জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

বিয়ের পরে ব‌উ দুর্গা, বর হল অসুর! দুর্গা রূপে জি বাংলার পর্দায় ধরা দূবেন শ্বেতা পাশে মহিষাসুর স্বামী রুবেল! জি বাংলার মহালয়ার অনুষ্ঠানে ইধিকার শিব কে হচ্ছেন? বাকি নায়িকারা রয়েছেন কোন চরিত্রে?

মহালয়া মানেই ভোরবেলা রেডিয়োর ঢঙে চণ্ডীপাঠ, শিউলি ঝরা সকাল আর পুজোর আগমনী সুর। এই বিশেষ দিনে এক আলাদা আকর্ষণ থাকে ছোটপর্দার প্রভাতী অনুষ্ঠানগুলিতে। দর্শকের কৌতূহল থাকে, কারা এ বার দেবী রূপে ধরা দেবেন, কারা আবার দেবতার চরিত্রে আবির্ভূত হবেন। প্রতি বছরই এই দিনটির জন্য অপেক্ষা করেন টিভি দর্শকরা।

এ বারও তার ব্যতিক্রম হচ্ছে না। আগামী ২১ সেপ্টেম্বর মহালয়ার প্রভাতে জ়ি বাংলায় সম্প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘জাগো মা জাগো দুর্গা’। ইতিমধ্যেই জানা গিয়েছে, কোন কোন জনপ্রিয় মুখ এ দিন দেব-দেবীর চরিত্রে ধরা দেবেন দর্শকের সামনে। ঝলক প্রকাশ্যে আসতেই কৌতূহল আরও বাড়ছে ভক্তদের।

এ বছরের আসরে দুর্গার রূপে ধরা দেবেন সদ্য ধারাবাহিক ‘কোন গোপনে মন ভেসেছে’ শেষ করা শ্বেতা ভট্টাচার্য। অন্যদিকে শিবের চরিত্রে থাকছেন রণজয় বিষ্ণু, যিনি ওই ধারাবাহিকেই অনিকেতের ভূমিকায় জনপ্রিয়তা পেয়েছিলেন। মহিষাসুরের চরিত্রে থাকছেন ছোটপর্দার আরেক পরিচিত মুখ রুবেল দাস।

তবে এখানেই শেষ নয়। দেবী পার্বতী এবং মহিষাসুরমর্দিনীর রূপে দেখা যাবে ইধিকা পালকে। দেবী জগদ্ধাত্রী হিসেবে থাকবেন অন্বেষা হাজরা, যিনি ‘আনন্দী’ চরিত্রে সকলের প্রিয়। দেবী কৌশিকীর ভূমিকায় দেখা যাবে আরাত্রিকা মাইতিকে, আর দেবী ত্রিপুরাসুন্দরী রূপে থাকবেন দিব্যাণী মণ্ডল অর্থাৎ জনপ্রিয় ফুলকি।

এ ছাড়াও পরিণীতার নায়িকা ঈশানি চট্টোপাধ্যায় ভদ্রকালীর চরিত্রে থাকবেন, দেবী গন্ধেশ্বরী হিসেবে দেখা যাবে তনিষ্কা তিওয়ারিকে। কালী রূপে থাকছেন মোহনা মাইতি। সব মিলিয়ে এই বছরের মহালয়ার প্রভাতী অনুষ্ঠান জি বাংলার দর্শকদের কাছে এক বড় আকর্ষণ হতে চলেছে। শ্বেতা, রণজয় থেকে রুবেল— একসঙ্গে এই রকম তারকাখচিত আয়োজন যে পুজোর আমেজকে আরও বাড়িয়ে তুলবে, তা বলাই বাহুল্য।

Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।

Piya Chanda