জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“ঋষির মা-উজির বন্ডিংটাই সিরিয়ালের প্রাণ!” শ্বাশুড়ি-বউমার মিষ্টি বন্ধনে মুগ্ধ দর্শক, দু’জনের মানবিক সম্পর্কই এখন আলোচনার কেন্দ্রবিন্দু! ‘জোয়ার ভাঁটা’য় প্রতিশোধের আগুন ছাপিয়ে শাশুড়ি-বউমার রসায়নেই কি বাড়ছে ধারাবাহিকের জনপ্রিয়তা?

জি বাংলার ‘জোয়ার ভাঁটা’র (Jowar Bhanta) বর্তমান গল্পে যত ঘটনা ঘটুক না কেন, দর্শকরা যেটা সবচেয়ে বেশি উপভোগ করছেন তা হলো জ্যোতি আর ঋষির মায়ের সম্পর্ক। শাশুড়ি-বউমার এই অদ্ভুত মিষ্টি জুটি যেন গোটা ধারাবাহিকের আবেগকে আরও নরম আর মানবিক করে তুলেছে। গল্পে প্রতিশোধের আঁচ যতই বাড়ুক, এই দুই নারীর নিঃস্বার্থ ভালবাসা তার মধ্যেই এক অন্যরকম শান্তি আনে। দর্শকরাও বলছেন যে এত স্বাভাবিক, এত প্রাণবন্ত সম্পর্ক টেলিভিশনের পর্দায় খুব কমই দেখা যায় এখন।

উজির নিজের দোটানা, ঋষিকে ঘিরে বিভ্রান্তি আর দু’পক্ষের ভুল বোঝাবুঝির ভিড়েও জ্যোতির সঙ্গে ঋষির মায়ের এই অটুট সম্পর্কটা ভীষণ আলাদা। শাশুড়ি তাঁর বউমাকে প্রথম দিন থেকেই নিজের মেয়ের মতো দেখেছেন, কড়াকড়ি বা দূরত্বের কোনও বালাই নেই। তারই প্রতিফলন দেখা গেল সম্প্রতি পুজোর ঘটনায়। যেদিন গ্রামে পুজো দিতে গিয়ে অপহরণের পর ঋষি নিখোঁজ হয়ে যায় আর বাড়িতে ফিরে আসে ভীষণ ভেঙে পড়া এক জ্যোতি। সে-ই আবার মায়ের ইচ্ছের মর্যাদা রেখে পুজোটা দিয়ে আসতে বলে না!

এই সহজ অথচ গভীর আচরণটাই মন ছুঁয়েছে দর্শকদের। ঋষির মা যখন এই খবর শুনে আবেগে ভেঙে পড়ে জ্যোতিকে ‘তুই’ বলে ডেকে আরও আপন করে নেন, সেই মুহূর্তটাই যেন এই দু’জনের রসায়নটাকে আরও বাস্তব করে তুলেছে। কোনও বড় সংলাপ বা অতিরঞ্জন নয়, খুব স্বাভাবিক আচরণ কিন্তু তার ভেতরেই মেয়ের মতো আপন করে নেওয়ার সুরটা স্পষ্ট। অনেক দর্শকই বলছেন, এই ধরনের শাশুড়ি-বউমার সম্পর্ক স্ক্রিনে দেখলে মনটা ভালো হয়ে যায়। কারণ বাস্তবেও এমন সম্পর্ক হয়, কিন্তু তা খুব কমই উঠে আসে ধারাবাহিকে।

উল্লেখ্য, বর্তমানে উজির প্রতিশোধের পথে হাঁটার গল্পের পাশাপাশি যে বিষয়টা আরও গভীর হয়ে উঠছে তা হলো তার এই বাড়ির মানুষদের প্রতি ধীরে ধীরে ভেঙে পড়া দেয়াল। ঋষির স্নেহ, মায়ের মমতা– সব মিলিয়ে সে বুঝতে পারছে, প্রতিশোধের খেলা যতই কঠোর হোক এই বাড়ির মানুষগুলো খারাপ নয়। আর এই উপলব্ধির পেছনে বড় ভূমিকা রাখছে শাশুড়ি-বউমার সেই বিশেষ বন্ধন। যেটা নিছক সম্পর্ক নয়, বরং বিশ্বাসের জায়গা তৈরি করে দিচ্ছে উজির মনে।

দিনকে দিন গল্পের মোড় যতই জটিল হোক, ‘জোয়ার ভাঁটা’র দর্শকরা এই মুহূর্তে যার প্রেমে পড়েছেন, তা হলো ঋষির মা ও জ্যোতির সহজ অথচ উষ্ণ আর প্রায় বাস্তব ছুঁয়ে যাওয়া সম্পর্ক। প্রতিশোধের উত্তাপের মধ্যে এই সম্পর্কটাই যেন ধারাবাহিককে এক অন্যরকম মানবিক রঙে রাঙিয়ে দিয়েছে! যা মানুষকে ভাবায়, ছুঁয়ে যায় এবং আবারও মনে করিয়ে দেয়– একটা সম্পর্কের আসল শক্তি সবসময় দু’পক্ষের মানুষের ভালোবাসাতেই। আপনাদের কেমন লাগছে ঋষির মা আর জ্যোতির রসায়ন? জানাতে ভুলবেন না কিন্তু!

Piya Chanda