জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

সহ-অভিনেত্রীর অশান্তি আর দীর্ঘদিনের টানাপোড়েনে সরে দাঁড়ালেন জিতু! বদলে যাচ্ছে ‘আর্য সিংহ রায়’-এর মুখ, একাধিক অভিযোগে ক্ষুব্ধ তিনি ফিরছেন না আর! এবার থেকে দিতিপ্রিয়ার বিপরীতে আর্য হয়ে ফিরছেন এই জনপ্রিয় অভিনেতা!

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’-এর (Chirodini Tumi Je Amar) সাফল্যের আড়ালে যে অস্বস্তি অনেকদিন ধরেই ঘুরপাক খাচ্ছিল, তা এখন যেভাবে সামনে এসেছে, তাতে দর্শকেরা তো বটেই, চ্যানেলের ভেতরেও নাকি চাপা বিতর্ক তৈরি হয়েছে। পর্দায় জিতু কমল (Jeetu Kamal) এবং দিতিপ্রিয়া রায়ের (Ditipriya Roy) রসায়ন যতটাই শক্তিশালী, বাস্তবে নাকি একে ওপরে সঙ্গে কথাও নেই। সেটের পরিবেশ ধীরে ধীরে এমন একটা জায়গায় পৌঁছেছে যে, দু’জনে নাকি একই ফ্রেমে দাঁড়াতেই অনিচ্ছা প্রকাশ করতে শুরু করেছেন।

এই অস্বস্তির জায়গাটা যে ছোটখাটো গন্ডগোল নয়, তা জিতু নিজের সাম্প্রতিক পোস্টেই ইঙ্গিত দিয়েছেন। তিনি সরাসরি কারও নাম না নিয়ে পরিষ্কার করে দিয়েছেন, দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ আর আত্মসম্মান নিয়ে টানাপোড়েন তাঁকে ছবিটা ভিন্নভাবে দেখতে বাধ্য করেছে। শুটে নাকি বারবার অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছিল তাঁকে। কখনও দেরি, কখনও সহ অভিনেত্রীর তরফে শট দিতে অনীহা, এসব অভিযোগ তাঁর ঘনিষ্ঠদের কথাতেই উঠে এসেছে। এদিকে দিতিপ্রিয়া অবশ্য জানিয়েছেন, এসব গল্পের কোনও ভিত্তিই নেই।

সবই নাকি বাড়াবাড়ি রটনা! তবে যাঁরা নিয়মিত ফ্লোরে থাকেন, তাঁরা বলছেন পরিস্থিতি নাকি বেশ কিছুদিন ধরেই থমথমে। এমনকি একটা আলোচনা সভা করার কথাও উঠেছিল, যাতে সমস্যার সমাধান হয়। কিন্তু তার আগেই জিতু পোস্ট করে তাঁর অবস্থান স্পষ্ট করে দেয়, তিনি আর এই মানসিক চাপ বা বিরোধের মধ্যে কাজ করতে রাজি নন। “বাড়ির সমস্যা বাইরে বলতে চাই না”, এই ধরনের মন্তব্যে তাঁর দমিয়ে রাখা ক্ষোভটাই যেন জোরালোভাবে সামনে এসেছে।

বিশেষ করে তিনি জানান, প্রোডাকশন নাকি তাঁকে এই চরিত্র ছেড়ে দিতে পারলেও অসুবিধা নেই– এমন কথাও শুনিয়েছিল। এই পোস্ট প্রকাশ্যে আসতেই দর্শকের প্রশ্ন আরও জোরালো হয়েছে, তবে কি সত্যিই বিদায় নিচ্ছেন জিতু? ধারাবাহিকের জনপ্রিয়তার অন্যতম প্রধান মুখ হওয়ায় এই সিদ্ধান্ত গল্পের গতিপথকেই বদলে দিতে পারে বলে অনেকে মনে করছেন। আর যে ভাষায় তিনি তাঁর অভিজ্ঞতার কথা লিখেছেন, তা দেখে মনে হয়েছে তিনি আর ফিরে তাকানোর পক্ষপাতী নন!

ফলে জল্পনা তুঙ্গে যে ‘চিরদিনই তুমি যে আমার’-এর গল্প এবার নতুন মোড় নিতে চলেছে। আর ঠিক এখানেই জোরালো হয়েছে আরেকটি নতুন খবর, জিতুর জায়গায় কে আসছেন? প্রোডাকশন মুখ খুলছে না এখনও, কিন্তু ধারাবাহিক সংক্রান্ত মহল বলছে যে দিতিপ্রিয়ার বিপরীতে নতুন লিড হিসেবে আনা হচ্ছে জনপ্রিয় অভিনেতা ‘ওম সাহানি’কে! যদি এই খবর সত্যি হয়, তবে ধারাবাহিকের গতি যেমন পাল্টাবে, তেমনি বদলে যাবে ‘আর্য’র পরিচিত মুখও! এখন শুধু অপেক্ষা চ্যানেলের তরফে আনুষ্ঠানিক ঘোষণার।

Piya Chanda