জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“বাবা-মায়ের দেওয়া শিক্ষা অমূল্য, জীবনের প্রতিটা পদক্ষেপে আজও সেই শিক্ষাই আমাকে চালায়”— নিজের জীবনের দর্শন নিয়ে অকপট কোয়েল মল্লিক

মানুষের জীবনে বাবা-মায়ের ভূমিকা সবচেয়ে বড় শিক্ষক হিসেবে কাজ করে। জীবনের প্রথম পাঠ, আচরণবিধি থেকে শুরু করে কঠিন সময়ে মানসিক দৃঢ়তা—সব কিছুই অনেকটা গড়ে ওঠে পারিবারিক শিক্ষার হাত ধরে। মা শেখান ভালোবাসা, সহানুভূতি, যত্ন। আর বাবা শেখান শৃঙ্খলা, দায়িত্ববোধ আর আত্মনির্ভরতা। এই দুই শিক্ষার সমন্বয়ই তৈরি করে এক পূর্ণ মানুষ।

টলিউডের অভিনেত্রী কোয়েল মল্লিকের জীবনে বাবা-মা মানেই দুটি স্তম্ভ। অভিনেতা রঞ্জিত মল্লিক ও গৃহবধূ দীপা মল্লিকের একমাত্র মেয়ে কোয়েল ছোট থেকেই পেয়েছেন তাদের স্নেহ, আদর আর কঠোর ভালোবাসা। পর্দায় যেভাবে তিনি দর্শকের মন জয় করেন, পর্দার বাইরে তেমনই এক পরিপূর্ণ মানুষ তিনি। আর সেই মানুষ হয়ে ওঠার গল্পেই এবার বাবা-মায়ের শিক্ষা নিয়ে মুখ খুললেন টলি কুইন।

কোয়েল জানিয়েছেন, “প্রত্যেকটা মানুষের সঙ্গে কানেকশন রাখাটা আমি আমার মায়ের কাছ থেকেই পেয়েছি। তিনি মনে করেন, জীবনের নানা ক্ষেত্রে নিজের অবস্থান বোঝা যেমন জরুরি, তেমনই সম্পর্ক রক্ষার ভারসাম্য রাখাটাও মায়ের কাছেই শেখা।

অভিনেত্রীর কথায়, বাবার কাছ থেকে তিনি সবচেয়ে বড় শিক্ষা পেয়েছেন শৃঙ্খলার। কোয়েলের ভাষায়, “আমার বাবা খুব ভালোবাসতেন ডিসিপ্লিন। ঘুম থেকে ওঠা, ব্যায়াম করা, খাওয়া—সব কিছুর মধ্যে একটা নিয়ম ছিল। আজও সেই নিয়মই আমাকে চালায়।” তাঁর মতে, শৃঙ্খলাই মানুষকে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যায়।

শেষে কোয়েল বলেন, “বাবা-মার কাছ থেকে যা শিক্ষা পেয়েছি, সেটা অমূল্য। ভগবান করুন, আমি যেন আমার ছেলেমেয়েদের মধ্যেও সেই শিক্ষাটা দিতে পারি।” জীবনের মূল্যবোধে গড়া এই বার্তাই জানিয়ে দিলেন—তারকা হয়েও পরিবারের শিক্ষাই তাঁর সবচেয়ে বড় সম্পদ।

Piya Chanda