টলিউডের জনপ্রিয় মুখ ‘শ্রীময়ী চট্টরাজ’ (Sreemoyee Chattoraj) মাতৃত্বের কারণে দীর্ঘদিন কাজের বাইরে ছিলেন। মেয়ে কৃষভি এখন ছ’মাসের, তাই ধীরে ধীরে আবার নিজের পুরনো ছন্দে ফেরার প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী। কিছুদিন আগে খুব অল্প সময়ের জন্য স্টার জলসার ধারাবাহিকে অভিনয় করলেও নানা কারণে মাঝপথেই সরে দাঁড়াতে হয়েছিল তাঁকে। তবে এবার যেন নতুন করে শুরু করার আভাস মিলছে। স্বামী তথা বিধায়ক-অভিনেতা কাঞ্চন মল্লিকের (Kanchan Mullick) সঙ্গে সম্প্রতি এক অনুষ্ঠানেও তাঁকে দেখা গিয়েছিল।
আর এবার ব্যস্ত সময় কাটাচ্ছেন টলিউডের অভিজ্ঞ নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে। শুধু অভিনয় নয়, এবার অন্য ভূমিকায়ও দেখা যাবে শ্রীময়ীকে। সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, এ বছরের দুর্গাপুজোয় তাঁর ডাবল উপস্থিতি থাকবে। একদিকে মুক্তি পাবে “রক্তবীজ ২” ছবিতে তাঁর গুরুত্বপূর্ণ চরিত্র, অন্যদিকে ঋতুপর্ণার প্রযোজনায় একটি বিশেষ মিউজিক ভিডিওতেও দেখা যাবে তাঁকে। সেই ভিডিওটি শুট হয়েছে একেবারে পুজোর আবহে এবং প্রদর্শিত হবে নিউ ইয়র্কের টাইমস স্কোয়্যারে—যা নিঃসন্দেহে শ্রীময়ীর কেরিয়ারে বড় অর্জন।
ঋতুপর্ণার মতো তিন দশকের অভিজ্ঞ অভিনেত্রীর প্রযোজনায় শ্রীময়ীকে কেন বেছে নেওয়া হল, তা নিয়ে প্রশ্ন উঠেছিল। শ্রীময়ীর মতে, ঋতুদি তাঁকে খুব স্নেহ করেন এবং তাঁর অভিনয় দেখেও ইতিপূর্বে প্রশংসা করেছেন। পাশাপাশি কাঞ্চনের সঙ্গে ঋতুপর্ণার পুরনো কাজের যোগও আস্থার জায়গা তৈরি করেছে। তাঁর আরও মনে হয়েছে, হয়তো তাঁর চেহারার স্বাভাবিক বাঙালিয়ানাই এই চরিত্রে তাঁকে আরও মানানসই করেছে। এই মিউজিক ভিডিওতে তাঁদের সঙ্গে থাকছেন চৈতি ঘোষাল ও সঙ্ঘশ্রী সিংহ মিত্রও।
শুটিংয়ের অভিজ্ঞতা ভাগ করে নিতে গিয়ে শ্রীময়ী বিশেষভাবে উল্লেখ করেছেন ঋতুপর্ণার আন্তরিকতার। তিনি জানান, শুটিং চলাকালীন ঋতুদি অসুস্থ থেকেও সবার পাশে থেকেছেন। এমনকি ইউনিটের প্রত্যেকের সঙ্গে আলাদা আলাদা করে কথা বলেছেন। কাজের বাইরে একেবারেই ঘরোয়া মেজাজে সকলকে ইলিশ থেকে ভেটকি মাছসহ নানা পদ খাইয়েছেন বলেও শ্রীময়ী জানান। সহকর্মীদের জন্য এই নিঃস্বার্থ আচরণে শ্রীময়ী মুগ্ধ হয়েছেন।
আরও পড়ুনঃ “কালো আলতা পড়লে ভালো লাগবে, অলক্ষী”— লাল ছাড়ুন, মনামী ঘোষের নীল আলতা এক্সপেরিমেন্ট ঘিরে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের ঝড়!
শ্রীময়ীর কাছে এটি শিক্ষণীয় অভিজ্ঞতা হয়ে উঠেছে। সব মিলিয়ে মাতৃত্বের পর্দার আড়াল ভেঙে ফের আলোয় আসছেন শ্রীময়ী। একদিকে বড়পর্দায় ছবি, অন্যদিকে আন্তর্জাতিক পরিসরে মিউজিক ভিডিও— দুটি প্রকল্পই তাঁর কেরিয়ারকে নতুন মোড় দিতে পারে। আবারও নিজের জায়গা শক্ত করতে চান তিনি। আর ঋতুপর্ণার মতো অভিজ্ঞ অভিনেত্রীর সঙ্গে কাজ করে যে অনুপ্রেরণা পাচ্ছেন, তা শ্রীময়ীকে ভবিষ্যতের জন্য আরও আত্মবিশ্বাসী করে তুলছে।