জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

ছদ্মবেশে থাকা মাকে চিনেও হারিয়ে ফেলল পারুল! মেয়ের সামনে থেকেও মুখ লুকিয়ে রইল মা, ‘পরিণীতা’-তে প্রকাশ পেল কুড়ি বছরের পুরোনো রহস্য! পারুলের মা কি এবার ধরা দেবেন মেয়ের কাছে? আসছে চমৎকার পর্ব

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘পরিণীতা’র (Parineeta) আজকের পর্বের শুরুতেই দেখা যায়, পারুল যেই মুহুর্তে বুঝে যায় তার মা কালারিপায়াত্তু দলেই ছদ্মবেশে আছে, সঙ্গে সঙ্গে সে মায়ের কাছে ছুটে যায়। সেখানে গিয়ে পারুল দেখতে পায়, আগে থেকেই গুন্ডাদের দল চড়াও হয়েছে তার মায়ের উপর।

বন্দুক তাক করে রেখেছে তারা, গু’লি করতে যাবে কিন্তু পারুল সাহস যুগিয়ে সামনে পড়ে থাকা তলো’য়ার তুলে হাতে আঘাত করে গুন্ডাদের। এরপর রায়ান, পারুল আর আম্মার দলের বাকিরা মিলে গুন্ডাদের উচিত শিক্ষা দেয়। সুযোগ বুঝে পারুলের মা পালিয়ে যায় সেখান থেকে। পারুলও তার মায়ের পিছু নিয়ে জঙ্গলে চলে যায়।

Zee Bangla serial Parineeta Today Episode Update 28 Oct

বারবার পারুল আম্মাকে দাঁড়াতে বললেও তিনি দাঁড়ান না। তিনি ভাবতে থাকেন পারুল নিশ্চই পুলিশের গুপ্তচর। পরক্ষণেই পারুলের মুখে বাংলা শুনে তিনি অবাক হন, আর মনে পড়ে যে একেই সেদিন রাতে তিনি উদ্ধার করেছিলেন। হঠাৎ পড়ে যান তিনি, জলে মুখের রং ধুয়ে যায় তাঁর। আসল পরিচয় বেরিয়ে আসার ভয়ে, তিনি মুখে কাদা মেখে নেন।

মায়ের এত কাছে এসেও পারুল তাঁর মুখ দেখতে পায় না। নিজের পরিচয় দিতে যাবে পারুল, এমন সময় রায়ান পুলিশ নিয়ে খুঁজতে চলে আসে তাকে। পুলিশ দেখে পালিয়ে যায় পারুলের মা। পারুল রায়ানের উপর রেগে যায়, মা পুলিশে ভয় পায় জেনেও কেন সে পুলিশ এনেছে! রায়ান নিজের দুশ্চিন্তার কথা প্রকাশ করে। যদি কেউ জঙ্গলে পারুলের ক্ষতি করতে চায়, তাই পুলিশ এনেছে।

এদিকে পারুলের বাবাও এসে উপস্থিত হন। লুকিয়ে লুকিয়ে পারুলের মা সবটা দেখে বুঝতে পারেন, কুড়ি বছর আগে যার কাছে নিজের মেয়েকে দিয়ে এসেছিলেন এই ব্যক্তি তিনিই আর পারুল আর কেউ নয় তার নিজের মেয়ে! জীবনের পরোয়া না করেই পারুল তাই বারবার মায়ের কাছে ছুটে আসছে। কান্নায় ভেঙে পড়েন তিনি!

Piya Chanda