জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

ফের ছোটপর্দায় ধামাল করতে ফিরছেন অভিনেতা রনজয় বিষ্ণু! নায়িকা চরিত্রে দীপান্বিতা! কোন ধারাবাহিকে দেখা যাবে তাদের এই নতুন রসায়ন? কোন চ্যানেলে শুরু হচ্ছে এই রোমান্টিক ড্রামা? সঙ্গে রয়েছে এক দারুন চমক

বাংলার বিনোদন দুনিয়ায় এখন চলছে ধারাবাহিকের রমরমা সময়। প্রতিদিনই দর্শকের সামনে আসছে নতুন গল্প, নতুন চরিত্র, নতুন জুটি। সময়ের সঙ্গে বদলেছে দর্শকদের রুচি, তাই এখন আর শুধুমাত্র পুরনো ধাঁচের নাটক নয়—মানুষ চাইছে বাস্তবের ছোঁয়াও যেন থাকে ধারাবাহিকের গল্পে।

এই মুহূর্তে প্রায় প্রতিটি চ্যানেলেই শুরু হচ্ছে নতুন সিরিয়াল। কেউ আনছে প্রেমের গল্প, কেউ আবার পারিবারিক বন্ধনের কাহিনি। এই প্রতিযোগিতার বাজারে দর্শকদের মন জয় করতে প্রযোজনা সংস্থাগুলিও তৈরি করছে একের পর এক নতুন প্রজেক্ট। তারই মধ্যে স্টার জলসা এবার নিয়ে আসছে এক ভিন্ন রসের গল্প, যা একদিকে যেমন রোমান্টিক, তেমনি আবেগঘনও।

এসভিএফ প্রোডাকশন হাউজের নতুন ধারাবাহিক ‘বিয়ের ফুল’-এ মুখ্য ভূমিকায় দেখা যাবে অভিনেতা রনজয় বিষ্ণু ও অভিনেত্রী দীপান্বিতা রক্ষিতকে । দু’জনকেই পর্দায় পেয়ে দর্শক খুশি হবেন সেটা আশা রাখাই যায়। জানা গিয়েছে, বারুইপুরে চলছে ধারাবাহিকটির প্রোমো শুটিং।

‘বিয়ের ফুল’-এর কাহিনি দুই বোনকে ঘিরে। ছোট বোনের সঙ্গে নায়কের প্রেমের সম্পর্ক থাকলেও, ভাগ্যের ফেরে বিয়ে হয় বড় বোনের সঙ্গে। এরপর থেকেই শুরু হয় গল্পের আসল টানাপোড়েন—নায়ক কি নিজের ভালোবাসা বেছে নেবে, নাকি পরিবারের প্রতি কর্তব্য?

দর্শক মহলে ইতিমধ্যেই এই সিরিয়াল নিয়ে তৈরি হয়েছে কৌতূহল। রনজয় ও দীপান্বিতার রসায়ন কেমন জমে তা এখন দেখার বিষয়। সব মিলিয়ে স্টার জলসার নতুন ধারাবাহিক ‘বিয়ের ফুল’ যে টিআরপি তালিকায় জায়গা করে নেবে, তা বলাই যায়।

Piya Chanda