জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

ইধিকাতেই ভরসা দুই বাংলার নায়কদের! শাকিব খানের আগামী ইদের ছবিতেও নায়িকার চরিত্রে কি ধরা দিতে চলেছেন ‘প্রিয়তমা’ ইধিকা?

বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের ভক্তদের জন্য এ বার নতুন চমক অপেক্ষা করছে। ইদের মুক্তির ছবি মানেই দর্শকদের জন্য আলাদা উত্তেজনা। তার মধ্যেই শোনা যাচ্ছে, আগামী বছর খুশির ইদে মুক্তি পাবে শাকিবের এক নতুন ছবি। ছবির নামই যেন ভরপুর আকর্ষণ ‘ওয়ান্স আপঅন এ টাইম ইন ঢাকা’। নাম শুনেই বোঝা যায়, গল্পের ভিতরে লুকিয়ে রয়েছে অনেক বড় চমক। আর সেই ছবির সঙ্গে এবার জুড়তে চলেছে বলিউডের নামও।

পরিচালক আবু হায়াত মাহমুদ জানিয়েছেন, বড় বাজেটেই তৈরি হচ্ছে এই নতুন ছবি। শুধু তাই নয়, বলিউড থেকে থাকছে ক্যামেরা, নৃত্যপরিকল্পক, ফাইট মাস্টার এবং রূপসজ্জাশিল্পী। উদাহরণস্বরূপ, ক্যামেরার দায়িত্ব সামলাবেন ‘অ্যানিম্যাল’ খ্যাত চিত্রগ্রাহক অমিত রায়। তিনিই রণবীর কপূরের সেই ছবির ভিজ্যুয়াল ফুটিয়ে তুলেছিলেন। এবার শাকিবকে নিয়ে তার হাত ধরেই তৈরি হবে ছবির ভিজ্যুয়াল দুনিয়া। এমনকি ছবির রূপসজ্জাতেও থাকছে বলিউডের বিশেষজ্ঞদের ছোঁয়া।

কিন্তু হঠাৎ কেন বাংলাদেশের ছবিতে এই বলিউড-যোগ এই নিয়ে উত্তর দিয়েছেন পরিচালক ও প্রযোজনা সংস্থা। তাঁদের একটাই লক্ষ্য ছবিকে আন্তর্জাতিক মানের করে তোলা। তাই ভারতীয় চলচ্চিত্র জগতের অভিজ্ঞ নামদের সঙ্গে কাজ করার সিদ্ধান্ত। অমিত রায়ের ঝুলিতে রয়েছে ‘অ্যানিম্যাল’, ‘দেবা’, ‘সরকার’, ‘রান’-এর মতো একাধিক হিট ছবি। পরিচালক জানালেন, শাকিবকে ঘিরে সাজানো এই ছবিতে থাকবে নব্বইয়ের দশকের মাফিয়ারাজ এবং সেই সময়কার অন্ধকার দুনিয়া। গল্পে নায়কের নানা বয়স দেখানো হবে, ফলে দরকার হতে পারে প্রস্থেটিক মেকআপও।

এই ছবিতে থাকবেন তিন নায়িকা। তাঁদের মধ্যে কি থাকবেন শাকিবের ‘প্রিয়তমা’ ইধিকা পাল, এই প্রশ্নের উত্তরে পরিচালক যদিও এখনও সরাসরি মুখ খোলেননি। তবে তিনি ইঙ্গিত দিয়েছেন, কলকাতা থেকে একজন নায়িকা থাকছেন ছবিতে। ইধিকা ইতিমধ্যেই ‘প্রিয়তমা’ এবং ‘বরবাদ’-এর মতো ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করে নজর কেড়েছেন। ফলে দর্শকের মধ্যে কৌতূহল বাড়ছেই যে, আদৌ ইধিকা-ই কি আবার ফিরছেন নাকি অন্য কেউ নতুন চমক নিয়ে আসছেন।

‘ওয়ান্স আপঅন এ টাইম ইন ঢাকা’-র শুটিং হবে বাংলাদেশ, কলকাতা, মুম্বই এবং দক্ষিণ ভারতে। ছবিতে থাকবে একাধিক গানও, তবে কার হাতে থাকছে সেই দায়িত্ব, তা এখনই গোপন রেখেছেন পরিচালক। জানা গিয়েছে, সব ঠিক থাকলে এ বছরের নভেম্বর থেকেই শুটিং শুরু হবে। দুর্গাপুজোর আবহে কলকাতায় আসবেন টিম ‘প্রিন্স’, লোকেশন খুঁজতে। আগামী বছরের ইদে মুক্তির পরিকল্পনা নিয়ে এগোচ্ছে প্রযোজনা সংস্থা ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস। সব মিলিয়ে, শাকিবের এই নতুন ছবিকে ঘিরে দর্শকের উন্মাদনা ইতিমধ্যেই তুঙ্গে।

Piya Chanda