বাংলা ধারাবাহিক ছিল, সেটার হিন্দি সংস্করণ ‘জয় কানহাইয়া লাল কি’ তে আমি মূখ্য ভূমিকা অর্থাৎ ‘ডালি’র চরিত্রটা করি। বাংলায় কিন্তু মূখ্য চরিত্রে যিনি অভিনয় করেছিলেন, উনি ছোট জামা পরতে। আমি হিন্দিতে কিন্তু পরিনি! কারণ হিসেবে বলেছিলাম সে স্বাচ্ছন্দ্যবোধ করত, আমি করি না। আজ পর্যন্ত আমার এরম কোনও ছবি কেউ দেখাতে পারবেন না, যেখানে আমি ছোট জামা পরে দেহ দেখিয়েছি।”
আরও পড়ুনঃ “তুমি নাকি মা, প্রমাণ দাও!”— ইন্দ্রপুরী স্টুডিয়োয় পা রেখতেই সায়কের অবিশ্বাস্য অভিজ্ঞতা! ধারাবাহিকের সেটে ঘটে গেল অলৌকিক ঘটনা, কী বললেন সায়ক?
শেষপর্যায়ে বলা যায়, শ্বেতার এই দৃঢ়তা তাঁকে শুধুই ব্যক্তিগতভাবে পরিণত করেনি, বরং পেশাগতভাবেও একটি পরিচ্ছন্ন পরিচয় তৈরি করেছে। তিনি ট্রেন্ড বা বিতর্কের পেছনে ছুটে না গিয়েই নিজের কাজ করে যাচ্ছেন, আর দর্শকরাও ধীরে ধীরে সেই সতর্ক বেছে নেওয়া সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল হয়েছেন। ছোটপর্দায় তাঁর যাত্রা এখনও চলছে— আর শ্বেতা জানিয়েছেন, ভালো চরিত্র পেলে তিনি অবশ্যই করবেন, তবে শর্তের সঙ্গে আপোষ করে নয়।