জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

জিতুর সঙ্গে শুটিংয়ে তীব্র আপত্তি দিতিপ্রিয়ার! এবার অভিযোগ আর্টিস্ট ফোরামে, তবে কি আমি ছাড়ছেন জনপ্রিয় ধারাবাহিক?

টলিপাড়ায় তুমুল চর্চা! ‘চিরদিনই তুমি যে আমার’–এর দুই মুখ্য চরিত্র জিতু কামাল ও দিতিপ্রিয়া রায়ের সম্পর্ক নিয়ে উত্তেজনা কমছে না, বরং দিন দিন আরও জটিল আকার নিচ্ছে। কয়েকদিন আগেই বহু বিতর্কের পর ফের ধারাবাহিকে ফিরে এসেছেন জিতু। দর্শকদের জোরালো দাবি ও চ্যানেলের সিদ্ধান্তেই আবার ‘আর্য’ হিসেবে ক্যামেরার সামনে দাঁড়ান তিনি। কিন্তু ফিরেই যেন নতুন সমস্যার সূত্রপাত।

সূত্রের খবর, জিতুর সঙ্গে শুটিং করতে অনীহা প্রকাশ করেছেন দিতিপ্রিয়া। তিনি নাকি আর্টিস্ট ফোরামে লিখিত অভিযোগ জমা দিয়েছেন। শুধু তাই নয়, মহিলা কমিশনের সঙ্গেও যোগাযোগ করেছেন বলে জানা গেছে। তবে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক অভিযোগ জমা পড়েনি। এই প্রসঙ্গে লীনা গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, দিতিপ্রিয়া তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন ঠিকই, কিন্তু সেটা ছিল কেবল পরামর্শ নেওয়ার জন্য। চিঠি বা আনুষ্ঠানিক অভিযোগ নয়।

আর্টিস্ট ফোরামের সদস্য দিগন্ত বাগচীও স্বীকার করেছেন, শনিবার সকালে দিতিপ্রিয়ার পক্ষ থেকে অভিযোগ এসেছে। তবে সেটি ঠিক কেমন সমস্যা, তা এখনই প্রকাশ করতে চাননি তিনি। তাঁর কথায়, এ ধরনের সমস্যা শুটিং সেটে মাঝে মধ্যেই দেখা যায়। তবে এই ঘটনা নিয়ে আলোচনা হবে এবং সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।

সবচেয়ে বড় প্রশ্ন – সিরিয়াল কি এর ফলে বিপাকে পড়বে? টিআরপিতে দারুণ সাফল্য সত্ত্বেও যদি নায়ক-নায়িকার দ্বন্দ্ব চরমে ওঠে, তবে ধারাবাহিকের ভবিষ্যৎ নিয়ে সংশয় তৈরি হওয়া স্বাভাবিক। দিতিপ্রিয়া কি সত্যিই সিরিয়াল ছাড়ার কথা ভাবছেন, নাকি কেবল পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত দূরত্ব বজায় রাখছেন, তা এখনই নিশ্চয়তা দিয়ে বলা যাচ্ছে না।

আরও পড়ুনঃ দু’চ্যানেলে বড় ধাক্কা! শেষ হয়ে যাচ্ছে ‘অনুরাগের ছোঁয়া’ আর ‘জগদ্ধাত্রী’? স্টার জলসা এবং জি বাংলার টিআরপি টক্করের মাঝেই ফাঁস ধারাবাহিক শেষ হওয়ার সম্ভাব্য তারিখ!

এদিকে অভিনেত্রী এখনো পর্যন্ত এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেননি। দর্শকদের মনে একটাই প্রশ্ন – এই বিবাদ শেষ পর্যন্ত কাকে হারাবে? ব্যক্তিকে, নাকি জনপ্রিয় মেগাকে? এখন অপেক্ষা কেবল পরবর্তী সিদ্ধান্তের।

Piya Chanda