বাঙালি দর্শকের রাতের সঙ্গী ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’। গল্পের মোড়, চরিত্রের ওঠানামা— সবই নিয়ে দর্শকের কৌতূহল বরাবরের মতোই প্রবল। তবে এবার শুধু কাহিনির বাঁকেই নয়, চমক এসেছে নতুন চেহারাতেও। এক পরিচিত মুখকে দেখা যাচ্ছে একদম নতুন চরিত্রে, আর সেই সঙ্গে আসছে গল্পে এক ভিন্ন রসায়ন, যা নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে আলোচনা।
‘জগদ্ধাত্রী’-তে এতদিন দর্শক দেখেছেন সৌম্যদীপ মুখোপাধ্যায়কে ‘স্বয়ম্ভূ’ চরিত্রে। তবে এবার কাহিনিতে আসছেন আরেক নায়ক, যিনি জায়গা করে নেবেন ‘দুর্গা’র জীবনে। এই চরিত্রে অভিনয় করছেন অভিনেতা ঋষভ ভৌমিক। উল্লেখযোগ্য বিষয়, ধারাবাহিকে ‘জগদ্ধাত্রী’ ও ‘দুর্গা’— দুই চরিত্রেই অভিনয় করছেন অঙ্কিতা মল্লিক। ফলে একই অভিনেত্রীর সঙ্গে দুই নায়কের রসায়ন দেখতে পাবেন দর্শক।
প্রযোজক স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন, বহু ছবির মধ্যে থেকে ঋষভকে বেছে নেওয়া হয়েছে। অডিশনের প্রচলিত পদ্ধতিতে নয়, বরং একটি সংলাপ পড়ে শোনানোর মধ্য দিয়েই নায়কের অভিনয় দক্ষতা যাচাই করেন তিনি। স্নেহাশিসের কথায়, ঋষভের মুখশ্রী যেমন মিষ্টি, তেমনই সংলাপ বলার ধরনও প্রশংসনীয়। ফলে আর কাউকে দেখার প্রয়োজন পড়েনি।
শুটিং সেটে মাত্র কয়েকদিনের মধ্যেই অঙ্কিতার সঙ্গে ভালো বন্ধুত্ব হয়ে গেছে ঋষভের। তিনি জানান, অঙ্কিতা তাঁকে যে কোনও অসুবিধায় পাশে থাকার আশ্বাস দিয়েছেন। যদিও এখনো বড় রোমান্টিক দৃশ্য শুট হয়নি, ঋষভের বিশ্বাস, সে ধরনের দৃশ্যেও কোনও অসুবিধা হবে না, কারণ অঙ্কিতা বাস্তবেও ভালো মনের মানুষ।
আরও পড়ুনঃ দুর্গার জীবনে নতুন নায়কের আগমনে ‘স্বয়ম্ভু’ হারালেন জায়গা! সৌম্যদীপ এবার ‘জগদ্ধাত্রী’কে বিদায় জানাচ্ছেন! স্বয়ম্ভু চরিত্র কি সত্যিই শেষ হতে চলেছে? দর্শকের মনে বাড়ছে জল্পনা, কী জানালেন স্নেহাশীষ চক্রবর্তী?
দুই নায়কের চরিত্র একেবারেই বিপরীত— একজন শিল্পী মনের মানুষ, অন্যজন কড়া পুলিশ অফিসার। তবে বাস্তবে সৌম্যদীপ ও ঋষভের মধ্যে বোঝাপড়া একেবারেই সহজ-সরল। ঋষভ জানিয়েছেন, সৌম্যদীপ তাঁকে দ্রুত আপন করে নিয়েছেন এবং প্রয়োজনে পরামর্শ দিচ্ছেন। ফলে ‘জগদ্ধাত্রী’-র নতুন অধ্যায়ে নেপথ্যের বন্ধুত্ব ও পর্দার রসায়ন— দুইই জমে উঠতে চলেছে।