বলিউডের অন্যতম ফিট অভিনেতা অক্ষয় কুমার। বয়স বাড়লেও তাঁর প্রাণচাঞ্চল্য ও শারীরিক সক্ষমতা আজও তরুণদের টেক্কা দেয়। নিয়মিত শরীরচর্চা, সঠিক খাদ্যাভ্যাস আর মানসিক শৃঙ্খলাই তাঁর ফিট থাকার মূল মন্ত্র বলে জানা যায়। তবে সম্প্রতি অক্ষয়ের পুরনো একটি সাক্ষাৎকার ফের ভাইরাল হয়েছে, যেখানে তিনি জানিয়েছেন— তিনি নিয়মিত গোমূত্র পান করেন। আর সেই কারণেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে প্রবল চর্চা।
এই ঘটনার সূত্র ২০২০ সালের একটি ইনস্টাগ্রাম লাইভে। জনপ্রিয় ওয়াইল্ডলাইফ এক্সপ্লোরার বিয়ার গ্রিলসের সঙ্গে অক্ষয় কুমার এবং অভিনেত্রী হুমা কুরেশি সেই সময় অংশ নিয়েছিলেন। সেখানে হুমা মজার ছলেই অক্ষয়কে প্রশ্ন করেন, ‘হাতির বিষ্ঠা মেশানো চা পান করার জন্য নিজেকে কীভাবে মানসিকভাবে প্রস্তুত করেছিলেন?’ উত্তরে অক্ষয় বলেন, “আমি একেবারেই ভয় পাইনি। কারণ আমি নিয়মিত গোমূত্র খাই, আয়ুর্বেদিক কারণে।” তাঁর এই সোজাসাপ্টা স্বীকারোক্তি মুহূর্তে ভাইরাল হয়ে যায়।
অক্ষয় কুমার সবসময়ই স্বাস্থ্যকর জীবনযাপনের পক্ষে। তাই তাঁর এই বক্তব্যে অনেকেই অবাক হলেও, কেউ কেউ একে ‘আয়ুর্বেদের প্রতি বিশ্বাস’ হিসেবে দেখছেন। আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী, গোমূত্র শরীরের পক্ষে উপকারী। এতে রয়েছে নানা খনিজ উপাদান যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হজমে সাহায্য করে এবং পেটের সমস্যা কমায়।
আয়ুর্বেদ মতে, গোমূত্রে ঔষধি গুণ থাকে কারণ গরু মাঠে চরে বিভিন্ন প্রজাতির ভেষজ ওষধিগুণসম্পন্ন ঘাস ও গাছের পাতা খায়। গর্ভবতী গরুর মূত্র সবচেয়ে উপকারী বলে মনে করা হয়, কারণ তাতে বিশেষ হরমোন ও খনিজ পাওয়া যায়। আয়ুর্বেদ বিশেষজ্ঞদের মতে, সকালে খালি পেটে অল্প পরিমাণে গোমূত্র সেবন করলে ডায়াবেটিস, টিউমার, পেটের অসুখসহ একাধিক রোগ নিরাময়ে সহায়ক হতে পারে।
আরও পড়ুনঃ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ‘চিরদিনই তুমি যে আমার’ খ্যাত নায়ক জিতু! স্থগিত ধারাবাহিকের শুটিং! নায়কের কী তবে মুখ বদল হবে?
এদিকে, কাজের দিক থেকে অক্ষয় কুমার সম্প্রতি ব্যস্ত সময় কাটাচ্ছেন। তাঁকে শেষবার দেখা গিয়েছে ‘জলি এলএলবি ৩’ ছবিতে, যেখানে সহ-অভিনেতা ছিলেন আরশাদ ওয়ার্সি। এছাড়া তাঁর সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত ছবিগুলির মধ্যে রয়েছে ‘হাউজফুল ৫’, ‘কেশরী চ্যাপ্টার ২’, ‘কান্নাপ্পা’ এবং ‘স্কাইফোর্স’। সব মিলিয়ে অক্ষয় কুমার আজও বলিউডে ফিটনেস ও শৃঙ্খলার প্রতীক।
