শরতের হাওয়ায় ইতিমধ্যেই উত্সবের আমেজ ছড়িয়ে পড়েছে। পাড়ায় পাড়ায় সাজতে শুরু করেছে মণ্ডপ, রাস্তায় আলোর ঝলকানি। দুর্গাপুজো মানেই আনন্দ, আড্ডা আর খাওয়াদাওয়ার ভিন্ন স্বাদ। প্রত্যেকেই চান এই কয়েকটা দিনকে বিশেষভাবে কাটাতে। অভিনেতা সায়ক চক্রবর্তীর কাছেও এবারের উৎসব একেবারেই আলাদা মাত্রার।
সায়ক জানিয়েছেন, পুজো এলে তিনি পরিবারকে সময় দেন। প্রতি বছরের মতো এবারও মা ও দাদাইকে নিয়ে ঠাকুর দেখতে বেরোবেন। তবে আগের তুলনায় পরিস্থিতি এখন অনেকটাই বদলেছে। আগে দাদুর অফিসের পাসে মণ্ডপে ঢোকা হতো, আর এখন ভিড়ের মধ্যেও তাঁকে চিনে বিশেষ সুযোগ মেলে। সায়কের কথায়, ‘‘সবাই যখন লম্বা লাইনে দাঁড়িয়ে থাকেন আর আমি মুখ চিনেই ঢোকার সুযোগ পাই, তখন মনে হয় পরিশ্রমে অন্তত কিছুটা জায়গা করে নিতে পেরেছি।’’
এবারের পুজো অভিনেতার কাছে অন্য এক কারণে স্মরণীয় হয়ে থাকছে। তিনি নতুন আবাসনে জমি কিনেছেন। মজার ব্যাপার, সেই আবাসনেই রয়েছে তাঁর মাসির বাড়ি, যেখানে বহু বছর ধরে দুর্গাপুজো হয়। ছোটবেলা থেকেই নবমীর দিন সেখানে তাঁকে নিমন্ত্রণ করা হতো। কারণ ওইদিন বিশেষ মটন রান্নার আয়োজন থাকত। সায়কের কথায়, ‘‘মাসি ডাকত যাতে অন্তত একদিন আমরা ভাল করে খাওয়াদাওয়া করতে পারি। এবার নিজের জায়গার অধিকার সূত্রেই সেই মটন খাব, অনুভূতিটাই অন্যরকম।’’
কাজের ক্ষেত্রেও এবছর সায়কের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। গত বছর যখন হাতে কোনও কাজ ছিল না, তখন হতাশা গ্রাস করেছিল তাঁকে। কিন্তু ২০২৫-এ পরিস্থিতি বদলেছে। একের পর এক প্রোজেক্টে অভিনয়ের সুযোগ এসেছে। বর্তমানে তিনি ‘চিরসখা’ এবং ‘রানী ভবানী’-তে অভিনয় করছেন। ফলে এবারের উৎসবে তিনি গর্বের সঙ্গে বলতে পারছেন— চারদিন ছুটি নিয়েছেন, আর সেটাই তাঁর জন্য স্বস্তির।
সব মিলিয়ে এবারের দুর্গাপুজো সায়কের কাছে শুধুই উৎসব নয়, এক অন্যরকম আনন্দের অধ্যায়। পরিবার, অতীতের স্মৃতি আর নতুন সাফল্য সব মিলে এই উৎসব তাঁর কাছে আরও রঙিন হয়ে উঠেছে।
আরও পড়ুনঃ মাস্ক পরেও আটকানো গেল না বিপত্তি! ভিড়ের মাঝে হঠাৎ কী ঘটল ঈশানীর সঙ্গে? এবার পুজোর পরিকল্পনা কি তাহলে ভেস্তে গেল পারুলের?
Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।