জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“অনেকে ভুল বুঝবেন, কিন্তু ‘রান্নাঘর’ আমায় আর টানে না!” যে অনুষ্ঠান পরিচিতি দিয়েছিল, সেই অনুষ্ঠানের প্রতিই আকর্ষণ হারিয়েছেন সুদীপা চট্টোপাধ্যায়!

টেলিভিশনের পর্দায় ‘রান্নাঘর’-এর নাম এলেই মনে পড়ে যায় এক মুখ—সুদীপা চট্টোপাধ্যায়। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে, প্রায় পাঁচ হাজার পর্ব সঞ্চালনা করেছেন তিনি। তাঁর উজ্জ্বল উপস্থিতি, সহজ কথাবার্তা আর আন্তরিকতা যেন অনুষ্ঠানটিকে অন্য মাত্রা দিয়েছিল। কিন্তু আজ যখন সেই চেনা শো সঞ্চালনা করছেন কণীনিকা বন্দ্যোপাধ্যায়, তখন দর্শক হিসেবে কেমন লাগে প্রাক্তন সঞ্চালিকার?

এই প্রশ্নের জবাবে সুদীপার উত্তর সোজাসাপ্টা—“এখন আর সে ভাবে অনুষ্ঠানটা দেখি না।” এরপরই যোগ করলেন এমন এক কথা, যা অনেককেই অবাক করতে পারে। তাঁর ভাষায়, “আমি জানি, অনেকে হয়তো ভুল বুঝবেন, কিন্তু ‘রান্নাঘর’ এখন আর আমায় আকর্ষণ করে না।” কারণ? সুদীপা বলেন, “কণীনিকা করছে বলে নয়, আসলে অনুষ্ঠানটায় এখন আর তেমন নতুন কিছু দেখি না। আধঘণ্টার একটা শো যদি গল্প না বলে, তাহলে সেটা মন টানে না।”

তাঁর কথায়, সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুই বদলে গিয়েছে। এখন মানুষ চাইলেই নিজের ফোনে এক ক্লিকেই দেখতে পায় হাজারো রান্নার ভিডিও, অগুনতি রেসিপি। “রিল বা ইউটিউব শর্টসেই এখন একটা গোটা রান্না দেখা যায়, নিজের সুবিধামতো সময়ে। সেই জায়গায় ‘রান্নাঘর’-এর মতো শো-এর আকর্ষণ একটু কমবেই,” বললেন তিনি।

যদিও প্রথম দিকে একটু কষ্ট হত, তা স্বীকার করতেও দ্বিধা নেই তাঁর। “দীর্ঘদিন একটা শোর সঙ্গে যুক্ত থাকার পর হঠাৎ বিচ্ছিন্ন হওয়া সহজ নয়। কিন্তু সময়ের নিয়মে সেই কষ্টও এখন আর থাকে না,” শান্ত গলায় বলেন সুদীপা।

তবে নিজের মতামত নিয়ে যেন কোনও ভুল ধারণা না হয়, সেই সতর্কতাও রাখলেন অভিনেত্রী। স্পষ্ট জানিয়ে দিলেন, “এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত। কারও কাজের সমালোচনা নয়। কণীনিকা দারুণ করছে, কিন্তু আমি এখন অন্যভাবে ভাবতে শিখেছি।”

এক সময় যে অনুষ্ঠান তাঁকে ঘরে ঘরে জনপ্রিয় করেছিল, আজ তার দিকেই নিরপেক্ষ দর্শকের চোখে তাকিয়ে দেখছেন সুদীপা। সময়, অভিজ্ঞতা আর দৃষ্টিভঙ্গির এই পরিবর্তনই যেন তাঁর পরিণত যাত্রার নতুন অধ্যায়।

Piya Chanda