জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘উজি নিজেই সত্যিটা বলুক, অন্যের মুখে শুনলে ভেঙে পড়বে ঋষি…ঋষি উজিকে ভালোবাসে তাই সবটা জানলে ওকে বাঁচাবে!’ ‘দোটানা না বাড়িয়ে ঋষির কাছেই খুলে বলুক উজি!’– ‘জোয়ার ভাঁটা’তে উজির প্রতি সন্দেহ বাড়ছে সবার, ঋষির উপর ভরসাই উজির একমাত্র পথ বলছেন দর্শকরা!

জি বাংলার ধারাবহিক ‘জোয়ার ভাঁটা’তে (Jowar Bhanta) এই মুহূর্তে উত্তেজনার পারদ তুঙ্গে। ঋষিকে অপহরণ করেও কেন টাকাগুলো নিয়ে গেল না অপহরণকারীরা? কে ছিল সেই হঠাৎ করে বাইকে করে আসা ব্যক্তি? এমন অনেকগুলো প্রশ্ন এখনও ঘুরছে ঋষির পরিবারের অনেকের মাথায়। ঋষির জামাইবাবু তো প্রথম থেকে উজিকে সন্দেহ করে আসছে আর এবার ঋষির দিদিও সেই পথেই হাঁটছে।

দিদি নিশাকে বাঁচাতে গিয়ে উজি যে ঋষির ঘরের জানলা দিয়েই পালিয়েছিল, সেটা ঋষির দিদি ধরে ফেলেছে। সে ইতিমধ্যেই মেসো, কাকা আর কাকিমাকে জানিয়েও দিয়েছে যে ঋষি বাড়ি ফেরার আনন্দে সবাই যখন তাকে দেখতে ছুটছিল উজি চুপচাপ দাঁড়িয়েছিল এবং তার সারা পায়ে কাদা লেগেছিল একদম তাজা! যেই মেয়ে সারাদিন ঘরেই ছিল, অকাতরে ঘুমাচ্ছিল তার পায়ে হঠাৎ কাদা থাকবে কেন! এই কথা শুনে বাকিরাও অবাক হয়ে যায়।

ঋষির দিদি আরও বলে যে, ঋষির ঘরের জানলা কাঁচও ভাঙা আর তার অনুমান ওখান থেকেই উজি যাতায়াত করেছে। সবটা শুনে স্বাভাবিকভাবে এখন নিশাকে ছেড়ে সবাই নতুন করে উজিকেই সন্দেহ করতে শুরু করেছে আর অন্যদিকে উজি আর ঋষির ফুলশয্যার আয়োজন করেছে বাড়ির লোকেরা। বাবার খু’নির সঙ্গে কিছুতেই রাত কাটাতে পারবে না উজি, এমন পরিস্থিতিতে নিশা তাকে কিছু বুদ্ধি দেয় কিন্তু উজি একটু হলেও অবিশ্বাস করে যে ঋষি তার বাবার খু’নি নয়।

তাই হালকা অনুভূতিও তৈরি হয়েছে ঋষির জন্য তার। এই চরম দোটানায় পরে কি করা উচিৎ, উজি বুঝতে পারছে না। এদিকে দর্শকরা বলছেন, উজির উচিৎ সবার প্রথমেই ঋষির ব্যাপারে দো-টানা টা সরিয়ে, মনের কথা শোনা আর সে যে তার বাবার খুনি নয় সেটা প্রমাণ করা। কেউ আবার বলছেন, উজির উচিৎ তাদের উদ্দেশ্য এবং পরিচয় গোপনের সত্যিটা ঋষিকে বলা, তাতে আর কেউ পাশে না থাকলেও ঋষি থাকবে। নাহলে যেভাবে সবাই সন্দেহ করছে, তাতে অন্য কারোর মুখ দিয়ে সত্যিটা শুনলে ঋষি ভেঙে পড়বে।

সমাজ মাধ্যমে একজন দর্শক বলেছেন, “উজি নিজেই সত্যিটা ঋষিকে বললে ভালো হয়। যদি মেসো বা অন্য কেউ সেটা প্রমাণ করে বা সব সত্যিটা সামনে আনে ঋষি সামলানোটা অনেক কষ্টসাধ্য হবে, উজিকে ক্ষমা করতে পারবে না। আর উজি যদি নিজে থেকে সব সত্যিটা বলে, তাহলে ঋষি হয়তো উজিকে বোঝার চেষ্টা করবে।” অন্যজন বলেছেন, “ঋষি যদি উজির পাশে থাকে তাহলে কেউ কোনও কিছু বলতে পারবে না।

উজির মুখ থেকে ঋষি সত্যিটা আগেই জেনে গেলে কঠির পরিস্থিতিটা সহজ হবে।” কেউ আবার বলেছেন, “আর যা-ই হোক না কেন ঋষি তো উজিকে ভালোবাসে। সত্যিটা জানলে সবার থেকে বাঁচাবে উজিকে। ঋষি উজিকে ভুল বুঝবে না, উল্টে ঋষিও আসল অপরাধীদের শাস্তি দেবে। কারণ ঋষি খারাপ কাজ বা লোক ঠকানো একেবারেই সহ্য করতে পারে না।” এখন দেখার, গল্পের মোড় কোনদিকে ঘোরে আর উজি কি সিদ্ধান্ত নেয়।

Piya Chanda