অভিনেতা শঙ্কর চক্রবর্তী ফের আলোচনায়। জনপ্রিয় এক প্রযোজনা সংস্থার ধারাবাহিক থেকে তাঁকে বাদ দেওয়া হয়েছে। কারণ, তিনি সময় দিয়েছেন মঞ্চাভিনয়ে। শেখর সমাদ্দারের ‘সরলরেখা বক্ররেখা’ নাটকে অভিনয় করবেন বলে ধারাবাহিকের শুটিংয়ের সঙ্গে সময় মেলেনি। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে অভিনেতা জানান, “আমি ছাড়িনি, ওঁরাই বাদ দিয়েছেন।”
শঙ্করের অভিনয়যাত্রা শুরু হয়েছিল মঞ্চ থেকেই। ছোটবেলা থেকেই নাটক তাঁর নেশা। তবে সংসার চালাতে টেলিভিশন ও অন্য মাধ্যমে অভিনয় করতে হয়েছে। এবারও নাটকের ডাক এলে তিনি ফিরতে পারেননি। দেবাশিস রায় পরিচালিত ‘সরলরেখা বক্ররেখা’ নাটকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে তিনি রাজি হয়ে যান।
অভিনেতার কথায়, “নাটক প্রথম মঞ্চস্থ হওয়ার আগে নিয়মিত মহড়া দিতে হয়। তার জন্য সময় লাগে। ধারাবাহিকে কাজ করলে সেই সময়টা দেওয়া যায় না। তাই স্বাভাবিক ভাবেই বাদ পড়েছি।” একই ধারাবাহিকে অভিনয়ের কথা ছিল নাট্যকর্মী সুরজিৎ বন্দ্যোপাধ্যায়েরও, তবে তিনি আগেই ‘না’ বলে দেন। এবার এই নাটকে একসঙ্গে দেখা যাবে সুরজিৎ ও শঙ্করকে।
তবে এই সিদ্ধান্তে পড়েছেন সমস্যায় শঙ্কর। দীর্ঘদিনের টেলিভিশনের ব্যস্ত সূচি হারিয়ে অর্থকষ্টে ভুগছেন তিনি। অভিনেতার গলায় কষ্টের সুর, “এই মুহূর্তে সংসার চালানো কঠিন। মেয়েই এখন খরচ টানছে। ডিসেম্বরের মধ্যে কাজ না পেলে অবস্থা আরও খারাপ হবে।”
আরও পড়ুনঃ কোয়েলের জোয়ারে কাঁপছে টলিউড! ‘স্বার্থপর’-এ বাজিমাত টলিকুইনের! শুভশ্রীর মুকুটে তবে কী ফাটল ধরল ? কোয়েল না শুভশ্রী আপনাদের চোখে আসল সুপারস্টার কে?
তবু আশাবাদী তিনি। নাটকই তাঁর প্রাণ, সেটাকেই আঁকড়ে ধরেছেন শঙ্কর চক্রবর্তী। বললেন, “আজও স্বপ্ন দেখি, শুধু নাটক করেই দিন চলবে। অন্য মাধ্যমে অভিনয় করতে হবে না।” এখন দর্শকরাই তাঁর শক্তি, আর সেই ভালোবাসাই হয়তো ফের ফিরিয়ে আনবে তাঁকে পর্দায়।
