জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

টলিউডে ফের হইচই! বছরের পর বছর অপেক্ষা শেষে ফের এক মঞ্চে দেব-জিৎ! দর্শকের কৌতূহলে জল্পনা তুঙ্গে- তবে কি আসছে “দুই পৃথিবী ২”? কি জানালেন অভিনেতারা?

বিনোদন জগতে কিছু সিনেমা এমনভাবে মানুষের মনে ছাপ ফেলে যায়, যা বছর পেরিয়েও মুছে যায় না। দর্শকের মনে রয়ে যায় গল্পের টান, চরিত্রগুলোর আবেগ, আর পর্দার সেই জাদু। ঠিক তেমনই এক সিনেমা ছিল ‘দুই পৃথিবী’। দেব এবং জিৎ অভিনীত এই ছবিটি বাংলা সিনেমার ইতিহাসে এমন এক অধ্যায় তৈরি করেছিল, যা আজও মানুষ ভুলতে পারেনি। তাই স্বাভাবিকভাবেই, আজও অনেকে প্রতীক্ষায় রয়েছেন – কবে আসবে ‘দুই পৃথিবী ২’!

২০১০ সালে মুক্তিপ্রাপ্ত ‘দুই পৃথিবী’ শুধু বক্স অফিসেই নয়, দর্শকের মনেও দাগ কেটেছিল। দেবের তরুণ চরিত্র আর জিৎ-এর পরিণত ভাব, দুই আলাদা সামাজিক মানসিকতার সংঘর্ষ—এই গল্পে ছিল সমাজের প্রতিফলন। গান থেকে সংলাপ, প্রতিটি দৃশ্যই মানুষের মনে গভীর ছাপ ফেলেছিল। সিনেমাটি সেই সময়ের অন্যতম সফল ছবি হয়ে ওঠে এবং আজও ইউটিউবে কিংবা টেলিভিশনে প্রচারিত হলে দর্শক মনোযোগ দিয়ে দেখেন।

সময়ের সঙ্গে বদলেছে প্রজন্ম, কিন্তু ‘দুই পৃথিবী’-র জনপ্রিয়তা এখনও অটুট। বহু দর্শক আজও চান দেব এবং জিৎ-কে একসঙ্গে পর্দায় দেখতে। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই দেখা যায় এই দাবি—“দুই পৃথিবী ২ কবে আসছে?” ভক্তদের মধ্যে সেই আগ্রহ, সেই কৌতুহল আজও সমান তীব্র।

সম্প্রতি বহুদিন পর একই মঞ্চে দেখা গেল টলিউডের দুই সুপারস্টার—দেব ও জিৎ-কে। একসঙ্গে তাদের দেখা মাত্রই দর্শকের মধ্যে উচ্ছ্বাস তুঙ্গে। অনেকে ভাবতে শুরু করেছেন, তাহলে কি নতুন করে শুরু হচ্ছে তাদের জুটি? আবার কি আসছে ‘দুই পৃথিবী ২’? সামাজিক মাধ্যমে মুহূর্তেই ছড়িয়ে পড়ে সেই গুঞ্জন।

তবে অভিনেতা দেব ও জিৎ দু’জনেই জানিয়েছেন, “প্রোডিউসার যদি চান, সবকিছুই সম্ভব।” অর্থাৎ ভবিষ্যতে তাদের একসঙ্গে দেখা যাওয়ার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। কিন্তু আপাতত কোনো অফিসিয়াল ঘোষণা নেই। দর্শকরা এখনো অপেক্ষায়—কবে আবার বড়পর্দায় ফিরবে সেই জাদু, সেই দুই পৃথিবীর মিলন।

Piya Chanda

                 

You cannot copy content of this page