জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

বড়দিনে বক্স অফিসে চমক! ফের মুখোমুখি দুই প্রাক্তন দেব-শুভশ্রী! কার ছবিতে মাতাবে হল? কার সিনেমা দেখতে যাবেন আপনারা?

বড়দিনের ছুটিতে আবারও জমে উঠতে চলেছে বাংলার বক্স অফিস। এ বার নাকি একই দিনে মুক্তি পেতে চলেছে টলিউডের দুই জনপ্রিয় তারকা দেব এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ছবি! ভক্তদের কাছে এ যেন বাড়তি উৎসবের মজা। কারণ, দু’জনের সম্পর্কের গল্প এক সময়ে শহরমাতালেও বর্তমানে তাঁরা আলাদা পথে। কিন্তু পর্দার লড়াই? সেটাই ফের দেখা যাবে ডিসেম্বরের ২৩ তারিখে।

মঙ্গলবার জানা যায়, রাসপূর্ণিমার দিন প্রকাশ্যে আসছে সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’–র প্রচার ঝলক। ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে এসভিএফ এবং দাগ ক্রিয়েটিভ মিডিয়া। শুরুতে ভাবা হয়েছিল, সেই দিনই হয়তো এসভিএফ-এর অন্য ছবি ‘বিজয়নগরের হিরে’ মুক্তি পাবে। কিন্তু আলোচনা করে সৃজিতের ছবিকেই বড়দিনে আনছে সংস্থা। প্রযোজক রানা সরকারের হালকা রসিক মন্তব্য, “চৈতন্যদেবের সঙ্গে দেব নামটা তো এমনিতেই জুড়ে থাকে!”

এর জেরে বদলে গেল মুক্তির তারিখ। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ‘কাকাবাবু’ রাখতে হচ্ছে পরের মাসে—সম্ভবত ২৩ জানুয়ারি। স্ক্রিনিং কমিটির বৈঠকে সেই নির্দিষ্ট সপ্তাহে এসভিএফ-এর আরও একটি ছবি আসার পরিকল্পনাও রয়েছে।

তাই বড়দিনের উৎসব আরও রঙিন করতে একই দিনে তিনটি তারকাখচিত ছবি! দেবের বহু প্রতীক্ষিত ‘প্রজাপতি ২’, কোয়েল মল্লিকের গোয়েন্দা-গল্পের ধামাকা ‘মিতিন মাসি’ এবং শুভশ্রী-অভিনীত ‘লহ গৌরাঙ্গের নাম রে’। দেবকে দেখা যাবে আধুনিক প্রজন্মের প্রতিনিধি হিসেবে—তার ‘লুক’ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় চর্চায়। অন্য দিকে শুভশ্রী হয়ে উঠছেন ‘নটী বিনোদিনী’—যে চরিত্রে বছরের শুরুতে সাড়া ফেলে দিয়েছিলেন রুক্মিণী মৈত্র।

একই ফ্রেমে না থাকলেও, দেব-শুভশ্রী আবারও একসঙ্গে দর্শকের মন জিততে আসছেন—এ বার দুই ভিন্ন ঘরানার ছবির হাত ধরে। টলিউডপ্রেমীরা বলছেন, “দেশু” (দেব+শুভশ্রী) ভক্তদের কাছে এর চেয়ে বড়দিনের উপহার আর কী হতে পারে!

Piya Chanda