জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

দীর্ঘ বিরতির পর ফের পর্দায় পল্লবী! ‘নিম ফুলের মধু’র পর্ণা ফিরলেন নতুন রূপে, বিশ্বরূপের সঙ্গে জমজমাট জুটি নিয়ে আসছে জি বাংলার নতুন ধারাবাহিক! প্রথম প্রোমো প্রকাশ্যে, কবে থেকে শুরু হচ্ছে সম্প্রচার?

পুজোর আবহেই বিশেষ চমক! বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল পল্লবী শর্মার নতুন ধারাবাহিকের গুঞ্জন। আর সব কিছুকে সত্যি করে, এইবার জি বাংলার দর্শকদের জন্য আসছে নতুন এক ধারাবাহিক— ‘তারে ধরি ধরি মনে করি’ (Tare Dhori Dhori Mone Kori)। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে প্রথম প্রোমো। প্রোমোতে দেখা গিয়েছে রহস্যময় কুয়াশায় ঘেরা নদী, তার মাঝে ভেসে চলা একটি নৌকা। তার উপরে খোলা বাহুতে দাঁড়িয়ে আছেন এক পুরুষ। আবহে বাজছে ‘দেখেছি রুপ সাগরে মনের মানুষ…’

যদিও মুখ পুরোপুরি দেখা যায়নি, তবে আন্দাজ করাই যাচ্ছে তিনি অভিনেতা বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়। এর পরপরই দেখা মেলে জলে ভেসে থাকা এক নারীর অবয়ব, কুয়াশার ফাঁক দিয়ে ধীরে ধীরে স্পষ্ট হয়ে ওঠে তার মুখ—তিনি আর কেউ নন, পল্লবী শর্মা। আর এইটুকু দেখেই দর্শকদের উত্তেজনার পারদ চড়েছে সপ্তমে! প্রসঙ্গত, অভিনেত্রী পল্লবী শর্মাকে দর্শক শেষবার জি বাংলারই ধারাবাহিক ‘নিম ফুলের মধু’-তে। তার চরিত্র ‘পর্ণা’ এখনো দর্শকের মনে দাগ কেটে আছে।

দীর্ঘ বিরতির পর আবার নতুন আঙ্গিকে ফিরছেন তিনি, আর তাই নিয়ে ভক্তদের উচ্ছ্বাসও প্রবল। প্রোমোতে তাঁর উপস্থিতি যেন আবার প্রমাণ করে দিল, পল্লবী সব সময়েই চমক দিতে জানেন। অন্যদিকে, বিশ্বরূপও একসময় ‘গৌরী এলো’ ধারাবাহিকের মাধ্যমে পরিচিতি পেয়েছিলেন। তার পরে সিনেমা এবং ওটিটি প্ল্যাটফর্মে ব্যস্ত থাকলেও, দীর্ঘ আড়াই বছর পর টিভির পর্দায় ফিরে আসছেন তিনি। বিশ্বরূপের অভিনয় যাত্রা শুধু টেলিভিশনেই সীমাবদ্ধ নয়।

রুক্মিণী মৈত্রর সঙ্গে ‘হাঁটি হাঁটি পা পা’ সিনেমায় এবং বাংলাদেশের অভিনেত্রী মিথিলার সঙ্গে ‘মেখলা’-তেও অভিনয় করেছেন তিনি। এমনকি, সম্প্রতি ‘ছায়াসঙ্গী’ মাইক্রো সিরিজেও তাঁকে দেখা গিয়েছে, যেখানে শ্রুতি দাস এবং রূপসা মুখোপাধ্যায়ের মতো জনপ্রিয় মুখ ছিলেন সহশিল্পী। এই ধারাবাহিকের মাধ্যমেই ফের ছোটপর্দায় ফিরছেন তিনি। উল্লেখ্য, ‘তারে ধরি ধরি মনে করি’ ধারাবাহিকের গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে নবদ্বীপ।

এখানে বিশ্বরূপের চরিত্র ‘গোরা’, যিনি সংসার জীবনের চেয়ে আধ্যাত্মিকতার প্রতি বেশি আকৃষ্ট। ঠিক সেই সময়েই তাঁর জীবনে প্রবেশ করে পল্লবীর চরিত্র ‘রূপমঞ্জুরী’। এই দুই চরিত্রের সাক্ষাৎ থেকে সম্পর্কই তৈরি করবে নতুন এক মোড়, যেখানে প্রশ্ন উঠবে— গোরা কি সংসারের মোহ এড়িয়ে আধ্যাত্মিকতার পথ বেছে নেবেন, নাকি সম্পর্কের টান তাঁকে বদলে দেবে? ধারাবাহিকটির প্রযোজনায় রয়েছেন সৃজিত রায় এবং সৌভিক চক্রবর্তী। দর্শকদের এখন থেকেই কৌতূহল যে, পল্লবী- বিশ্বরূপের রসায়ন কতটা পর্দায় সাড়া ফেলবে।

Piya Chanda