জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“শাহরুখ খানের বিপরীতে ‘রব নে বনা দি জোড়ি’-তে নায়িকা হওয়ার ডাক এসেছিল আমার!” “অনুষ্কা শর্মার সঙ্গেই অডিশন ছিল, আমি যায়নি ও-ই নায়িকা হলো!”— বাদশার সঙ্গে ডেবিউয়ের সুযোগ হাতছাড়া করেছিলেন দেব সঙ্গিনী রুক্মিণী! “এত ইনোসেন্ট ঢপ দেন কি করে?” কটাক্ষ নেট পাড়ার

টলিউডে ‘রুক্মিণী মৈত্র’র (Rukmini Maitra) নাম এখন একদমই পরিচিত। বড় পর্দার সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত জীবন ও নানা অভিজ্ঞতার জন্যও তিনি সব সময়ই খবরের শিরোনামে থাকেন। সম্প্রতি নিজের পুরনো এক অভিজ্ঞতা নিয়ে অকপট স্বীকারোক্তি দিয়েছে রুক্মিণী। জানিয়েছেন, এক সময় শাহরুখ খানের বিপরীতে বলিউডের জনপ্রিয় ছবি ‘রব নে বনা দি জোড়ি’-তে (Rab Ne Bana Di Jodi) অভিনয়ের সুযোগ এসেছিল তাঁর কাছে। তবু সেই সময়ে তিনি সেই অডিশনে অংশ নেননি! কেন এত বড় সুযোগ হাতছাড়া করেছিলেন তিনি?

রুক্মিণীর কথায়, স্কুলজীবন থেকেই তাঁর চারপাশের সবাই ধরে নিয়েছিল তিনি একদিন নায়িকা হবেন। তাঁর নিজের ভাষায়, “ক্লাস ওয়ান থেকেই সবাই বলতো আমি নাকি হিরোইন হব!” এরপর মডেলিং করতে করতেই হঠাৎ করে এক বড় সুযোগ এসে গিয়েছিল তাঁর জীবনে। মুম্বই থেকে অডিশনের ডাক এসেছিল, যেখানে তখন অনুষ্কা শর্মাও প্রস্তুতি নিচ্ছিলেন। তবে ক্লাস ইলেভেনে পড়া এক কিশোরীর কাছে এই সুযোগটা অনেকটাই অবিশ্বাস্য মনে হয়েছিল।

সেই সময় সিদ্ধান্ত নিতে না পারায় তিনি পা বাড়াননি সেই দিকে। পড়ে ধাক্কা লেগেছিল অভিনেত্রীর নাকি জানতে পেরে– যে চরিত্রে শেষ পর্যন্ত আত্মপ্রকাশ করেছিলেন অনুষ্কা শর্মা, সেই চরিত্রের জন্যই আসলে ডাক এসেছিল রুক্মিণীর কাছে! ভাগ্যের লিখন যেন অন্য রকম ছিল। কিন্তু এই অডিশনে না যাওয়া নিয়ে কোনও আক্ষেপ নেই রুক্মিণীর। তিনি বরং মনে করেন, তখনকার পরিস্থিতি ও তাঁর মানসিক অবস্থার জন্য সঠিক সিদ্ধান্তটাই নিয়েছিলেন তিনি।

অভিনেত্রীর বর্তমান জীবন ও কর্মজীবন কিন্তু প্রমাণ করছে, তিনি নিজের লড়াই চালিয়ে গিয়েছেন অন্য পথে। টলিউডে একের পর এক ছবিতে কাজ করে তিনি তৈরি করেছেন নিজস্ব জায়গা। সাম্প্রতিক সময়ে ‘বিনোদিনী—একটি নটীর উপাখ্যান’ ছবিতে তাঁর অভিনয় বিশেষ প্রশংসা কুড়িয়েছে, পাশাপাশি প্রেমিক দেবের আসন্ন ‘রঘু ডাকাত’ নিয়ে তাঁর উচ্ছ্বাসও প্রকাশ পেয়েছে। শুধু তাই নয়, দাদুর প্রয়াণ কিংবা ব্যক্তিগত অসুস্থতার মতো কঠিন সময়েও তিনি নিজেকে ভেঙে পড়তে দেননি।

তবে অতীতের সেই অডিশনের গল্প আজও তাঁর জীবনের এক বড় স্মৃতি। ভক্তরা ভাবেন, যদি সেই সময় তিনি মুম্বই গিয়ে অডিশন দিতেন, হয়তো আজ তাঁর কেরিয়ার একেবারেই অন্য রকম হত। কিন্তু রুক্মিণীর দৃষ্টিভঙ্গি একেবারেই ভিন্ন। তাঁর মতে, যেটা হওয়ার সেটাই হয়েছে, আর এখনকার অবস্থাতেই তিনি খুশি। দর্শক-ভক্তদের কাছে এই অকপট স্বীকারোক্তি যেন মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। যদিও রুক্মিণীর কথায়, নিজের জীবনের সাফল্য-ব্যর্থতা সবটাই মেনে নিতে জানেন তিনি।

Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।

Piya Chanda