বুধবার দুপুরে শ্যুটিং সেটেই হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন অভিনেতা জিতু কমল। ‘এরাও মানুষ’ ছবির আউটডোর শ্যুটিং চলছিল ধান্যকুড়িয়ায়। আচমকা বুকে চাপ ও কাঁপুনি দিয়ে জ্বর আসায় তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিনেতার অসুস্থতার খবর ছড়াতেই উদ্বেগ ছড়িয়েছে টলিপাড়ায়। চিকিৎসকরা জানান, আপাতত জিতুর শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও সম্পূর্ণভাবে আশঙ্কামুক্ত নন।
জানা গিয়েছে, আগের থেকেই হালকা জ্বরে ভুগছিলেন অভিনেতা। তবুও শ্যুটিংয়ে ফাঁকি না দিয়ে কাজ করছিলেন তিনি। হঠাৎই শ্যুটিং চলাকালীন জ্ঞান হারিয়ে পড়ে যান। তাঁকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার রাতেই ইসিজি করা হয়, যার রিপোর্ট স্বাভাবিক আসে। বৃহস্পতিবার সকালে ইকো কার্ডিওগ্রাম, ইউএসজি এবং রক্ত পরীক্ষা করা হয়। চিকিৎসক সৌরেন পাঁজার তত্ত্বাবধানে চলছে তাঁর চিকিৎসা। এখন কাঁপুনি ও জ্বর থাকলেও বুকের ব্যথা নেই বলেই জানা গিয়েছে।
জিতু কমল এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায় অভিনীত ‘এরাও মানুষ’ ছবির শ্যুটিং আপাতত স্থগিত রাখা হয়েছে। ইউনিট সূত্রে জানা গিয়েছে, অভিনেতা পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত শ্যুটিং শুরু করা হবে না। জিতুর হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় চিন্তায় পড়েছেন ছবির প্রযোজক-পরিচালক। শোনা যাচ্ছে, পরবর্তী কয়েকদিন বিশ্রামে থাকতে হবে অভিনেতাকে।
অন্যদিকে, জিতুর অসুস্থতার খবর শুনে উদ্বেগ প্রকাশ করেছেন সহ-অভিনেতারা। ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের নায়িকা দিতিপ্রিয়া রায় তাঁর ইনস্টাগ্রামে লেখেন, “আমার সহশিল্পীর দ্রুত আরোগ্য কামনা করছি। তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো।” সহ-অভিনেতা অভ্রজিৎ চক্রবর্তীও সামাজিক মাধ্যমে জিতুর দ্রুত আরোগ্য কামনা করেছেন। অনুরাগীরাও অভিনেতার দ্রুত সুস্থতার প্রার্থনা করছেন।
আরও পড়ুনঃ প্রথমে ভালো মানুষ হও!’—সহ অভিনেতার নাম না নিয়ে জিতুর জন্য ‘ফর্মাল’ আরোগ্য পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় কটা’ক্ষের শি’কার দিতিপ্রিয়া রায়!
‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে এখন টানটান গল্প চলছে। জিতু অসুস্থ হয়ে পড়ায় ধারাবাহিকের শ্যুটিংও প্রভাবিত হতে পারে বলে মনে করা হচ্ছে। যেহেতু ধারাবাহিকটির ব্যাঙ্কিং খুব বেশি নয়, তাই নতুন এপিসোডের শ্যুটিংয়ে কিছুটা সমস্যা হতে পারে। আপাতত টলিপাড়ার সকলেই একটাই প্রার্থনা করছেন— জিতু যেন দ্রুত সুস্থ হয়ে ফিরে আসেন ক্যামেরার সামনে।
