জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

দুঃসংবাদ! মাত্র ৫৫ বছর বয়সে না ফেরার দেশে জনপ্রিয় অভিনেতা, শোকস্তব্ধ গোটা বিনোদন দুনিয়া!

বিনোদন জগতে ফের নেমে এসেছে শোকের ছায়া। হঠাৎই এক পরিচিত মুখের মৃত্যুর খবরে স্তব্ধ হয়ে পড়েছেন তাঁর সহকর্মী, অনুরাগী এবং কাছের মানুষজন। যে মানুষটিকে পর্দায় সবসময় দৃঢ় চরিত্রে দেখা যেত, তার এমন অকাল প্রয়াণের কথা কেউই বিশ্বাস করতে পারছেন না। এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে এসেছে পুরো ইন্ডাস্ট্রিতে।

বেশ কিছুদিন ধরেই তিনি একাধিক গুরুত্বপূর্ণ কাজের সঙ্গে যুক্ত ছিলেন। একসময় বড়পর্দা হোক বা নতুন প্রজন্মের জনপ্রিয় সিরিজ সব জায়গাতেই তাঁর উপস্থিতি নজর কেড়েছিল দর্শকদের। বিশেষ করে কর্তব্যপরায়ণ বা কঠিন চরিত্রের ভূমিকায় তাঁকে মানাতো দারুণ। তাই হঠাৎ তাঁর না থাকার খবরে সকলে স্তম্ভিত। মৃত্যুর আসল কারণ এখনো পরিষ্কার নয়, তবে অকাল প্রয়াণ যে এক গভীর শূন্যতা তৈরি করেছে, তাতে কোনও সন্দেহ নেই।

পর্দায় যেমন তিনি ছিলেন কঠোর চেহারার চরিত্রে অনন্য, বাস্তবেও তেমনই সরল ও সহজ মানুষ হিসেবে পরিচিত ছিলেন। বেশ কিছু সুপারহিট ছবিতে এবং জনপ্রিয় ওয়েব সিরিজে তিনি অভিনয় করেছিলেন। এই ধারাবাহিক সাফল্যের মধ্যেই তাঁর জীবন থেমে গেল মাত্র ৫৫ বছর বয়সে। বিনোদন জগতের অনেকেই বলছেন, এত অল্প সময়ে এমন বহুমুখী প্রতিভার চলে যাওয়া মানা যায় না।

প্রয়াত এই অভিনেতা হলেন আসিস ওয়ারঙ্গ। তিনি দীর্ঘ কেরিয়ারে অসংখ্য ছবিতে অভিনয় করেছেন। সিংহম, দৃশ্যম, এক ভিলেন, সারকাশ মর্দানী থেকে শুরু করে অক্ষয় কুমারের সাম্প্রতিক ছবি সূর্যবংশী প্রায় সবখানেই তাঁর অভিনয় ছিল গুরুত্বপূর্ণ। এছাড়াও ২০১৯ সালের জনপ্রিয় ওয়েব সিরিজ দ্য ফ্যামিলি ম্যান-এ তাঁর চরিত্র আলাদা নজর কেড়েছিল। বেশিরভাগ ছবিতে তাঁকে পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যেত, যা দর্শকের কাছে তাঁর পরিচয়কে আরও দৃঢ় করেছিল।

ashish warsng

আসিস ওয়ারঙ্গের মৃত্যুর খবর প্রথমে নিশ্চিত করেন স্বাধীন চলচ্চিত্র নির্মাতা অরিন পাল। তিনি সামাজিক মাধ্যমে লেখেন, “আসিস ওয়ারঙ্গের মৃত্যুর খবরে আমি শোকস্তব্ধ। ওর সঙ্গে কাজ করবার সৌভাগ্য হয়েছিল আমার। ওর আত্মার চিরশান্তি কামনা করি।” স্বাভাবিকভাবেই তাঁর আকস্মিক প্রয়াণ মানতে পারছেন না সহকর্মীরা। যাঁর চরিত্র অভিনয়ের জোরেই অগণিত দর্শকের মনে দাগ কেটেছিল, তাঁর চলে যাওয়া বিনোদন দুনিয়ার জন্য এক অপূরণীয় ক্ষতি।

Piya Chanda