জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

গায়িকা দেবলীনার কাঁধে হাত রেখে ছবি তুলেছেন অভিনেতা সায়ক! মুহূর্তে ভাইরাল সেই ছবি-ভিডিয়ো! “বিয়ের পর এমন ছবি তোলা মানায় না”— নেটিজেনদের মন্তব্যে তীব্র বিতর্কে দুই তারকা! শেষ পর্যন্ত ট্রোলারদের জবাবে কী জানালেন সায়ক-দেবলীনা?

ছোটপর্দার জনপ্রিয় মুখ সায়ক চক্রবর্তীকে ঘিরে ফের সরগরম নেটপাড়া। অভিনয়ের পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবনও বারবার খবরের শিরোনামে উঠে এসেছে। এ বার গায়িকা দেবলীনা নন্দীর সঙ্গে এক ভিডিয়ো ঘিরে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে সোশ্যাল মিডিয়া। তবে ঘটনাটা ঠিক কী, সেই নিয়েই এখন চলছে তুমুল আলোচনা।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সায়ক ও দেবলীনার একটি ভিডিয়ো। সেখানে দেখা যাচ্ছে, হাসিমুখে গল্পে মশগুল দু’জনে। সাধারণ এক বন্ধুত্বপূর্ণ মুহূর্ত বলেই মনে হচ্ছিল, কিন্তু নেটিজেনদের একাংশের নজর এড়ায়নি সেই দৃশ্য। কয়েক দিন আগেই দু’জনের একটি ছবিতে সায়ককে দেবলীনার কাঁধে হাত রাখতে দেখা গিয়েছিল, যা নিয়েও তৈরি হয় বিতর্ক। তখন থেকেই শুরু হয় কটাক্ষের বন্যা। কেউ লিখেছেন, “এই সম্পর্ক কি শুধুই বন্ধুত্ব?”, আবার কেউ মন্তব্য করেছেন, “বিয়ের পর এমন ছবি তোলা মানায় না।”

তবে এ বার ট্রোলারদের জবাব দিতে মুখ খোলেন দুই তারকাই। ভাইরাল ভিডিয়োতেই দেখা যায় সায়ক বলছেন, “আমরা কী করেছি ছবিতে?” তাঁর পাশে বসে দেবলীনা তৎক্ষণাৎ বলেন, “আমি যেমন ছিলাম, তেমনই থাকব। যাঁদের সমস্যা আছে, তাঁরা আগে ডাক্তারের কাছে যান, কমেন্টে এসে বমি করবেন না।” তাঁদের এই স্পষ্ট জবাবে নেটিজেনদের একাংশ সমর্থন জানিয়েছেন, আবার অনেকে আরও বেশি সমালোচনা করেছেন।

অভিনেতা সায়ক পোস্টের ক্যাপশনে লেখেন, “লোকের বউকে জড়িয়ে ছবি তুলেছি বলে যাঁরা কথা বলছেন, তাঁদের জন্যই এই উত্তর।” তাঁর এই মন্তব্যও কম বিতর্ক তৈরি করেনি। কেউ বলেছেন, “নিজের কথা বোঝাতে আরও ঝড় তুললেন!” আবার অনেকে বলেছেন, “ভালোই করেছেন, শুনিয়ে দিয়েছেন।” ফলে, সোশ্যাল মিডিয়া যেন এখন দুই ভাগে বিভক্ত— একদিকে সায়ক-দেবলীনার পাশে থাকা অনুরাগীরা, অন্যদিকে তীব্র সমালোচকরা।

শেষ পর্যন্ত বলা যায়, এই বিতর্কে যাই হোক, নেটপাড়ার ‘হট টপিক’ হয়ে উঠেছে সায়ক ও দেবলীনার বন্ধুত্ব। তাঁদের সম্পর্কের প্রকৃতি নিয়ে যতই প্রশ্ন উঠুক না কেন, দুই তারকা স্পষ্ট জানিয়ে দিয়েছেন— তাঁরা কাউকে খুশি করার জন্য নিজেদের বদলাবেন না। নেটিজেনদের এই কৌতূহলেই হয়তো আরও কিছু দিন তাঁদের নাম ঘুরে বেড়াবে সোশ্যাল মিডিয়ার পাতায়।

Piya Chanda