জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

অবশেষে এল সেই মুহূর্ত! ভুল বোঝাবুঝি শেষে শুরু আর্য-অপর্ণার প্রেমের অধ্যায়! অপর্ণাকে রাজকীয় আয়োজনে প্রেমের প্রস্তাব আর্যের, ‘চিরদিনই তুমি যে আমার’-এ প্রেম নিবেদন পর্ব! কবে হতে চলেছে সম্প্রচার?

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’ (Chirodini Tumi Je Amar) নিয়ে দর্শকের উচ্ছ্বাস এখন তুঙ্গে। প্রতিদিন এই ধারাবাহিক দেখার জন্য অধীর আগ্রহ নিয়ে টেলিভিশনে সামনে বসে পড়েন অসংখ্য দর্শক। আর্য-অপর্ণার অনেক ভক্তদের মতে, এই মুহূর্তে এটিই সবচেয়ে বাস্তবসম্মত এবং আবেগঘন বাংলা ধারাবাহিক। যদিও টিআরপি তালিকায় এখনও সেরা পাঁচে পৌঁছতে পারেন, তবে সাম্প্রতিক সপ্তাহে দর্শকসংখ্যার চোখে পড়ার মতো বেড়েছে।

উল্লেখ্য, কয়েক সপ্তাহ ধরেই আর্য ও অপর্ণার মধ্যে ভুল বোঝাবুঝি আর সম্পর্কের টানাপোড়েন চলছিল। ধারাবাহিকের একই রকম ঘটনার পুনরাবৃত্তিতে অনেক দর্শকই হতাশ হয়ে পড়েছিলেন, এমনকি অনেকে এই ধারাবাহিক দেখা ছেড়ে দেওয়ার কথাও ভেবেছিলেন। তবু যারা এই ধারাবাহিকের সঙ্গে থেকে গেছেন, তাঁদের মনে বরাবরই একটা অপেক্ষা ছিল যে– আর কবে আর্য ভালোবাসার কথা জানাবে অপর্ণাকে। অবশেষে দর্শকদের সেই স্বপ্নই সত্যি হতে চলেছে।

Chirodini Tumi Je Amar, Ditipriya Roy, Jeetu Kamal, Tonni Laha Roy, Avrajit Chakraborty, Arka Jyoti Paul Chaudhury, Zee Bangla, Arya-Aparna, Bengali Serial, Chirodini Tumi Je Amar Today Episode, New Episode, চিরদিনই তুমি যে আমার, দিতিপ্রিয়া রায়, জীতু কামাল, তন্বী লাহা রায়, অভ্রজিৎ চক্রবর্তী, অর্কজ্যোতি পাল চৌধুরী, জি বাংলা, আর্য-অপু, বাংলা সিরিয়াল, চিরদিনই তুমি যে আমার আজকের পর্ব, নতুন পর্ব

কিছুদিন আগেই ধারাবাহিকের ভক্তদের তরফে শুটিং সেট থেকে কিছু ছবি এবং ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছিল। সেখানেই ইঙ্গিত স্পষ্ট ছিল যে , ‘আর্যর প্রেম নিবেদন’ একটি বিশেষ পর্ব আসতে চলেছে। সেই ভিডিওতে দেখা গিয়েছিল, মনোরম পরিবেশে দাঁড়িয়ে আর্য সিংহ রায় এবং অপর্ণা। দর্শকরা তখন থেকেই অপেক্ষায় ছিলেন চ্যানেলের তরফ থেকে ধারাবাহিক নিয়ে কোনও বিশেষ ঘোষণা আসে কি না।

অবশেষে আজই এল সেই দিন, ‘চিরদিনই তুমি যে আমার’ -এর সেই বহু প্রতীক্ষিত পর্বের প্রোমো প্রকাশ পেল। প্রোমোর দৃশ্যে দেখা যাচ্ছে, রাজকীয়ভাবে সাজানো গঙ্গার বুকের ওপর ভাসমান এক লঞ্চে আর্য অপর্ণাকে জানাচ্ছে, আর কোনও বাঁধা নেই তাঁদের সম্পর্কে। অপর্ণা বিস্মিত হয়ে তাকিয়ে থাকলেও, মুহূর্তে আকাশে ভেসে ওঠে প্রেমের বার্তা— “আমি তোমাকে ভালোবাসি অপর্ণা।” আর আর্য জানায়, এবার সে সবাইকে বলবে যে অপর্ণাকে কতটা ভাল। এই দৃশ্য দেখেই ইতিমধ্যেই দর্শকরা আরও বেশি উত্তেজিত হয়ে উঠেছেন।

অনেকে বলছেন বাংলা টেলিভিশনে নায়ক-নায়িকার প্রেম নিবেদনের জন্য এরকম আয়োজন আগে সচরাচর দেখা যায়নি। প্রসঙ্গত, আগামী ৩০ এবং ৩১ আগস্ট সম্প্রচারিত হবে এই বিশেষ প্রেমের পর্ব, ‘সপ্নের দু’দিন— তোমাকেই ভালোবেসেছি!’। স্বাভাবিকভাবেই, দীর্ঘদিন ধরে গল্পে টানাপোড়েন দেখে আসা দর্শকরা এবার চরম খুশি। অনেকের মতে, এটি হতে চলেছে বাংলা ধারাবাহিকের ইতিহাসে সবচেয়ে আবেগঘন পর্ব। এখন দেখা যাক, আর্য-অপর্ণার এই ভালোবাসার মুহূর্ত টিআরপি তালিকায় ধারাবাহিককে কতদূর এগিয়ে দেয়।

Piya Chanda