জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

অস্কারের দৌড়ে বাঙালির সাফল্য! ঋতাভরী চক্রবর্তী অভিনীত সিনেমা পৌঁছে গেল আন্তর্জাতিক মঞ্চে! অভিনেত্রীর কোন সিনেমা স্থান পেল অস্কারের তালিকায় ?

বাংলা সিনেমার ইতিহাসে বহুবার আন্তর্জাতিক স্বীকৃতি এসেছে। তবে যখনই বাঙালির নাম জড়িয়ে যায় অস্কারের মতো মর্যাদাপূর্ণ পুরস্কারের সঙ্গে, তখন তা শুধু টলিউড নয়, সমগ্র বাঙ্গালীদের জন্য গর্বের বিষয় হয়ে দাঁড়ায়। এইবারও তার অন্যথা হলো না।

চলচ্চিত্র জগতে তিনি বহুদিন ধরেই নিজের প্রতিভার পরিচয় দিয়ে এসেছেন। অভিনয়ে দক্ষতা আর সাহসী চরিত্র বাছাই করার জন্য বহুবার প্রশংসিত হয়েছেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। এবার সেই ঋতাভরীই পৌঁছে গেলেন বিশ্বমঞ্চে। তিনি অভিনীত সিনেমা ‘পাপা বুকা’ জায়গা করে নিয়েছে অস্কারের দৌড়ে। খবর সামনে আসতেই বাঙালি দর্শকদের মধ্যে উৎসাহের ঝড় উঠেছে।

প্রশান্ত মহাসাগরের ছোট্ট দেশ পাপুয়া নিউগিনি প্রথমবারের মতো অস্কারে মনোনয়ন পাঠিয়েছে। আর সেই ছবির কেন্দ্রে রয়েছেন এক বাঙালি অভিনেত্রী। ছবির কাহিনি দুই দেশের সম্পর্ককে কেন্দ্র করে নির্মিত হয়েছে। পরিচালক বিজুকুমার দামোদরন ভারত ও নিউগিনির ঐতিহাসিক সম্পর্ককে সিনেমার পর্দায় তুলে ধরেছেন। স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে নিউগিনির পক্ষ থেকে এই প্রথমবারের মতো তাদের চলচ্চিত্র অস্কারের মনোনয়নে পৌঁছল।

সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ৮৫ বছর বয়সি আদিবাসী নেতা সাইন বোবোরো, ঋতাভরী চক্রবর্তী এবং প্রকাশ বেরে। পাশাপাশি রয়েছেন জন সাইক, বারবারা আনাতু, জ্যাকব ওবুরি, স্যান্ড্রা ডাউমা এবং ম্যাক্স মাসো পিপিসি। শুধু তাই নয়, সংগীতে রয়েছেন তিনবারের গ্র্যামি পুরস্কারজয়ী রিকি কেজ, ক্যামেরার পিছনে চিত্রগ্রাহক ইয়েধু রাধাকৃষ্ণণ এবং সহ-চিত্রনাট্যে ড্যানিয়েল জোনারধাগট। সিনেমার বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম হলো বহুভাষার ব্যবহার— পিসিন, মালায়ালি, বাংলা, হিন্দি এবং ইংরেজি ভাষা একসঙ্গে মিশেছে গল্পের প্রয়োজনে।

নিজের অভিনীত সিনেমা অস্কারে মনোনীত হওয়ার খবর পেয়ে আবেগে ভেসে যান ঋতাভরী। তিনি জানিয়েছেন, এত বড় সাফল্যের কথা তিনি কল্পনাও করেননি। আন্তর্জাতিক পর্যায়ে এই ছবির যাত্রা কেবল তাঁর জন্য নয়, বরং ভারত এবং নিউগিনির সাংস্কৃতিক সম্পর্কের জন্যও এক ঐতিহাসিক মুহূর্ত। অভিনয় জীবনের এই নতুন অধ্যায় নিঃসন্দেহে বাঙালির গর্বের কণ্ঠ আরও উঁচু করে তুলল।

Piya Chanda