জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক পরিণীতা এখন টিআরপি তালিকার শীর্ষে। রায়ান ও পারুলের গল্পে দর্শকরা যেমন আবেগ খুঁজে পেয়েছেন, তেমনই হাসি আর মজার মুহূর্ত এনেছে সিরিয়ালের অন্য চরিত্রগুলো। কিন্তু সম্প্রতি ফ্যানদের কপালে চিন্তার ভাঁজ— প্রিয় এক মুখ হঠাৎ করে গায়েব হয়ে গেল পর্দা থেকে! কী এমন ঘটল?
যে চরিত্রটি রোজ সন্ধ্যায় দর্শকদের মুখে হাসি ফোটাত, তাকে শেষ দেখা গিয়েছে গত সপ্তাহে। শ্যুটিং ফ্লোরে তখনও কেউ বুঝতে পারেননি, এটাই তার শেষ দিন। পরিচালক থেকে সহ-অভিনেতারা— সকলে অবাক এই আকস্মিক সিদ্ধান্তে। সোশ্যাল মিডিয়ায় এখন চলছে একটাই আলোচনা— “সে কি সত্যিই সিরিয়াল ছেড়ে দিল?”
জানা গিয়েছে, বসু পরিবারের প্রাণ, মজার স্বভাব আর চটুল সংলাপে জনপ্রিয় হওয়া সেই চরিত্রে অভিনয় করতেন অভিনেতা সোমরূপ দাস। শ্যুটিং শেষ করে তিনিই বিদায় জানিয়েছেন পরিণীতা-কে। তবে বিদায়ের সময় তিনি কাউকে হতাশ না করে রেখে গিয়েছেন হাসি আর ভালোবাসার স্মৃতি। সহ-অভিনেতা সুব্রত গুহ রায় লিখেছেন, “তোকে কেউ আটকাতে পারল না… তোকে খুব মিস করব।” উত্তরে সোমরূপ লেখেন, “দাদু, ভুলে যাওয়ার কিছু নেই, তোমাকে ফোন করছি।”
তবে এই বিদায়ের পেছনে কোনও ঝামেলা বা নতুন প্রজেক্ট নয়, জানিয়েছে ধারাবাহিকের টিম। অভিনেতা সুব্রত গুহ রায়ের কথায়, “কিছু ব্যক্তিগত কারণে সে কিছুদিনের বিরতি নিচ্ছে, আমরা ওর সিদ্ধান্তকে সম্মান করি।” সোমরূপের মা-ও লিখেছেন, “সবাইয়ের ভালোবাসা ও আশীর্বাদ ওর সঙ্গে আছে।”
আরও পড়ুনঃ সিঁথির সিঁদুরে মিশছে প্রতিশোধের রঙ! বোনের ঘর ভাঙতে দৃঢ় নিশা, উজির স্বামীকে করল অপহরণ! ‘জোয়ার ভাঁটা’য়–এবার নিশার প্রতিশোধের খেলায়, উজি কি পেয়েও হারাবে ঋষিকে? নাকি ভালোবাসাই মুছে দেবে প্রতিশোধের আগুন?
দর্শকরা অবশ্য এত সহজে মানতে পারছেন না এই শূন্যতা। কেউ লিখছেন, “ও না থাকলে সিরিয়ালের মজা অর্ধেক হয়ে যাবে।” কেউ বলছেন, “দ্রুত ফিরে আসো।” এখন প্রশ্ন একটাই— মৈনাকের জায়গায় কি নতুন মুখ আসছে, নাকি খুব তাড়াতাড়িই ফিরবেন সোমরূপ দাস নিজেই? সময়ই দেবে উত্তর।
