জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘জোয়ার ভাঁটা’র (Jowar Bhanta) সদ্য প্রকাশিত নতুন প্রোমো ঘিরে এখন দর্শকদের উত্তেজনা সর্বোচ্চ পর্যায়ে! এতদিন উজি-ঋষির সম্পর্ক, সন্দেহ আর বিশ্বাসের টানাপোড়েনেই গল্প এগোচ্ছিল। কিন্তু হঠাৎই সামনে এসেছে এমন এক দৃশ্য, যা পুরো ধারাবাহিকের গতি বদলে দিতে পারে। প্রোমোটি দেখার পর থেকেই সামাজিক মাধ্যমে আলোচনা শুরু হয়েছে যে এবার কি উজির সামনে খুলে যাবে সেই গোপন সত্য, যা দর্শকরা বহুদিন ধরে জানলেও চরিত্ররা জানে না?
প্রোমোতে দেখা যাচ্ছে, ঋষির বোন খেয়ার উপর তার মেসোর অস্বাভাবিক আচরণ। তিনি খেয়াকে যে বরাবর খারাপ নজরে দেখেন, সেটা কেউ জানে না। তবে, এদিন খেয়ার বারণ করা সত্ত্বেও মেসোর তার প্রতি ব্যাবহার উজি হঠাৎই চোখে পড়ে যায়। পর মুহূর্তেই খেয়া আতঙ্কে ঘরে চলে যায়, রাগে আর ঘেন্নায় নিজের চুল কাটতে শুরু করে সে। উজি দ্রুত তাকে থামানোর চেষ্টা করে এবং পরিবারের লোকজনকে ডাকলে তারা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে।
সবাই সেখানে থাকলেও, মেসোর আচরণের মধ্যেই লুকিয়ে থাকে অস্বাভাবিক নীরবতা। এখান থেকেই উজির সন্দেহ নতুন করে জন্ম নেয়। সবচেয়ে বড় ব্যাপার, এতদিন যাকে উজি বাবার মৃ’ত্যুর জন্য দায়ী ভাবছিল, সেই ঋষিই আসলে নির্দোষ। আর এই প্রোমো যেন সেই দিকেই ইঙ্গিত দিচ্ছে। দর্শকেরা জানেন, জমি প্রতারণার পুরো পরিকল্পনাটাই করেছিল ঋষির জামাইবাবু আর মেসো। উজি বা ঋষি কেউই জানে না সত্যিটা আর সেই অজানাই প্রতিটা পর্বে তৈরি করছে নতুন উত্তেজনা।
উজির মনে এখন শুধু প্রতিশোধের আগুন নয়, দোটানা যে যার ভালোবাসা ধীরে ধীরে তাকে বদলে দিচ্ছে, সেই মানুষটা কি সত্যিই অপরাধী? এদিকে উজি-ঋষির সম্পর্কও পাল্টে যাচ্ছে নীরবে। ঘৃণা আর অনিশ্চয়তার মাঝে যে যত্ন আর স্নেহ জমে উঠছে, তা উজি আর অস্বীকার করতে পারছে না। দর্শকদের কাছেও এই লড়াইটা খুব বাস্তব। বিশেষ করে উজির চোখের দ্বিধা, সন্দেহের ভার আর নিজের অনুভূতির সঙ্গে যুদ্ধটাই চরিত্রটাকে আরও জীবন্ত করে তুলেছে।
আরও পড়ুনঃ ‘উজি নিজেই সত্যিটা বলুক, অন্যের মুখে শুনলে ভেঙে পড়বে ঋষি…ঋষি উজিকে ভালোবাসে তাই সবটা জানলে ওকে বাঁচাবে!’ ‘দোটানা না বাড়িয়ে ঋষির কাছেই খুলে বলুক উজি!’– ‘জোয়ার ভাঁটা’তে উজির প্রতি সন্দেহ বাড়ছে সবার, ঋষির উপর ভরসাই উজির একমাত্র পথ বলছেন দর্শকরা!
সব মিলিয়ে, নতুন প্রোমোটি শুধু একটা মোড় নয় বরং ধারাবাহিকের ভবিষ্যতের দরজা খুলে দিয়েছে। এবার কি উজি বুঝতে পারবে, যে মানুষটাকে সে শত্রু ভেবে এসেছে সে আসলে তার ঢাল? নাকি সত্যিটা সামনে আসতেই আরও ভেঙে পড়বে সম্পর্কগুলো? দর্শকদের একটাই প্রশ্ন, উজির বাবার মৃ’ত্যুর আসল দোষী অবশেষে কি প্রকাশ্যে আসতে চলেছে? উত্তর মিলবে ‘জোয়ার ভাঁটা’র আজ এবং কালকের ‘দুঃসাহসের দু’দিন’-এর পর্বে। তাই চোখ রাখতেই হবে ধারাবাহিকের নতুন পর্বের দিকে।
