জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক মিঠিঝোরা শেষ হয়েছে বহুদিন। তবে এই ধারাবাহিকের স্রোত-সার্থক জুটি আজও দর্শকদের মনে অমলিন। গল্প যতটা না টেনেছিল, তার থেকেও বেশি টেনেছিল এই জুটির রসায়ন। তাই ধারাবাহিক শেষ হতেই দর্শকদের মুখে একটাই প্রশ্ন ঘুরছিল— আবার কবে একসঙ্গে দেখা যাবে তাদের?
অনেকেই ভেবেছিলেন ধারাবাহিক শেষ মানেই হয়তো আর পর্দায় ফেরা হবে না একসাথে। কিন্তু বাস্তব ছবিটা একেবারেই আলাদা। ধারাবাহিক চলাকালীন সময়ে যেমন তাদের অন-স্ক্রিন কেমিস্ট্রি ঝড় তুলেছিল, তেমনই অফ-স্ক্রিনেও মৈনাক ঢোল আর স্বপ্নীলা চক্রবর্তীর বন্ধুত্ব ছিল জমজমাট। মাঝেমধ্যে একসাথে রিল বানাতেন, আড্ডায় যোগ দিতেন— যা দর্শকের কাছে আরও বিশেষ হয়ে উঠত।
তবে ধারাবাহিক শেষ হওয়ার পর প্রায় আর দেখা মেলেনি এই জুটিকে। ঠিক তখনই এল চমক। হঠাৎ করেই স্বপ্নীলা নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করলেন। ছবির সঙ্গে তিনি লিখলেন, “Something is cooking!”— আর তাতেই দর্শকমহলই তৈরি হয়েছে জল্পনা।
দর্শক মহলে এখন প্রশ্ন একটাই— তবে কি ফের নতুন কোনও ধারাবাহিক বা প্রজেক্টে একসাথে ফিরছেন স্রোত-সার্থক? নাকি এর পিছনে অন্য কোনও চমক লুকিয়ে আছে? অনেকেই মনে করছেন, এই পোস্ট হয়তো তাদের নতুন কাজের ইঙ্গিত। আবার কেউ কেউ ভাবছেন, হয়তো রিল লাইফের প্রেম এবার বাস্তব জীবনেও পূর্ণতা পেতে চলেছে।
আরও পড়ুনঃ “সবাই জুটিতে, সেখানে অপর্ণা একা আর্য কোথায়?” “জীতুকে টেকেন ফর গ্র্যান্টেড করা হচ্ছে, এভাবে চললে জি বাংলা দেখা বন্ধ করবো!”— জি বাংলার পুজোর গানে ‘চিরদিনই তুমি যে আমার’ জুটির অনুপস্থিতি ঘিরে দর্শকদের ক্ষোভ! চ্যানেল কি সত্যিই জীতুকে উপেক্ষা করছে?
তবে এখনও পর্যন্ত মৈনাক বা স্বপ্নীলা কারোর পক্ষ থেকেই স্পষ্ট কোনও বার্তা পাওয়া যায়নি। তাই আপাতত রহস্যই বজায় রয়েছে। কিন্তু একটা জিনিস পরিষ্কার— দর্শকদের আবদার মেটাতে হোক বা অন্য কোনও কারণে, বহু প্রতীক্ষার পর ফের একসাথে দেখা গেলে স্রোত-সার্থক জুটি নিঃসন্দেহে হবে বড় চমক।