জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

৩৮ বছর পর দিদির থেকে ফোঁটা নেবেন ভাস্বর! আনন্দের মাঝেও ভাইকে ফোঁটা দেওয়া নিয়ে বেজায় চিন্তায় দিদি! কিন্তু কেন?

৩৮ বছর পর দিদির হাত থেকে ফোঁটা নিতে চলেছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়। মা-বাবার একমাত্র ছেলে ভাস্বর ছোটবেলা থেকেই জেঠু আর পিসির মেয়েদের কাছ থেকেই ফোঁটা পেতেন। কিন্তু এবারের ভাইফোঁটা তাঁর জীবনে আলাদা তাৎপর্য নিয়ে এসেছে। কারণ দীর্ঘ ৩৮ বছর পর তিনি নিজের দিদির কাছ থেকে ফোঁটা নেবেন। এই বিশেষ দিনকে ঘিরে উত্তেজনায় ভাস্বর এবং তাঁর পরিবারের সদস্যরাও ভীষণ খুশি।

তবে আনন্দের মাঝেই একটু চিন্তায় রয়েছেন অভিনেতার দিদি। কারণ প্রায় চার বছর ধরে ভাত-রুটি খাওয়া ছেড়ে দিয়েছেন ভাস্বর। স্বাস্থ্য সচেতনতার জন্যই তিনি এখন নিরামিষ আহারী জীবনযাপন করেন। তাই ভাইফোঁটার দিনে তাঁকে কী খাওয়াবেন, তা ভেবে কিছুটা দ্বিধায় রয়েছেন দিদি। যদিও ভাস্বরের মুখে এখন শুধুই হাসি, কারণ এত বছর পর আবার দিদির হাতের ফোঁটা পাওয়ার আনন্দে তিনি আপ্লুত।

স্মৃতিচারণা করে ভাস্বর বলেন, “১৯৮৭ সালে শেষবার দিদির কাছ থেকে ফোঁটা পেয়েছিলাম। তখন আমি সপ্তম শ্রেণিতে পড়ি। তারপর দিদি মুম্বইয়ে চলে যায়, তাই আর দেখা হয়নি। এবারে অবশেষে আমরা আবার একসঙ্গে ভাইফোঁটা উদ্‌যাপন করতে পারব, এটাই সবচেয়ে বড় উপহার।”

তবে ফোঁটার দিনের মেনু নিয়েও মজার গল্প রয়েছে। অভিনেতা জানান, “দিদি বলেছে, ফোঁটার দিনে ভাত-রুটি না খেলে চলবে না। আমি তো বলেছি, ঠিক আছে, ওই দিন সব খেয়ে নেব। দিদির আবদার ফেলতে পারব না।” এই কথাতেই প্রকাশ পেয়েছে ভাই-বোনের মধুর সম্পর্ক ও দীর্ঘ প্রতীক্ষার পর পাওয়া ভালোবাসা।

আরও পড়ুনঃ ‘অত্যন্ত ন্যাকা! এবার থেকে ন্যাকামিটা একটু কম কর! মিঠিঝোড়া থেকে জোয়ার ভাঁটা সর্বত্র এক অভিনয়!’ সোশ্যাল মিডিয়ায় তীব্র কটাক্ষের মুখে আরাত্রিকা মাইতি! জবাবে কী বললেন পর্দার ‘উজি’?

বর্তমানে ভাস্বরের হাতে রয়েছে একাধিক কাজ। সদ্য শেষ হয়েছে তাঁর অভিনীত ধারাবাহিক ‘গীতা এলএলবি’। এখন তাঁকে দেখা যাচ্ছে ‘অ্যাডভোকেট অঞ্জলি অবস্তি’ ধারাবাহিকে গুরুত্বপূর্ণ ভূমিকায়। এছাড়া খুব শীঘ্রই ‘শাখা প্রশাখা’ ওয়েব সিরিজেও তাঁকে দেখা যাবে। অভিনয়ের পাশাপাশি পারিবারিক মুহূর্তগুলোও সমানভাবে উপভোগ করছেন অভিনেতা।

Piya Chanda