জি বাংলার জনপ্রিয় ধারাবাহিকের তালিকায় সম্প্রতি নিজের জায়গা পাকা করে ফেলেছে ‘জোয়ার ভাঁটা’ (Jowar Bhanta)। খুব বেশি দিন হয়নি শুরু হয়েছে, তবুও দর্শকের মন জয় করতে একটুও দেরি করেনি দুই বোন নিশা ও উজি। এই ধারাবাহিকে দুই বোনের চরিত্রে অভিনয় করছেন ‘শ্রুতি দাস’ (Shruti Das) আর ‘আরাত্রিকা মাইতি’ (Aratrika Maity) — যাঁরা নিজেদের অভিনয় দক্ষতায় প্রমাণ করেছেন যে নতুন প্রজন্মের অভিনেত্রীরাও সমান শক্তিশালীভাবে গল্প টেনে নিয়ে যেতে পারেন।
সামাজিক মাধ্যমে তাঁদের দু’জনের নাম এখন রীতিমতো ট্রেন্ডিং, কারণ দর্শক নাকি ঠিক করতে পারছেন না, কার অভিনয় সেরা! প্রসঙ্গত, গল্পের কেন্দ্রে রয়েছে দুই বোনের ভাগ্যযুদ্ধ, ভালোবাসা, প্রতিশোধ আর ভুল বোঝাবুঝির জটিল মেলবন্ধন। বর্তমান পর্বে দর্শক দেখেছেন, বিয়ের দিনেই বাবাকে হারানোর পর নিশার জীবন একেবারে ওলটপালট হয়ে যায়। বাবার মৃ’ত্যুর জন্য দায়ী বলে মনে করে ব্যবসায়ী ঋষি ব্যানার্জির পরিবারকে। আর সেই ক্ষোভেই শুরু হয় তার প্রতিশোধের লড়াই।
বোন উজিকে সঙ্গে নিয়ে কলকাতায় এসে নিশা এক অদ্ভুত পরিকল্পনা আঁটে— ঋষিদের সর্বনাশ ঘটাবে, আর একই সঙ্গে বাবার মৃ’ত্যুর প্রতিশোধও নেবে। নিশার পরিকল্পনা অনুযায়ী, উজির সঙ্গে ঋষির মিথ্যে বিয়ে দেওয়া হবে। সুযোগ মতো সব টাকা-পয়সা লুট করে পালিয়ে যাবে তারা। যদিও উজি মনেপ্রাণে দিদির পাশে দাঁড়ায়, তবুও তার মনে একরাশ ভয়। এই ছলনার মধ্যে যে কত বড় বিপদ লুকিয়ে আছে, তা সে নিজেও বোঝে না!
অন্যদিকে, নিশা দিন-রাত মাথা খাটিয়ে এই পরিকল্পনাকে নিখুঁত করার চেষ্টা চালায়। কিন্তু ভাগ্যের পরিহাসে সব কিছু যায় গিয়ে উল্টো হয়ে। সম্প্রতি প্রকাশিত ধারাবাহিকের নতুন প্রোমোতে দেখা গিয়েছে এক চরম উত্তেজনাপূর্ণ মোড়! একদিকে উজির বিয়ের রীতি এক এক করে সম্পন্ন হচ্ছে, আর অন্যদিকে নিশা পুলিশের ধাওয়ায় ব্যস্ত। গয়নার গোডাউন থেকে সোনা লুট করে ফেরার পথে দুর্ঘ’টনার মুখে পড়ে তার গাড়ি। ঠিক সেই মুহূর্তে ঋষি উজির সিঁথিতে সিঁদুর পরিয়ে দেয়!
আরও পড়ুনঃ পরীক্ষার মাঝেই ভূমিকম্পের নাটক, অভ্যুদয়ের পরিকল্পনায় সংকটে সবার ভবিষ্যৎ! পারুল-রায়ানের সততায় ফের শুরু হল পরীক্ষা, রক্ষা পেল ইউনিভার্সিটির মর্যাদা!
প্রোমোর এই দৃশ্য দেখে দর্শক রীতিমতো হতবাক। অনেকের মনেই প্রশ্ন— নিশা কি আদৌ ফিরতে পারবে? নাকি ভাগ্য আবারও নিয়ে যাবে দুই বোনকে বিপরীত পথে? সামাজিক মাধ্যমে প্রোমোটি ভাইরাল হওয়ার পর থেকেই জল্পনা তুঙ্গে। কেউ বলছেন, এ বার থেকেই গল্পে শুরু হবে নতুন অধ্যায়, আবার কেউ ভাবছেন— এটাই হয়তো সেই মোড়, যেখানে দুই বোনের সম্পর্কের ভাঙন দেখা যাবে। এখন দেখার, এই ভুল বোঝাবুঝির জোয়ার কোথায় গিয়ে ভাসায় নিশা-উজির জীবন। শেষমেশ কার জয় হবে, বোনের ভালোবাসা না প্রতিশোধের আগুন?
