জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

সেই ‘লক্ষ্মীছানা’র সঞ্চালক থেকে স্টার জলসার ‘পরশুরামে’র শক্তিশালী খলনায়ক, এক প্রজন্মের আবেগ অভিনেতা সুজন নীল মুখোপাধ্যায়! কিন্তু তাঁর বাড়ির আরও এক তারকার কথা কি জানেন? তিনিও প্রতিষ্ঠিত অভিনেত্রী, পরিচয় জানলে চমকে যাবেন!

বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ ‘সুজন নীল মুখোপাধ্যায়’ (Sujan Neel Mukherjee) আজও এক প্রজন্মের কাছে আবেগের নাম। এক সময় আকাশ আট চ্যানেলে ‘লক্ষ্মীছানা’ দেখেনি এমন মানুষ খুব কমই আছে। সেখানেই ছোটদের সঙ্গে নাচ-গান আর গল্পে আসর জমাতেন অভিনেতা। টিভিতে ইতিবাচক বা নেতিবাচক, দুই ধরনের চরিত্রেই তাঁকে দর্শক সমান প্রশংসা দিয়েছেন। কিন্তু ক্যামেরার বাইরে তাঁর সবচেয়ে বড় ভালোবাসা মঞ্চ। টাকার জন্য নয়, মনকে শান্ত রাখার জন্য আজও তিনি নাট্যমঞ্চে কাজ করতে ভালবাসেন।

তাঁর ভাষায়, মঞ্চ এমন একটা জায়গা যেখানে মানুষ নিজের অনুভূতি, কষ্ট বা আনন্দ সবটাই অনায়াসে প্রকাশ করতে পারে। প্রসঙ্গত, অভিনেতার জীবনে পরিবার আর কাজ, দুটোই সমান গুরুত্বপূর্ণ। মায়ের মৃ’ত্যু একসময় তাঁর জীবনের বড় আঘাতে পরিণত হয়। তবুও পরদিন সকালেই অন্ত্যেষ্টি সেরে তিনি রিহার্সালে হাজির হয়েছিলেন। শুধু এই বিশ্বাসে যে কাজই মাকে সম্মান জানানোর সবচেয়ে ভালো পথ। কারণ মা-ই চেয়েছিলেন তিনি অভিনয়ের পথে আরও এগিয়ে চলুন।

বাড়িতেও সৃজনশীলতার ছায়া ছোটবেলা থেকে ছিল। তাঁর বাবা অরুণ মুখোপাধ্যায় ছিলেন বাংলা নাট্যজগতের একজন গুরুত্বপূর্ণ নাম। অন্যদিকে হাওড়ার শিবপুরে তাঁদের পৈতৃক বাড়ি ‘ডাক্তার বাড়ি’ নামেই পরিচিত ছিল। অতীতে তাঁর পরিবারের অনেক সদস্যই চিকিৎসক ছিলেন এবং দরিদ্র মানুষদের বিনে পয়সায় সেবা করতেন, ফলে পরবর্তীতে এই নামকরণ হয়। সুজনের ব্যক্তিগত জীবনের কথাও কম আকর্ষণীয় নয়! তাঁকে সবাই চেনেন, কিন্তু তাঁর স্ত্রীকে অনেকেই চিনলেও জানেন না যে তিনিও একজন দক্ষ অভিনেত্রী।

অভিনেতার স্ত্রী অভিনেত্রী নিবেদিতা মুখোপাধ্যায়, বর্তমানে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘জোয়ার ভাঁটা’য় নায়ক ঋষির মায়ের চরিত্রে অভিনয় করছেন। নাট্যমঞ্চেই তাঁদের প্রথম আলাপ, সেখান থেকেই শুরু একসঙ্গে পথ চলা। দুই দশকেরও বেশি সময় ধরে সংসার সামলে এক পুত্রসন্তান নিয়ে এই দম্পতি আজও সমান স্বচ্ছন্দ! কেরিয়ার, ব্যস্ততা আর প্রতিদিনের দায়িত্বর মধ্যেও তাঁদের সম্পর্কের স্বচ্ছতা এবং বোঝাপড়া আজও টলিউডের আর পাঁচজনের কাছে উদাহরণ। উল্লেখ্য, অভিনয়ের দিক থেকে সুজন কখনও পরীক্ষা-নিরীক্ষা করতে পিছিয়ে থাকেননি।

ধারাবাহিকের চরিত্রে বৈচিত্র্য আনার জন্য তিনি বরাবরই প্রশংসিত হয়েছেন। বর্তমান সময়ে স্টার জলসার ‘পরশুরাম: আজকের নায়ক’ ধারাবাহিকে তিনি অভিনয় করছেন কর্ণ চ্যাটার্জির ভূমিকায়। এটি একজন সমাজবিরোধী চরিত্র, যার উপস্থিতি দর্শকদের বিশেষভাবে আকর্ষণ করছে। তাঁর অভিনয়ের প্রভাব স্পষ্ট টিআরপিতেও। চরিত্র যাই হোক, নিজের কাজকে গুরুত্ব দিয়ে অভিনয়ের মাধ্যমেই তিনি প্রমাণ করছেন যে পর্দায় সবার নজর তাঁর দিকেই থাকে। সব মিলিয়ে, তিনি এখনও বাংলা টেলিভিশনের এক অমূল্য সম্পদ।আপনাদের কেমন লাগে অভিনেতাকে?

Piya Chanda