জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“সম্মান থাকতে থাকতেই নাকি শেষ হচ্ছে জগদ্ধাত্রী”— এই মন্তব্যেই তোলপাড় সিরিয়ালপ্রেমী মহল! প্রিয় জুটি জগদ্ধাত্রী-স্বয়ম্ভুকে হারানোর আশঙ্কায় ভক্তদের মন ভারী, তাহলে কি সত্যিই শেষ হতে চলেছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’? কী জানালেন রূপসা চ্যাটার্জি?

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri) এখন প্রায় প্রতিটি ঘরে ঘরে পরিচিত নাম। প্রথম দিন থেকেই এই ধারাবাহিকের গল্প, আবেগ, আর চরিত্রগুলোর অভিনয় দর্শকদের মন জয় করেছে। টিআরপি তালিকায় এই ধারাবাহিক প্রায় প্রতি সপ্তাহেই থাকে শীর্ষস্থানে। রহস্য, রোম্যান্স ও অ্যাকশন মিশ্রিত গল্পে জগদ্ধাত্রী হয়ে উঠেছে দর্শকের প্রিয় নায়িকা।

ধারাবাহিকের নায়িকা জগদ্ধাত্রী অর্থাৎ অঙ্কিতা মল্লিক (Ankita Mallick) এবং নায়ক স্বয়ম্ভু অর্থাৎ সৌম্যদীপ মুখার্জী—এই জুটির রসায়ন দর্শক মহলে বেশ জনপ্রিয়। তাদের অনস্ক্রিন রোম্যান্স এবং অফস্ক্রিন বন্ধুত্ব বহু ভক্তের কাছে বিশেষ জায়গা দখল করেছে।

তবে সম্প্রতি শোনা যাচ্ছে, এই জনপ্রিয় ধারাবাহিকটি নাকি খুব শীঘ্রই শেষ হতে চলেছে। একজন দর্শক সমাজমাধ্যমে লিখেছেন, “জগদ্ধাত্রী শেষ হচ্ছে। একজন ফ্যান হিসেবে কষ্ট পাচ্ছি, কিন্তু আনন্দও হচ্ছে কারণ অঙ্কিতা মল্লিকের উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে। সফল হোক বা বিফল, শুরু তো করতেই হবে। লাইফে রিস্ক না নিলে কিছু অর্জন করা যায় না। তবে সোনার সংসার ২০২৬-এর পর শেষ হলে ভালো লাগত। জগদ্ধাত্রী-স্বয়ম্ভু জুটিটা সারাজীবন মিস করব।”

অবশেষে অভিনেত্রী রূপসা চক্রবর্তী এই নিয়ে বলেন, “এত দিন টানা কোনো ধারাবাহিক সম্প্রচারিত হওয়া খুব সাধারণ নয়। তাই অনেকেই ধরে নিয়েছে এবার মেগা শেষ হবে। তবে এত তাড়াতাড়ি বন্ধ হবে না। সবই প্রযোজক স্নেহাশিসের কলমের উপর নির্ভর করছে।” তিনি আরও জানান, দর্শকরা যে জল্পনা করছেন, তার কোনো বাস্তব ভিত্তি নেই এবং গল্পের সমাপ্তি কবে হবে, তা পুরোপুরি প্রযোজকের সিদ্ধান্তে।

ধারাবাহিক প্রেমীরা এখনও আগ্রহী এবং সামাজিক মাধ্যমে ধারাবাহিকের নতুন এপিসোড নিয়ে আলোচনা চলছে। অনেকেই আশা করছেন কৌশিকীর চরিত্রের গল্প আরও কিছুদিন দেখানো হবে। শেষ পর্যন্ত, দর্শক এবং প্রযোজকের সংযোগই এই ধারাবাহিককে টিআরপির শীর্ষে রাখছে। দেখা যাক ধারাবাহিক কি সত্যিই এখনই শেষ হবে নাকি গল্পে আসছেন নতুন চমক।

Piya Chanda