জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

ইউনিভার্সিটির ঝড় থামতে না থামতেই নতুন বিপর্যয়! অন্ধকার গলিতে মায়ের খোঁজে গিয়ে বিপদে পারুল, মাঝরাতে পুলিশি জালে পড়ল সে! গ্রেফতারের খবরে ভেঙে পড়লেন দাদু, এই ষড়যন্ত্রের পেছনে কে?

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘পরিণীতা’র (Parineeta) আজকের পর্বের শুরুতেই দেখা যায়, ইউনিভার্সিটিতে উত্তাল পরিস্থিতি। শিরীন চোখে কিছু দেখতে না পেয়ে, যাকে ইচ্ছা মেরে দিচ্ছে পারুল ভেবে। এইসব চিৎকার শুনে রায়ান দেখতে এলে, পারুল তাকে টেনে নিয়ে চলে আসে বাইরে। পারুলের কথায়, শিরীন দোষ করেছিল বলেই স্বস্তি পেয়েছে আর রায়ান যদি এখন সেখানে যায় তো শিরীন তাকে ফাঁসিয়ে দেবে তখন আর পরীক্ষার পড়ায় মন বসবে না।

ওদিকে, নেড়া গোয়ালে শাশুড়ি যত্ন করে রুক্মিণীকে রান্না শেখাচ্ছে। মাছ কি করে ভাজতে হয়, তেল কতটা গরম করতে হয় শেখাচ্ছেন গোপালের মা। গোপাল লুকিয়ে লুকিয়ে এইসব দেখে আনন্দ পাচ্ছে। এরপর দেখা যায়, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে পারুল আর রায়ান বাড়ি ফিরছে। হঠাৎ পারুলের মনে হয়, কেউ তাদের পিছু নিয়েছে।

পারুল দেখতে পায় একজন তামিল ব্যক্তি তাদের এতক্ষণ ধরে লক্ষ্য করছিল। পারুল তাকে কারণ জিজ্ঞেস করতেই, সে পালাতে শুরু করে। পারুল অনেকদিন ছুটে গিয়েও তাঁকে আটকাতে পারে না। রায়ান জোর করে পারুলকে বাড়ি নিয়ে যায় যে, এখন পড়াশোনায় মন দেওয়া বেশি জরুরি। অতীতকে ভুলে পারুলকে প্রতিষ্ঠিত হতেই হবে।

রাতে একদিকে পারুল পড়াশোনা করতে থাকে, অন্যদিকে রায়ান। পারুল পড়াশোনা করতে করতে ভাবে ওই তামিল ব্যক্তি নিশ্চই তার মায়ের লোক, হয়তো তার মা এখানে এসেছেন। পারুল এসব চিন্তা করতে গিয়ে ঘুমিয়ে পড়ে। হঠাৎ দু’জন অজ্ঞাত ব্যক্তি এসে পারুলের ঘরে একটা চিঠি রেখে যায়। একটা ফুলদানি পড়ার শব্দে পারুলের ঘুম ভাঙে।

চিঠিটা পেয়ে পারুল দেখে তামিল ভাষায় লেখা, বুঝতে পারে হয়তো মা পাঠিয়েছে। অনুবাদ করে জানতে পারে, রাত তিনটার সময় একটা জায়গায় দেখা করতে বলা হয়েছে। সেখানেই নাকি পারুল তার মায়ের বিষয়ে সব জানতে পারবে। সেইমত পারুল রায়ানকে জানাতে গেলে তার মা বাঁধা দেয়। পারুল বাধ্য হয়ে একাই যায় সেখানে।

একটা অন্ধকার চোরা গলির মধ্যে দিয়ে পারুল হাঁটতে থাকে। হঠাৎ সে ব্যক্তিটাকে দেখতে পেয়ে পিছু নেয় সে। অবশেষে এমন একটা জায়গায় পৌঁছায়, যেখানে কিছু লোক অনেক পরিচয় পত্র নিয়ে কিছু একটা কাজ করছে। পারুল জানতে চায় তার মায়ের ব্যাপারে, কি জানে তারা! এমন সময় পুলিশ এসে সবার সঙ্গে পারুলকেও গ্রেফতার করে নিয়ে যায়! সকালে পেপার কাগজে এই সংবাদ দেখে দাদু রীতিমত ভেঙে পড়েন।

Piya Chanda