জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

প্রাক্তন জুটি পুনর্মিলনে সরগরম ভক্তরা! ‘ধূমকেতু’ মুক্তির পরে বেড়েছে দেব-শুভশ্রীর ঘনিষ্ঠতা, আর সেই আবহেই গুরুতর অসুস্থ হয়ে পড়লেন অভিনেত্রী রুক্মিণী! কী হয়েছে তাঁর?

টলিউডের জনপ্রিয় মুখ ‘রুক্মিণী মৈত্র’কে (Rukmini Maitra) দর্শকরা সবসময়ই উজ্জ্বল ও প্রাণবন্ত রূপেই দেখেছেন। কিন্তু সাম্প্রতিক সময়ে তিনি আলোচনার কেন্দ্রবিন্দু হয়েছেন একেবারে ভিন্ন কারণে। দেব-শুভশ্রী (Dev-Shubhashree) অভিনীত বহু প্রতীক্ষিত ছবি ‘ধূমকেতু’ (Dhumketu) মুক্তি ঘিরে ইন্ডাস্ট্রিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে, আর তখন থেকেই রুক্মিণীর নাম ঘুরপাক খেতে থাকে নানা বিতর্কে। দর্শকের একাংশের দাবি, দেব ও শুভশ্রীর ঘনিষ্ঠতা বাড়ায় অস্বস্তিতে পড়েছেন অভিনেতার দীর্ঘদিনের সঙ্গী রুক্মিণী।

যদিও অভিনেত্রী শুরু থেকেই জানিয়েছেন, ব্যক্তিগত সম্পর্কে বাইরের আলোচনার কোনও প্রভাব পড়েনি। এক সময়ে পরিস্থিতি এমন জটিল হয়ে ওঠে যে, ছবির প্রচারে বাধা পড়ার আশঙ্কা তৈরি হয়। তাই নিজে থেকেই প্রযোজকের ভূমিকায় দেব প্রকাশ্যে ক্ষমা চান শুভশ্রী, রাজ চক্রবর্তী এবং রুক্মিণীর কাছে। ক্ষমার ঘটনাটিকে ঘিরেও নানা মহলে গুঞ্জন চললে, পরে রুক্মিণী নিজেই স্পষ্ট করে দেন— তাঁর কাছে ক্ষমা চাওয়ার কোনও প্রয়োজন ছিল না।

বরং তিনি বিশ্বাস করেন, কর্মজীবন আর ব্যক্তিগত সম্পর্ককে আলাদা করে দেখাই সঠিক পথ। এই বক্তব্যের মাধ্যমে একপ্রকার ইঙ্গিতই দেন যে দেবের সঙ্গে তাঁর সম্পর্ক আগের মতোই অটুট রয়েছে। উল্লেখ্য, রুক্মিণীর পেশাগত দিক থেকেও সাম্প্রতিক মাসগুলোতে বেশ চর্চা হয়েছে। ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’ ছবির পরে বড় পর্দায় তাঁকে আর দেখা যায়নি। তবে জানা গেছে, তিনি আপাতত বেশ কয়েকটি চিত্রনাট্য পড়ছেন এবং সময়মতো নতুন কাজের খবর নিয়েও হাজির হবেন।

বর্তমানে মডেলিং, বিজ্ঞাপন এবং ওয়ার্কশপের কারণে মুম্বইতেও তাঁর দীর্ঘ সময় কাটছে। ফলে কলকাতার দর্শকেরা মাঝে মাঝেই অভিযোগ করচেন, পর্দায় তাঁকে আগের মতো নিয়মিত দেখতে পাচ্ছেন না। এই ব্যস্ততা এবং নিয়মিত যাতায়াতের ফাঁকেই রুক্মিণীকে শারীরিক অসুস্থতার সঙ্গেও লড়তে হচ্ছে। পায়ে চোট থেকে শুরু করে অনিয়মিত রুটিনের কারণে আগেও তাঁকে সমস্যায় পড়তে হয়েছে। এমনকি কয়েক মাস আগে অসুস্থতার জন্য তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল।

ইদানীং আবহাওয়ার অনিয়ম— কখনও গরম, কখনও বর্ষা, শিল্পী মহলের অনেককেই অসুস্থ করে তুলছে। সেই তালিকায় যোগ হয়েছে রুক্মিণীর নামও। অভিনেত্রীর সর্বশেষ সামাজিক মাধ্যমের পোস্টে জানা গেছে, তিনি বর্তমানে ‘ভাইরাল ফিভার’-এ আক্রান্ত। নিজের একটি ছবি দিয়ে ১০২ জ্বরের কথা নিজেই জানিয়েছেন তিনি। আপাতত মুম্বইয়ে চিকিৎসাধীন দেব সঙ্গিনী। ক্লান্তির ছাপ স্পষ্ট তাঁর চোখে-মুখে, তবুও আশাবাদী রুক্মিণী শীঘ্রই সুস্থ হয়ে আবার নতুনভাবে কাজে ফিরতে চান।

Piya Chanda