জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“পরিবারের সম্মান নষ্ট করছে, পুরুষ হয়ে এসব কী?” “লিঙ্গ পরিবর্তন করবে নাকি?” সপ্তর্ষির মেকআপ, আদৃতের কাজল, গৌরবের নাকছাবি— পুরুষ তারকাদের লুক নিয়ে কটা’ক্ষের বন্যা! সমাজ মাধ্যম জুড়ে শুরু নতুন ‘পুরুষত্ব’ বিতর্ক!

সাম্প্রতিক সময়ে টলিপাড়ার পুরুষ তারকাদের নতুন লুক নিয়ে সমাজ মাধ্যমে শুরু হয়েছে প্রবল চর্চা। একদিকে যেমন অনেকেই প্রশংসায় ভরিয়ে দিয়েছেন, তেমনই একাংশের সমালোচনার তীর যেন আরও তীক্ষ্ণ হয়েছে এই নতুন ট্রেন্ডের দিকে। সামাজিক মাধ্যমে অভিনেতা গৌরব চট্টোপাধ্যায় (Gourab Chatterjee) , আদৃত রায় (Adrit Roy) এবং সপ্তর্ষি মৌলিকের (Saptarshi Maulik) সাজ-পোশাক, মেকআপ আর স্টাইল নিয়ে চলছে প্রবল আলোচনা। কেউ বলছেন, পুরুষদের আধুনিক ফ্যাশন বেছে নেওয়ার সাহসিকতা প্রশংসনীয়, আবার অনেকেই সরাসরি কটাক্ষ করছেন তাঁদের লুকস নিয়ে।

গৌরব চট্টোপাধ্যায় সম্প্রতি নিজের কয়েকটি নতুন ছবি ভাগ করে নিয়েছেন, যেখানে তাঁর মুখে দেখা গেছে গোল আকৃতির নাকছাবি। উত্তম কুমারের নাতি গৌরবের এই সাহসী লুক মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। কেউ তাঁর স্টাইল সেন্সের প্রশংসা করেছেন, আবার কেউ বা লিখেছেন— “উত্তম কুমার যদি বেঁচে থাকতেন, নাকে দুল পরার অপরাধে নাতিকে বাড়ি থেকে বের করে দিতেন।” আরও কেউ বলেছেন, “এলজিবিটি জয়েন করলে এমনই হয়।” অনেকের মতে, অভিনেতার এই লুক মানাচ্ছে না, বরং পরিবারের সম্মান নষ্ট করছে। যদিও এইসব মন্তব্যে গৌরবের কোনও প্রতিক্রিয়া নেই।

অন্যদিকে, ‘মিঠাই’-এর উচ্ছেবাবু অর্থাৎ আদৃত রায়ের নতুন লুক নিয়েও তোলপাড় নেটপাড়া। তাঁর সাম্প্রতিক ছবিতে দেখা গেছে চোখে কাজল, চুলে ভিন্ন রকম কাট— যেন রকস্টার লুক। এই পরিবর্তন দেখে একাংশ প্রশংসা করলেও, অনেকেই বলেছেন, “এই হেয়ারস্টাইল তোমার ব্যক্তিত্বের সঙ্গে মানায় না।” কেউ বা সরাসরি মন্তব্য করেছেন, “তোমাকে কিছু চাপরি টিকটকারদের মতো লাগছে।” তবে একই সঙ্গে কেউ কেউ লিখেছেন, যদি এটা তাঁর নতুন কোনও চরিত্রের প্রয়োজনে হয়ে থাকে, তাহলে সাহসের প্রশংসা প্রাপ্য।

এরপরেই সামনে এসেছে ‘শ্রীময়ী’-এর ডিংকা, অর্থাৎ সপ্তর্ষি মৌলিকের নতুন কিছু ছবি, যেখানে তাঁর সাজ এবং মেকআপ দেখে নেটিজেনদের মধ্যে আরও চর্চা শুরু হয়। কেউ বলছেন, “এরা কী করছে? লিঙ্গ পরিবর্তন করবে নাকি?” অন্য কারও ভাষায়, “হাই সোসাইটিতে এসব এখন নরমাল!” এমনকি কেউ কটাক্ষ করে লিখেছেন, “মৃগী রোগে আক্রান্ত মনে হচ্ছে।” অভিনেতাকে নিয়ে এমন অশালীন মন্তব্যে একাংশের মধ্যে ক্ষোভও দেখা দিয়েছে। কিন্তু যাঁরা আধুনিক ফ্যাশনের পক্ষে, তাঁদের মতে— পোশাক বা সাজগোজের সঙ্গে ব্যক্তিত্বের কোনও সম্পর্ক নেই,

বরং নিজের মতো থাকা মানেই সাহসী হওয়া। তবে একথা অস্বীকার করা যায় না, বর্তমান সময়ে পুরুষদের সাজগোজ বা গয়না পরা নিয়ে সমাজে এখনও স্পষ্ট বিভাজন রয়ে গেছে। কেউ মনে করেন এটা নতুন যুগের স্টাইল ও আত্মবিশ্বাসের প্রকাশ, আবার অনেকেই একে ‘পুরুষত্বের অবমাননা’ বলে দাগিয়ে দিচ্ছেন। অথচ ইতিহাস ঘাঁটলে দেখা যায়, নাকে দুল, চোখে কাজল— এগুলো এক সময় পুরুষদের মধ্যেই ছিল প্রচলিত। কিন্তু এখন সমাজ মাধ্যমের যুগে এই লুক মানেই যেন নতুন বিতর্কের সূত্রপাত।

Piya Chanda