জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

গুরুতর অসুস্থ অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু, অসুস্থতার জন্য অনুপস্থিত থাকবেন কলকাতা চলচ্চিত্র উৎসবে! জানালেন নিজেই

জনপ্রিয় অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundoo) বর্তমানে অসুস্থ। তিনি ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন বলে নিজেই জানিয়েছেন সমাজমাধ্যমে। চিকিৎসা চলছে, তবে শারীরিক দুর্বলতার কারণে এই বছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না তিনি।

মাত্র কয়েক দিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিছিলে হাঁটতে দেখা গিয়েছিল সৌমিতৃষাকে। দুর্গাপুজোর কার্নিভালেও তিনি ছিলেন মুখ্যমন্ত্রীর পাশে। তাই ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে তাঁর অনুপস্থিতি ভক্তদের কাছে একপ্রকার হতাশার খবর।

Soumitrisha Kundu’s Sudden Downfall From Stardom To Totall Zero Sparks Controversy

ইনস্টাগ্রামে পোস্ট করে সৌমিতৃষা লেখেন, “আমি ম্যালেরিয়া আক্রান্ত। চিকিৎসা চলছে। দুর্ভাগ্যবশত, এই বছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উপস্থিত থাকতে পারব না। দিদি, আমাদের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই, প্রতি বছর এত সুন্দরভাবে উৎসবের আয়োজন করার জন্য।”

কিছুদিন আগেই ‘কালরাত্রি ২’-এর শুটিং শেষ করেছেন অভিনেত্রী। প্রথম সিজনটি দর্শকদের মধ্যে বিপুল জনপ্রিয়তা পেয়েছিল, আর দ্বিতীয় সিজন নিয়েও প্রত্যাশা তুঙ্গে। অসুস্থতার মাঝেও অনুরাগীরা আশা করছেন, দ্রুতই সুস্থ হয়ে তিনি আবার শুটিং ফ্লোরে ফিরবেন।

এই মুহূর্তে সৌমিতৃষা ছোটপর্দা থেকে দূরে রয়েছেন, তবে সোশ্যাল মিডিয়ায় তাঁর সক্রিয়তা বজায় আছে। ভক্তরা প্রিয় অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করছেন, আর অপেক্ষা করছেন পর্দায় তাঁর নতুন প্রত্যাবর্তনের।

Rimi Datta

রিমি দত্ত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। কপি রাইটার হিসেবে সাংবাদিকতা পেশায় চার বছরের অভিজ্ঞতা।