জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“জগদ্ধাত্রী শেষ হোক…রূপসাকে নায়িকা করে নতুন সিরিয়াল হোক” “যেমন রূপ তেমন অভিনয়, নায়িকার থেকে কোনও অংশে কম নয়!”— স্ত্রীকে নিয়ে মুখ্য চরিত্রের ধারাবাহিক বানান প্রযোজক স্নেহাশিস দাবি দর্শকদের!

বাংলা টেলিভিশনের জগতে এখনো অটল জনপ্রিয়তা ধরে রেখেছে জি বাংলার ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri)। দুই বছরের বেশি সময় পেরিয়ে গেলেও ধারাবাহিকটি এখনও টিআরপি তালিকায় শীর্ষে। দর্শকদের কাছে জগদ্ধাত্রী মানে এক আবেগ, এক সম্পর্ক। অঙ্কিতা মল্লিক ও সৌম্যদীপ মুখোপাধ্যায়ের অন আর অফস্ক্রিন রসায়ন, এখনও টেলিভিশনের দর্শকদের বিশেষ পছন্দের। তবুও বরাবর আলোচনার কেন্দ্রবিন্দুতে থেকেছে কৌশিকি মুখার্জি, অর্থাৎ অভিনেত্রী ‘রূপসা চক্রবর্তী’ (Rupsa Chakraborty)

ধারাবাহিকের প্রথম দিন থেকেই রূপসাকে ঘিরে নানা সমালোচনা হয়েছে। জগদ্ধাত্রী-স্বয়ম্ভু ভক্তরা এক সময় অভিযোগ তোলেন, গল্পে নায়কের থেকেও বেশি গুরুত্ব পাচ্ছেন তাঁর দিদি! অনেকের মতে, ব্যক্তিগত কারণ অর্থাৎ রূপসা চক্রবর্তীই যেহেতু ‘জগদ্ধাত্রী’-এর প্রযোজক এবং কাহিনীকার স্নেহাশিস চক্রবর্তীর স্ত্রী। ফলে গল্পে তাঁর চরিত্রের ওজন বেশি দেওয়া হচ্ছে বলেই দাবি ওঠে নেটপাড়ার একাংশের। যদিও অন্য প্রান্তে অনেকে মনে করেন, রূপসার অভিনয় এমনই প্রাণবন্ত যে তাঁকে উপেক্ষা করা যায় না।

তিনি পর্দায় এলে চরিত্র জীবন্ত হয়ে ওঠে। প্রসঙ্গত, সম্প্রতি স্নেহাশিস চক্রবর্তীর বাড়িতে ‘জগদ্ধাত্রী পুজো’ উপলক্ষে রূপসার কিছু ছবি ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। সেই ছবিগুলিই যেন নতুন করে আলোচনা উসকে দিয়েছে। পুজোর সাজ-পোশাকে রূপসার উপস্থিতি নজর কেড়েছে অসংখ্য দর্শকের। অনেকে লিখেছেন, “রূপসাকে নিয়েই নতুন একটা সিরিয়াল শুরু করা উচিত।” কেউ কেউ আবার প্রস্তাব দিয়েছেন, “জগদ্ধাত্রী শেষ হলে স্নেহাশিসের উচিৎ রূপসাকে নায়িকা করে একটা মধ্যবয়সী পারিবারিক গল্প আনা।

রূপসার রূপও আছে, অভিনয়ও আছে, প্রোডাকশন তো হাতেই!” কেউ বলেন, “যেমন রূপ তেমন অভিনয়, নায়িকার থেকেও কম নয় রূপসা!” উল্লেখ্য, ‘জগদ্ধাত্রী’র বর্তমান গল্পে ইতিমধ্যেই এসেছে বেশ কিছু বছরের লিপ। এখন গল্প এগোচ্ছে জগদ্ধাত্রী-স্বয়ম্ভূর মেয়ে দুর্গাকে কেন্দ্র করে, যার ভূমিকাতেও রয়েছেন অঙ্কিতা নিজেই। এই নতুন অধ্যায়ে কৌশিকির ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। দর্শকরা যেমন গল্পের মোড়ে উত্তেজিত, তেমনি আবার কৌতূহলী— এই দীর্ঘ চলা ধারাবাহিকে রূপসার চরিত্র কতদূর এগোবে।

তবে, যেভাবে রূপসা চক্রবর্তীকে নিয়ে আলোচনা হচ্ছে সমাজ মাধ্যমে, তা শুধু এক অভিনেত্রী হিসেবেই নয় বরং একজন নারী চরিত্রের শক্ত অবস্থান হিসেবে। দর্শকদের ভালো লাগা, বিতর্ক বা প্রশংসা— সব মিলিয়ে তিনি এখন জগদ্ধাত্রী ধারাবাহিকের এক অবিচ্ছেদ্য অংশ। আর সেই কারণেই হয়তো নেটিজেনদের দাবি, রূপসাকে ঘিরেই তৈরি হোক টেলিভিশনের নতুন এক গল্প— যেখানে তিনি একাই হবেন কেন্দ্রবিন্দু। আপনাদের কী মতামত এই বিষয়ে? জানাতে ভুলবেন না কিন্তু!

Piya Chanda

                 

You cannot copy content of this page