টলিউডে দেব আর রুক্মিণী মৈত্রকে কেন্দ্র করে বিতর্ক যেন থামছেই না। কিছুদিন আগেই শোনা যাচ্ছিল, নাকি তাঁদের সম্পর্কে ভাঙন দেখা দিয়েছে। বিশেষ করে ‘রঘু ডাকাত’ সিনেমার প্রচারে রুক্মিণীর অনুপস্থিতি আরও বাড়িয়ে দিয়েছিল সেই গুঞ্জন। তবে এবার যে ঘটনার জেরে তাঁরা ফের শিরোনামে, তা পুরোপুরি উল্টো ধরনের। এবার প্রেম নয়, আলোচনা কেন্দ্রে রুক্মিণীর ‘বিয়ের বিজ্ঞাপন’!
হ্যাঁ ঠিকই শুনেছেন। রুক্মিণীর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এমন একটি বিজ্ঞাপন যেখানে লেখা আছে, তিনি পাত্র খুঁজছেন। বিজ্ঞাপনে দেওয়া রয়েছে বয়স, উচ্চতা থেকে শুরু করে বিশেষণ—“ফর্সা, স্লিম, সুদর্শনা, চাকরিজীবী, ব্রাহ্মণ মেয়ের জন্য উপযুক্ত কলকাতা নিবাসী শিক্ষিত সুপাত্র চাই।” সঙ্গে জুড়ে দেওয়া রুক্মিণীর ছবিও। আর এখানেই যোগ হয় আসল মজার অংশ। দেবও সেই পোস্ট শেয়ার করে লিখলেন, “ঈশ্বর সদয়।” পরে আবার যোগ করলেন, “পেলে জানিও!”
দেবের এই মন্তব্য ঘিরে ভক্তরা দারুণ মজা পেয়েছেন। রুক্মিণীও দেরি না করে দেন খুন্তির জবাব। তিনি লিখেছেন, “হে ঈশ্বর, অপেক্ষা করো।” স্পষ্ট বোঝা যাচ্ছে, এই দুষ্টুমি আসলে প্রেম নয়, ছবির প্রচার। তাঁদের রসিকতা দেখেই অনুরাগীদের ধারণা, সম্পর্কের ভাঙন নয়, তাঁদের কেমিস্ট্রি এখনও আগের মতোই জমে।
আসলে এই বিজ্ঞাপন ছবির গল্পেরই অংশ। রুক্মিণীর আসন্ন ছবি ‘হাঁটি হাঁটি পা পা’-তে অভিনেত্রীকে দেখা যাবে এক সম্ভ্রান্ত পরিবারের মেয়ের চরিত্রে, আর তাঁর বাবার ভূমিকায় রয়েছেন অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী। বাবাই ছবিতে মেয়ের জন্য ‘পাত্র চাই’ বিজ্ঞাপন দেন। ছবির গল্প কেন্দ্র করে আবেগ, সম্পর্ক আর বাবা মেয়ের বন্ধন।
আগামী ২৮ নভেম্বর মুক্তি পাচ্ছে ছবিটি। এরই মধ্যে এটি প্রদর্শিত হয়েছে গোয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। দেবও এই সাফল্যে রুক্মিণীকে শুভেচ্ছা জানিয়ে লিখেছিলেন, “তোমার জন্য গর্বিত।” তাঁদের শেষ কথায়ও ছিল আগের মতোই খুনসুটি—“আমিও পাত্রী খুঁজছি!”
আরও পড়ুনঃ উজির সামনে ফাঁস মেসোর লুকোনো রূপ, খেয়ার উপর অস্বাভাবিক আচরণে সন্দেহ জেগেছে নতুন করে! উজি কি এবার সত্যিটা জানতে পারবে? খেয়ার নীরব যন্ত্রণা সামনে আসতেই কি ফেটে পড়বে প্রতিহিংসার আগুন? ‘জোয়ার ভাঁটা’য় আসছে ধামাকা পর্ব!
ভক্তরা অবশ্য এখনও এক অপেক্ষায়—পর্দায় নয়, বাস্তবে কবে দেব আর রুক্মিণী চার হাত এক করবেন!
