জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

টলিউডে চুপিচুপি ফের মিলের সুর! ব্যবসায়ী প্রেমিকের সঙ্গে জনপ্রিয় অভিনেত্রীর সম্পর্কের দ্বিতীয় অধ্যায় ঘিরে জল্পনার পারদ তুঙ্গে! অতীত ভুলে কি এবার শুরু নতুন গল্প?

টলিপাড়ার জনপ্রিয় এক নায়িকাকে ঘিরে ফের নতুন গুঞ্জন শুরু হয়েছে। তিনি মূলধারার বাণিজ্যিক ছবিতে খুব একটা না দেখা গেলেও মডেলিং দিয়ে টলিউডে নিজের জায়গা তৈরি করেছেন অল্প সময়েই। বড় পরিচালকদের পছন্দের তালিকায় নাম রয়েছে তাঁর। বহুদিন ধরেই শহরের এক পরিচিত ব্যবসায়ীর সঙ্গে সম্পর্কে ছিলেন অভিনেত্রী। তবে একসময় মনোমালিন্যের কারণে দু’জনের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল।

প্রেমিকের সংস্থার ব্র্যান্ড ফেস হিসেবেও একসময় দেখা যেত অভিনেত্রীকে। পরে সেই জায়গায় বদল আসে। তখনই অনেকে সন্দেহ করেছিলেন যে ব্যক্তিগত কারণে তাঁরা দূরে সরে গিয়েছেন। যদিও সম্পর্ক নিয়ে কখনও প্রকাশ্যে কিছু বলেননি তাঁরা। ব্যক্তিগত জীবনকে সবসময় আড়ালে রাখতে পছন্দ করেছেন দু’জনেই।

তবে এখন শোনা যাচ্ছে, সেই পুরনো দূরত্ব নাকি অনেকটাই কমে এসেছে। আবারও কাছাকাছি এসেছেন তাঁরা। নিজেদের সম্পর্ক নিয়ে কোনও রকম আলোচনা বা জল্পনা যেন না শুরু হয়— সেটা চাইছেন দু’জনেই। তাই প্রকাশ্যে কিছু না বললেও, তাদের আচরণই অনেক কিছু ইঙ্গিত করছে বলে মনে করছেন ঘনিষ্ঠরা।

কয়েক বছর আগেই ওই ব্যবসায়ীকে নিয়ে প্রচুর আলোচনা হয়েছিল। শহরজুড়ে সবার নজর ছিল তাঁর দিকে। সময়ের সঙ্গে সেই আলোচনার ঝড় শান্ত হলেও, টলিউড নায়িকাদের প্রতি তাঁর আগ্রহের কথা আগেও শোনা গিয়েছে। এবার আবারও তাঁর সঙ্গে এক অভিনেত্রীর সম্পর্ক জমে উঠেছে বলেই দাবি টলি-মহলের একাংশের।

গোপনে হলেও এই সম্পর্কের দ্বিতীয় অধ্যায়ে নিজেদের ভবিষ্যৎ আরও স্থির করতে চাইছেন দু’জনেই— এমনটাই শোনা যাচ্ছে। নায়িকার ঘনিষ্ঠ মহলের কথায়, পুরনো ভুল বোঝাবুঝি ভুলে তারা নতুন করে পথ চলতে চাইছেন। এখন দেখার, এই সম্পর্ক সত্যিই কতদূর যায়।

Piya Chanda