জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

গুঞ্জন ভুল! এক্ষুনি শেষ নয় বরং নতুন মোড়ে পা দিচ্ছে ‘ফুলকি’! নায়িকা বড়পর্দায়, তবু থামছে না ধারাবাহিক! চলবে ১০০০ পর্ব পর্যন্ত? অবশেষে মুখ খুললেন নির্মাতা, ‘ফুলকি’র ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কী জানালেন তিনি?

টেলিভিশনের পর্দায় ধারাবাহিকগুলি প্রতিদিনের সঙ্গী হয়ে উঠেছে বহু দর্শকদের। সেই তালিকায় জি বাংলার ‘ফুলকি’ (Phulki) নিঃসন্দেহে আলাদা জায়গা তৈরি করেছে বাস্তবধর্মী গল্প, বিশ্বাসযোগ্য চরিত্র আর নানান আবেগঘন মুহূর্ত দিয়ে। বহু দর্শকের কাছে, অবসর মানেই ‘ফুলকি’র সঙ্গ। তবু হঠাৎ করে শোনা যাচ্ছে ধারাবাহিকটি নাকি শেষ হতে চলেছে, আর এতেই অবাক হয়েছেন বহু মানুষ। সবার মুখে একটাই প্রশ্ন– কেন? এত জনপ্রিয়তার পরেও বন্ধের সিদ্ধান্ত? সত্যিই কি শেষের দিকেই এগোচ্ছে?

টিআরপি তালিকায় শুরু থেকেই প্রথম সারিতে থাকা এই ধারাবাহিক এত সহজে বিদায় নেবে না, এটা অনেকেই মনে করছেন। সত্যি বলতে, ‘ফুলকি’র প্রতিটি চরিত্রই আলাদা করে মানুষের মনে দাগ কেটেছে। ফুলকি আর রুদ্রর সংঘাত দর্শকদের প্রিয় আবার ফুলকি নিজেদের বাড়ির সদস্যও হয়ে উঠেছে, তাই দর্শক হিসেবেও একে বিদায় জানানো সহজ নয়। আর চ্যানেল কর্তৃপক্ষও সেটা ভালোভাবেই বোঝে। গল্প শেষের গুঞ্জনের মাঝে ‘রুদ্রের মৃত্যু’ সংক্রান্ত খবরও ভেসে উঠেছে।

তবে এখনই সব কিছু শেষ করে দেওয়ার কোনও পরিকল্পনা নেই বলেই জানা গেছে। তবে এটাও ঠিক, এই ধারাবাহিকের পাশাপাশি নতুন গল্প তৈরির কাজও চলেছে পুরোদমে। ‘তারে ধরি ধরি মনে করি’ নামে এক নতুন ধারাবাহিক নিয়ে ইতিমধ্যেই উত্তেজনা তৈরি হয়েছে। পল্লবী শর্মা মুখ্য ভূমিকায় থাকছেন এবং এই ধারাবাহিকেও পারিবারিক আবেগে ভরপুর এক নতুন রকমের গল্প নিয়ে আসতে চলেছে। তবে সেটা ‘ফুলকি’র জায়গা নিচ্ছে কি না, তা নিয়ে চ্যানেল এখনই কিছু জানাতে নারাজ।

হয়তো সময় এবং স্লট ভাগ করে নেওয়ার দিকেই ঝুঁকছে পরিকল্পনা। এবার এই ধারনাতেই স্বয়ং সিলমোহর দিয়েছেন ধারাবাহিকে নির্মাতা। অনেকেই এতদিন ধাবছিলেন, অভিনেত্রী দিব্যাণী মণ্ডল বড়পর্দায় পা রাখার জন্যই বুঝি শেষের সিদ্ধান্ত। তিনি যেহেতু সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে কাজ শুরু করতে চলেছেন, তাই গল্পে তার উপস্থিতি হয়তো সাময়িক কমে যাবে, এটা ঠিক। কিন্তু তার মানেই গল্প শেষ হয়ে যাচ্ছে, এমন নয়। ধারাবাহিকের নির্মাতা সৌভিক চক্রবর্তী একেবারে সোজা ভাষায় উত্তরটা দিয়েছেন।

তিনি বলেছেন, “নায়িকা ছাড়া অনেক ধারাবাহিক চলেছে, ফুলকিও চলবে কিছুদিন। ছবি করার জন্য ও কিছুদিন ধারাবাহিকে আসবে না, ফলে গল্প অন্যভাবে দেখাবো আমরা। কিন্তু ১০০০ পর্ব না কমপ্লিট করে ফুলকি শেষ হচ্ছে না। ফুলকি এমনিও জী বাংলার লক্ষী, ঠিক গ্যাপ বাড়িয়ে স্লট পাবে!” অর্থাৎ আপাতত বিদায় নয়, বরং গল্পে নতুন মোড় আসতে চলেছে। সব শেষে এটুকু বলাই যায় যে, ‘ফুলকি’র এখনও অনেকটা পথ চলা বাকি। নতুন গল্প আসবে, পুরনো কিছু চরিত্র বদলাবে, কিন্তু ফুলকির মতো চরিত্রগুলো থেকে যাবে দর্শকের মনে।

Piya Chanda