কয়েক দিন ধরে টলিপাড়ায় সবচেয়ে আলোচিত বিষয়—জিতু কমল ও দিতিপ্রিয়া রায়ের অশান্তি। রোম্যান্টিক সিরিয়ালে একসঙ্গে অভিনয় করা দুই তারকার মধ্যে নাকি সম্পর্কের অবনতি এমন জায়গায় পৌঁছেছে যে নায়িকা দিতিপ্রিয়া এখন অনস্ক্রিন ঘনিষ্ঠ দৃশ্যেই রাজি নন। নেপথ্যে বেড়ে উঠছে উত্তেজনা, আর সামনে আসছে একের পর এক অভিযোগ।
দাসানি ২ স্টুডিওর পরিবেশও ততটাই ভারী। রবিবার শ্যুটিং চললেও দুজন নায়ক-নায়িকা একে অপরের সঙ্গে কথা পর্যন্ত বলেননি। চ্যানেল থেকে প্রযোজনা সংস্থা—সকলেরই মনে চাপা ক্ষোভ, কারণ এমন উত্তেজনা নিয়ে জনপ্রিয় সিরিয়াল চালানো কার্যত অসম্ভব বলে মত তাঁদের। টেলিপাড়ায় তাই এখন একটাই মন্তব্য শোনা যাচ্ছে, এই পরিস্থিতি আর চলতে দেওয়া যায় না।
গুঞ্জন আরও চিন্তাজনক হয়ে উঠেছে। খবর ছড়িয়ে পড়েছে, নিত্যদিনের এই কলহের কারণে হয়তো বন্ধই হয়ে যেতে পারে উচ্চ টিআরপি পাওয়া ধারাবাহিকটি। চ্যানেলও নাকি নেতিবাচক প্রচার নিয়ে বেশ অসন্তুষ্ট। তাই পরিস্থিতি সামাল দিতে সোমবার সন্ধ্যায় জিতু ও দিতিপ্রিয়াকে নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে বসতে চলেছেন প্রযোজনা সংস্থার কর্তারা। টলিপাড়ার সকলে তাকিয়ে আছে সেই বৈঠকের ফলাফলের দিকে।
এদিকে ফেসবুকে বিস্ফোরক অভিযোগ তুলেছেন জিতু কমল। তাঁর দাবি, দিতিপ্রিয়া নাকি তাঁকে খারাপ মানুষ বলে উল্লেখ করেছেন এবং সহ-অভিনেতাদের সঙ্গে কাজ করার যোগ্য নন বলেও মন্তব্য করেছেন। এমনকি তাঁর শারীরিক অসুস্থতা নাকি “অভিনয়” মাত্র, এমন অভিযোগও তুলেছেন নায়িকা। ক্রিয়েটিভ টিমের কয়েকজন তো তাঁকে সিরিয়াল ছাড়ার ইশারাও দিয়েছেন বলে দাবি জিতুর পোস্টে।
আরও পড়ুনঃ সাহেবের জন্মদিনে হাঁটু মুড়ে গোলাপ উপহার সুস্মিতার! জন্মদিনেই কি তবে সম্পর্কের ঘোষণা সাহেব–সুস্মিতা জুটির?
তবে এর আগে দুজনের ঝগড়া মিটিয়ে দিয়েছিল প্রোডাকশন। এবারও কি সেই আশাই পূরণ হবে? নাকি এতটাই গভীর হয়েছে দূরত্ব যে ধারাবাহিকটিকেই বন্ধ করতে হবে? ভক্ত থেকে টেলিপাড়া—সবাই এখন অপেক্ষা করছে আজকের বৈঠকের সিদ্ধান্তের জন্য, যা নির্ধারণ করবে সিরিয়ালের ভবিষ্যৎ পথচলা।
