জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

বিজয়ার দিনে নাটকীয় মোড়, শিরীনের স্বপ্ন ভাঙল পারুলের এক দৃঢ় পদক্ষেপে! শিরীনের সিঁথিতে সিঁদুর দিতে যাচ্ছিল রায়ান, শেষে মুহূর্তে বাধা দিল পারুল! শিরীনকে নিজের জায়গা দেখিয়ে দিল সে!

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘পরিণীতা’র (Parineeta) আজকের পর্বের শুরুতেই দেখা যায়, নবমী পুজোর মহাভোগের সবকিছু প্রস্তুত হয়ে গেলেও অন্নভোগ এখনও এসে পৌঁছায়নি। সবাই পারুলকে তাড়াতাড়ি করতে বলে, হাতে কম সময় থাকায়। পারুলের বাবাও জানিয়ে দেয়, নবমী পূজো শেষ হতে আর কয়েক মিনিট রয়েছে।

পারুল তাড়াতাড়ি করে অন্নভোগ আনতে গিয়ে দেখে যে আগুনে জল ঢেলে কেউ নিভিয়ে দিয়েছে, যার ফলে অন্ন রান্নাই হয়নি। পারুল বুঝতে পারে না কি করবে, শুধু ভগবানকে ডাকতে থাকে। রায়ান-মল্লার একে একে এসে এই পরিস্থিতি দেখে আরো চিন্তায় পড়ে যায়। শেষে দাদুর কথায় ছোট কাকি পারুলকে সাহায্য করতে আসেন।

তিনি এসে এইসব দেখে, পুজোয় বাধা পড়া নিয়ে ভেঙে পড়েন। পারুল ভালো করে উননটা পর্যবেক্ষণ করে দেখে সেখানে এখনও এক টুকরো কাঠ নিভু নিভু আঁচে জ্বলছে। শিরীন চিন্তায় পড়ে যে, পারুল এবারও বেঁচে যাবে তাদের ফন্দিতে জল ঢেলে। কিন্তু টগর আত্মবিশ্বাসী যে পারুল কিচ্ছু করতে পারবে না। এদিকে পারুলও কারোর কথা শোনে না।

নিজে হাত ঢুকিয়ে উনন থেকে ওই জ্বলন্ত কাঠটা বের করে আনে। তারপর হাওয়া দিয়ে আগুন জ্বালিয়ে দেয় আগের মতো। সময় মতো ভোগও তৈরি হয়ে যায়। কিন্তু কাকি সন্দেহ করতে থাকে শিরীনকে। টগর জায়গায়, শিরীন নয় বরং সে-ই করেছে এই কাজটা। শুনে কাকি দেয়াদোপ মেয়ে বলে একটা চড় বসিয়ে দেয় টগরের গালে।

টগর বলে যে কাকিও তো চান পারুলকে জব্দ করতে, তাই সে সাহায্য করেছে। কিন্তু পাল্টি খেয়ে কাকি, আবারও একটা চড় বসিয়ে দিয়ে বলেন যে, পারুলের ক্ষতি করতে গিয়ে বসু বাড়ির অমঙ্গল সে করতে পারবে না। এরপর নির্বিঘ্নে পুজো সম্পন্ন হয়। রাতে ধুনুচি নাচের প্রতিযোগিতায় পারুলা-রায়ান মুখোমুখি হলেও শেষ পর্যন্ত মৈনাকের অসাবধানতায় ধুনুচি ভেঙ্গে যাওয়ায়, রায়ান হেরে যায়।

আরও পড়ুনঃ “ভালবেসে সম্মান দিতে সবাই পারে না!”— অভিষেকের জন্মদিনে শার্লির ইঙ্গিতপূর্ণ বার্তা ঘিরে জল্পনা তুঙ্গে! তবে কি পুরনো সম্পর্কের কারণে অবনতির দিকে এগোচ্ছে দাম্পত্য?

রায়ান রেগে যায় পারুলের কাছে হেরে গিয়ে। দাদু ঘোষণা করেন এখনও পর্যন্ত দু’জনের নম্বর সমান। দশমীর দিন যে জিততে পারবে, তাকেই একটা বিশেষ পুরস্কার তুলে দেবেন তিনি। শিরীন প্ল্যান করে রায়ানের হাতে বিজয়াতে সিঁদুর পরবে সে, পারুল ঠিক সময়ে এসে তার হাত ধরে নেয়। পারুল বলে, জোর করে কোনদিনও রায়ানের স্ত্রীর অধিকার সে ফলায়নি। যদি শিরীন শুধরে না যায়, তাহলে এবার সেটাই করবে সে!

Piya Chanda

                 

You cannot copy content of this page